কলকাতা, 6 জুলাই: ফের বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ বুধবার রাজ্যপাল কর্ণাটক হাইকোর্টের প্রধান বিচারপতি তথা কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি শুভ্রকমল মুখোপাধ্যায়কে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য হিসেবে নিয়োগ করেন ৷
পঞ্চায়েত নির্বাচনের আর দু'দিন বাকি ৷ এমনই আবহে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ-সহ পঞ্চায়েত ভোটের একাধিক বিষয়ে রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপালের সংঘাত চলছে ৷ এমতাবস্থায় রাজ্যপালের এই নয়া নিয়োগ ঘিরে যে তরজা চরমে উঠবে তা বলাই যায় ৷
কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি শুভ্রকমল মুখোপাধ্যায় 2016 সালে কর্ণাটক হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হন ৷ সে বছর কর্ণাটক সরকার টিপু সুলতানের জন্মজয়ন্তী উদযাপনের প্রস্তুতি নিয়েছিল ৷ সরকারের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কর্ণাটক হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয় ৷
সেই মামলায় প্রধান বিচারপতি শুভ্রকমল মুখোপাধ্যায় কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার নেতৃত্বে তৎকালীন কংগ্রেস সরকারকে প্রশ্ন করেছিলেন, এই উদযাপনের নেপথ্যে যুক্তি কী ? প্রধান বিচারপতির পর্যবেক্ষণ ছিল, টিপু সুলতান কোনও স্বাধীনতা সংগ্রামী নন, একজন রাজা মাত্র ৷ তিনি একজন অত্যাচারী শাসক ছিলেন ৷ কোডাভাস, কোঙ্কন এবং খ্রিস্টান সম্প্রদায়ের বহু মানুষকে টিপু সুলতান হত্যা করেছেন ৷ স্বভাবতই এরপর শোরগোল পড়ে গিয়েছিল ৷
রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপচার্য নিয়োগ নিয়ে রাজ্য সরকার বনাম রাজ্যপাল সংঘাত চলছে বেশ কিছুদিন ধরে ৷ যদিও 28 জুন কলকাতা হাইকোর্ট রায়ে জানিয়েছিল রাজ্যপাল কর্তৃক উপাচার্য নিয়োগ বৈধ ৷ প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের নেতৃত্বে গঠিত বেঞ্চ এই নির্দেশ দেয় ৷ এই আবহে বুধবার আনুষ্ঠানিক ভাবে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য হিসাবে নিযুক্ত হলেন প্রাক্তন প্রধান বিচারপতি শুভ্রকমল মুখোপাধ্যায় ৷
-
Dr. Bose forms a Peace & Social Integration Committee headed by former CJ Cal High Court Subhro Kamal Mukherjee who has consented to be the interim VC of RBU.
— Governor of West Bengal (@BengalGovernor) July 5, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
It will study menace of violence in society, how it affects student community, the NextGen & education system in Bengal. pic.twitter.com/Yfcix35FQ2
">Dr. Bose forms a Peace & Social Integration Committee headed by former CJ Cal High Court Subhro Kamal Mukherjee who has consented to be the interim VC of RBU.
— Governor of West Bengal (@BengalGovernor) July 5, 2023
It will study menace of violence in society, how it affects student community, the NextGen & education system in Bengal. pic.twitter.com/Yfcix35FQ2Dr. Bose forms a Peace & Social Integration Committee headed by former CJ Cal High Court Subhro Kamal Mukherjee who has consented to be the interim VC of RBU.
— Governor of West Bengal (@BengalGovernor) July 5, 2023
It will study menace of violence in society, how it affects student community, the NextGen & education system in Bengal. pic.twitter.com/Yfcix35FQ2
আরও পড়ুন: বিশ্ববিদ্যালয়ে রাজ্যপালের উপাচার্য নিয়োগ বৈধ, জানাল হাইকোর্ট
2000 সালের 15 সেপ্টেম্বর তিনি কলকাতা হাইকোর্টে বিচারপতি হিসেবে নিযুক্ত হন ৷ 2015 সালের 15 এপ্রিল পর্যন্ত তিনি বিচারপতি হিসেবে কর্মরত ছিলেন ৷ তারপর তাঁকে কর্ণাটক হাইকোর্টে স্থানান্তরিত করা হয় ৷ সেখানে তিনি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব সামলেছেন ৷ 2016 সালের 23 ফেব্রুয়ারি থেকে 2017 সালের 9 অক্টোবর পর্যন্ত কর্ণাটক হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে কর্মরত ছিলেন ৷ এরপর অবসর নেন ৷ জানা গিয়েছে, কর্ণাটক হাইকোর্টের প্রধান বিচারপতি থাকাকালীন তাঁর কয়েকটি রায় নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল ৷
এছাড়া পুনের সাবিত্রীবাই ফুলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাছাইয়ের সার্চ কমিটির চেয়ারম্যান পদে ছিলেন প্রাক্তন প্রধান বিচারপতি শুভ্রকমল মুখোপাধ্যায় ৷ মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি প্রাক্তন প্রধান বিচারপতি শুভ্র কমল মুখোপাধ্যায়কে সাবিত্রীবাই ফুলে পুনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাছাইয়ের সার্চ কমিটির চেয়ারম্যান পদে নিয়োগ করেছিলেন ৷ 1955 সালে ভাগলপুরে জন্মগ্রহণ করেন প্রাক্তন প্রধান বিচারপতি তথা বর্তমান অন্তর্বর্তী উপাচার্য শুভ্র কমল মুখোপাধ্যায় ৷ তাঁর পরিবারে তিনি ষষ্ঠ প্রজন্মের আইনজীবী ৷
আরও পড়ুন: অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতির নেতৃত্বে শান্তি কমিটি গঠন রাজ্যপালের
উল্লেখ্য, 31টি বিশ্ববিদ্যালয়ের কোনওটিতেই স্থায়ী উপাচার্য না থাকা নিয়ে কয়েকদিন আগে কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করেন শিক্ষাবিদদের একাংশ ৷ ওমপ্রকাশ মিশ্র, গৌতম পাল-সহ একাধিক শিক্ষাবিদ রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোসের বিরুদ্ধে অভিযোগ করেন ৷ সম্প্রতি নিয়োগ প্রাপ্ত 13টি বিশ্ববিদ্যালয়ের উপচার্যদের বিষয়ে আপত্তি তোলেন তাঁরা। পাশাপাশি মমতা বন্দোপাধ্যায়কে আচার্য্য করার দাবি তোলা হয় ৷ এমনই আবহে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি শুভ্রকমল মুখোপাধ্যায়কে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য হিসেবে নিয়োগ করলেন রাজ্যের সাংবিধানিক প্রধান।