ETV Bharat / state

Governor Appoints VC: রাজ্যপালের নয়া নিয়োগ! রবীন্দ্রভারতীর অন্তর্বর্তী উপাচার্য প্রাক্তন প্রধান বিচারপতি শুভ্রকমল মুখোপাধ্যায় - Tipu Sultan Subhra Kamal Mukherjee News

কর্ণাটক হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি শুভ্রকমল মুখোপাধ্যায়কে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী বিচারপতি পদে নিয়োগ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ তিনি কলকাতা হাইকোর্টেরও বিচারপতি ছিলেন ৷ 2016 সালে কর্ণাটকে টিপু সুলতানের জন্মজয়ন্তী উদযাপন ঘিরে তাঁর মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছিল ৷

ETV Bharat
রাজ্যপাল সিভি আনন্দ বোস
author img

By

Published : Jul 6, 2023, 7:25 AM IST

Updated : Jul 6, 2023, 9:52 AM IST

কলকাতা, 6 জুলাই: ফের বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ বুধবার রাজ্যপাল কর্ণাটক হাইকোর্টের প্রধান বিচারপতি তথা কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি শুভ্রকমল মুখোপাধ্যায়কে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য হিসেবে নিয়োগ করেন ৷

পঞ্চায়েত নির্বাচনের আর দু'দিন বাকি ৷ এমনই আবহে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ-সহ পঞ্চায়েত ভোটের একাধিক বিষয়ে রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপালের সংঘাত চলছে ৷ এমতাবস্থায় রাজ্যপালের এই নয়া নিয়োগ ঘিরে যে তরজা চরমে উঠবে তা বলাই যায় ৷

কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি শুভ্রকমল মুখোপাধ্যায় 2016 সালে কর্ণাটক হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হন ৷ সে বছর কর্ণাটক সরকার টিপু সুলতানের জন্মজয়ন্তী উদযাপনের প্রস্তুতি নিয়েছিল ৷ সরকারের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কর্ণাটক হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয় ৷

সেই মামলায় প্রধান বিচারপতি শুভ্রকমল মুখোপাধ্যায় কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার নেতৃত্বে তৎকালীন কংগ্রেস সরকারকে প্রশ্ন করেছিলেন, এই উদযাপনের নেপথ্যে যুক্তি কী ? প্রধান বিচারপতির পর্যবেক্ষণ ছিল, টিপু সুলতান কোনও স্বাধীনতা সংগ্রামী নন, একজন রাজা মাত্র ৷ তিনি একজন অত্যাচারী শাসক ছিলেন ৷ কোডাভাস, কোঙ্কন এবং খ্রিস্টান সম্প্রদায়ের বহু মানুষকে টিপু সুলতান হত্যা করেছেন ৷ স্বভাবতই এরপর শোরগোল পড়ে গিয়েছিল ৷

রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপচার্য নিয়োগ নিয়ে রাজ্য সরকার বনাম রাজ্যপাল সংঘাত চলছে বেশ কিছুদিন ধরে ৷ যদিও 28 জুন কলকাতা হাইকোর্ট রায়ে জানিয়েছিল রাজ্যপাল কর্তৃক উপাচার্য নিয়োগ বৈধ ৷ প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের নেতৃত্বে গঠিত বেঞ্চ এই নির্দেশ দেয় ৷ এই আবহে বুধবার আনুষ্ঠানিক ভাবে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য হিসাবে নিযুক্ত হলেন প্রাক্তন প্রধান বিচারপতি শুভ্রকমল মুখোপাধ্যায় ৷

  • Dr. Bose forms a Peace & Social Integration Committee headed by former CJ Cal High Court Subhro Kamal Mukherjee who has consented to be the interim VC of RBU.
    It will study menace of violence in society, how it affects student community, the NextGen & education system in Bengal. pic.twitter.com/Yfcix35FQ2

    — Governor of West Bengal (@BengalGovernor) July 5, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: বিশ্ববিদ্যালয়ে রাজ্যপালের উপাচার্য নিয়োগ বৈধ, জানাল হাইকোর্ট

