কলকাতা, 25 জুন: এর আগে একাধিকবার তাঁকে ডাকা হয়েছিল। কিন্তু রাজ্যপালের ডাকে সাড়া দেননি রাজ্য নির্বাচন কমিশনার রাজীবা সিনহা। পরপর তলব এড়ানোয় তাঁর জয়েনিং রিপোর্ট ফেরত চেয়ে পাঠিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ। এই ঘটনার এক সপ্তাহ না-পেরোতেই আজ রবিবার ফের একবার রাজীবা সিনহাকে ডেকে পাঠালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি, বাহিনী মোতায়ন এবং সার্বিকভাবে শান্তিপূর্ণ নির্বাচন করাতে কী কী পদক্ষেপ করছেন; ইত্যাদি বিষয়ে আলোচনার জন্য রাজীবা সিনহাকে ডেকে পাঠানো হয়েছে বলে রাজভবন সূত্রে খবর। কিন্তু, ধারাবাহিকতা বজায় রকে আজও কি রাজ্যপালের তলব এড়িয়ে যাবেন রাজীবা সিনহা? সংশয় কিন্তু থেকেই যাচ্ছে। তবে নির্বাচন কমিশন সূত্রের খবর, বিকেল চারটা নাগাদ রাজিবা সিনহা, রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করতে যেতে পারেন।
শনিবার রাজভবন থেকে পুরুলিয়ার তৃণমূল নেতা খুনে অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দিয়েছেন রাজ্যপাল। 48 ঘণ্টার মধ্যে অভিযুক্তদের ধরতে হবে বলে রাজ্যের মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছেন সিভি আনন্দ বোস। গত বৃহস্পতিবার পুরুলিয়ার আদ্রায় দলীয় কার্যালয়ের সামনেই গুলি করে খুন করা হয় শহর তৃণমূলের সভাপতি ধনঞ্জয় চৌবেকে ৷ মৃতের দাদা শনিবার বিকেলে রাজভবনের শান্তিকক্ষে অভিযোগ জানানোর পর, রাজ্যপাল মুখ্যসচিবকে এই নির্দেশ দেন।
এদিকে নবনিযুক্ত উপাচার্যদের সঙ্গে আগামী 28 জুন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে বৈঠক করবেন রাজ্যপাল। আগামিকাল তিনি দার্জিলিং যাবেন পাহাড় সফরে ৷ সেখানে রাজভবনে থাকার পর বুধবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় যাবেন রাজ্যপাল। নবনিযুক্ত 13 জন উপাচার্যদের ডাকা হয়েছে নানা বিষয়ে আলোচনার জন্য। সব ঠিক থাকলে রাজ্যপালের এই পরিকল্পনা এবং উপাচার্যদের বৈঠক হবে বলেই রাজভবন সূত্রের দাবি।
আরও পড়ুন: মানুষের একফোঁটাও রক্ত ঝরলে দায় কমিশনের, কড়াবার্তা রাজ্যপালের