2000 সালের 15 সেপ্টেম্বর তিনি কলকাতা হাইকোর্টে বিচারপতি হিসেবে নিযুক্ত হন ৷ 2015 সালের 15 এপ্রিল পর্যন্ত তিনি বিচারপতি হিসেবে কর্মরত ছিলেন ৷ তারপর তাঁকে কর্ণাটক হাইকোর্টে স্থানান্তরিত করা হয় ৷ সেখানে তিনি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব সামলেছেন ৷ 2016 সালের 23 ফেব্রুয়ারি থেকে 2017 সালের 9 অক্টোবর পর্যন্ত কর্ণাটক হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে কর্মরত ছিলেন ৷ এরপর অবসর নেন ৷ জানা গিয়েছে, কর্ণাটক হাইকোর্টের প্রধান বিচারপতি থাকাকালীন তাঁর কয়েকটি রায় নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল ৷

এছাড়া পুনের সাবিত্রীবাই ফুলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাছাইয়ের সার্চ কমিটির চেয়ারম্যান পদে ছিলেন প্রাক্তন প্রধান বিচারপতি শুভ্রকমল মুখোপাধ্যায় ৷ মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি প্রাক্তন প্রধান বিচারপতি শুভ্র কমল মুখোপাধ্যায়কে সাবিত্রীবাই ফুলে পুনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাছাইয়ের সার্চ কমিটির চেয়ারম্যান পদে নিয়োগ করেছিলেন ৷ 1955 সালে ভাগলপুরে জন্মগ্রহণ করেন প্রাক্তন প্রধান বিচারপতি তথা বর্তমান অন্তর্বর্তী উপাচার্য শুভ্র কমল মুখোপাধ্যায় ৷ তাঁর পরিবারে তিনি ষষ্ঠ প্রজন্মের আইনজীবী ৷

আরও পড়ুন: অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতির নেতৃত্বে শান্তি কমিটি গঠন রাজ্যপালের

উল্লেখ্য, 31টি বিশ্ববিদ্যালয়ের কোনওটিতেই স্থায়ী উপাচার্য না থাকা নিয়ে কয়েকদিন আগে কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করেন শিক্ষাবিদদের একাংশ ৷ ওমপ্রকাশ মিশ্র, গৌতম পাল-সহ একাধিক শিক্ষাবিদ রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোসের বিরুদ্ধে অভিযোগ করেন ৷ সম্প্রতি নিয়োগ প্রাপ্ত 13টি বিশ্ববিদ্যালয়ের উপচার্যদের বিষয়ে আপত্তি তোলেন তাঁরা। পাশাপাশি মমতা বন্দোপাধ্যায়কে আচার্য্য করার দাবি তোলা হয় ৷ এমনই আবহে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি শুভ্রকমল মুখোপাধ্যায়কে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য হিসেবে নিয়োগ করলেন রাজ্যের সাংবিধানিক প্রধান।

কলকাতা, 6 জুলাই: ফের বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ বুধবার রাজ্যপাল কর্ণাটক হাইকোর্টের প্রধান বিচারপতি তথা কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি শুভ্রকমল মুখোপাধ্যায়কে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য হিসেবে নিয়োগ করেন ৷

পঞ্চায়েত নির্বাচনের আর দু'দিন বাকি ৷ এমনই আবহে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ-সহ পঞ্চায়েত ভোটের একাধিক বিষয়ে রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপালের সংঘাত চলছে ৷ এমতাবস্থায় রাজ্যপালের এই নয়া নিয়োগ ঘিরে যে তরজা চরমে উঠবে তা বলাই যায় ৷

কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি শুভ্রকমল মুখোপাধ্যায় 2016 সালে কর্ণাটক হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হন ৷ সে বছর কর্ণাটক সরকার টিপু সুলতানের জন্মজয়ন্তী উদযাপনের প্রস্তুতি নিয়েছিল ৷ সরকারের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কর্ণাটক হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয় ৷

সেই মামলায় প্রধান বিচারপতি শুভ্রকমল মুখোপাধ্যায় কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার নেতৃত্বে তৎকালীন কংগ্রেস সরকারকে প্রশ্ন করেছিলেন, এই উদযাপনের নেপথ্যে যুক্তি কী ? প্রধান বিচারপতির পর্যবেক্ষণ ছিল, টিপু সুলতান কোনও স্বাধীনতা সংগ্রামী নন, একজন রাজা মাত্র ৷ তিনি একজন অত্যাচারী শাসক ছিলেন ৷ কোডাভাস, কোঙ্কন এবং খ্রিস্টান সম্প্রদায়ের বহু মানুষকে টিপু সুলতান হত্যা করেছেন ৷ স্বভাবতই এরপর শোরগোল পড়ে গিয়েছিল ৷

রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপচার্য নিয়োগ নিয়ে রাজ্য সরকার বনাম রাজ্যপাল সংঘাত চলছে বেশ কিছুদিন ধরে ৷ যদিও 28 জুন কলকাতা হাইকোর্ট রায়ে জানিয়েছিল রাজ্যপাল কর্তৃক উপাচার্য নিয়োগ বৈধ ৷ প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের নেতৃত্বে গঠিত বেঞ্চ এই নির্দেশ দেয় ৷ এই আবহে বুধবার আনুষ্ঠানিক ভাবে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য হিসাবে নিযুক্ত হলেন প্রাক্তন প্রধান বিচারপতি শুভ্রকমল মুখোপাধ্যায় ৷

  • Dr. Bose forms a Peace & Social Integration Committee headed by former CJ Cal High Court Subhro Kamal Mukherjee who has consented to be the interim VC of RBU.
    It will study menace of violence in society, how it affects student community, the NextGen & education system in Bengal. pic.twitter.com/Yfcix35FQ2

    — Governor of West Bengal (@BengalGovernor) July 5, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: বিশ্ববিদ্যালয়ে রাজ্যপালের উপাচার্য নিয়োগ বৈধ, জানাল হাইকোর্ট

2000 সালের 15 সেপ্টেম্বর তিনি কলকাতা হাইকোর্টে বিচারপতি হিসেবে নিযুক্ত হন ৷ 2015 সালের 15 এপ্রিল পর্যন্ত তিনি বিচারপতি হিসেবে কর্মরত ছিলেন ৷ তারপর তাঁকে কর্ণাটক হাইকোর্টে স্থানান্তরিত করা হয় ৷ সেখানে তিনি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব সামলেছেন ৷ 2016 সালের 23 ফেব্রুয়ারি থেকে 2017 সালের 9 অক্টোবর পর্যন্ত কর্ণাটক হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে কর্মরত ছিলেন ৷ এরপর অবসর নেন ৷ জানা গিয়েছে, কর্ণাটক হাইকোর্টের প্রধান বিচারপতি থাকাকালীন তাঁর কয়েকটি রায় নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল ৷

এছাড়া পুনের সাবিত্রীবাই ফুলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাছাইয়ের সার্চ কমিটির চেয়ারম্যান পদে ছিলেন প্রাক্তন প্রধান বিচারপতি শুভ্রকমল মুখোপাধ্যায় ৷ মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি প্রাক্তন প্রধান বিচারপতি শুভ্র কমল মুখোপাধ্যায়কে সাবিত্রীবাই ফুলে পুনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাছাইয়ের সার্চ কমিটির চেয়ারম্যান পদে নিয়োগ করেছিলেন ৷ 1955 সালে ভাগলপুরে জন্মগ্রহণ করেন প্রাক্তন প্রধান বিচারপতি তথা বর্তমান অন্তর্বর্তী উপাচার্য শুভ্র কমল মুখোপাধ্যায় ৷ তাঁর পরিবারে তিনি ষষ্ঠ প্রজন্মের আইনজীবী ৷

আরও পড়ুন: অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতির নেতৃত্বে শান্তি কমিটি গঠন রাজ্যপালের

উল্লেখ্য, 31টি বিশ্ববিদ্যালয়ের কোনওটিতেই স্থায়ী উপাচার্য না থাকা নিয়ে কয়েকদিন আগে কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করেন শিক্ষাবিদদের একাংশ ৷ ওমপ্রকাশ মিশ্র, গৌতম পাল-সহ একাধিক শিক্ষাবিদ রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোসের বিরুদ্ধে অভিযোগ করেন ৷ সম্প্রতি নিয়োগ প্রাপ্ত 13টি বিশ্ববিদ্যালয়ের উপচার্যদের বিষয়ে আপত্তি তোলেন তাঁরা। পাশাপাশি মমতা বন্দোপাধ্যায়কে আচার্য্য করার দাবি তোলা হয় ৷ এমনই আবহে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি শুভ্রকমল মুখোপাধ্যায়কে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য হিসেবে নিয়োগ করলেন রাজ্যের সাংবিধানিক প্রধান।

Last Updated : Jul 6, 2023, 9:52 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.