কলকাতা , 31 অক্টোবর : আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন রাজ্যপাল জগদীপ ধনকড় । ইতিমধ্যেই তিনি সস্ত্রীক উত্তরবঙ্গের উদ্দেশে রওনা দিয়েছেন । ভোর সাড়ে ছ'টা নাগাদ তিনি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে রওনা দেন । উত্তরবঙ্গের সমস্যা সমাধানের লক্ষ্যেই তাঁর এক মাসের উত্তরবঙ্গ সফর বলে জানালেন রাজ্যপাল ।
উত্তরবঙ্গ সফরের আগে তিনি বলেন , "রাজ্যের প্রধান সেবক হিসেবে আমি উত্তরবঙ্গে যাচ্ছি । আমাকে অনেক কিছু বুঝতে হবে । ওখানে যা সমস্যা আছে তার কীভাবে সমাধান করা যায় তা নিয়ে হোমওয়ার্ক করব । এই সফরে রাজনৈতিক নেতা, ধর্মীয় নেতা, সাংস্কৃতিক নেতাদের সঙ্গে দেখা করব ও কথা বলব । অনেক আশা ও প্রত্যাশা নিয়ে আমার এই উত্তরবঙ্গ সফর । আমার আশা, ওখানকার মানুষ ও সংস্কৃতির সঙ্গে নিজেকে যুক্ত করতে পারব । "
উত্তরবঙ্গ সফরের দু'দিন আগেই দিল্লিতে অমিত শাহের সঙ্গে বৈঠক করেন রাজ্যপাল । শাহের সঙ্গে বৈঠকের পর তাঁর উত্তরবঙ্গ সফরে যাওয়ার কথা ছিল । দার্জিলিং যাওয়ার আগে কেন অমিত শাহর সঙ্গে বৈঠক করলেন রাজ্যপাল ? এই নিয়ে জল্পনা-কল্পনা চলছিল । অমিত শাহের সঙ্গে বৈঠকের পর রাজ্যপাল জানান, পশ্চিমবঙ্গের আইন-শৃঙ্খলার পরিস্থিতি এবং অন্যান্য ইশু নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে । আলোচনার পর সাংবাদিক বৈঠকে তিনি রাজ্যের পরিস্থিতি তুলে ধরেন । আইন-শৃঙ্খলাকে উপেক্ষা, মানবাধিকার লঙ্ঘন নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন তিনি ।
দিল্লির বৈঠক শেষে কলকাতায় ফিরে 1 নভেম্বর এক মাসের দার্জিলিং সফরের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল রাজ্যপালের । তবে তার একদিন আগেই আজ সস্ত্রীক দার্জিলিঙের উদ্দেশে রওনা দেন তিনি । গোটা নভেম্বর মাস পাহাড়ে থাকবেন ৷ সেখান থেকেই রাজভবনের যাবতীয় কাজকর্ম সারবেন । উত্তরবঙ্গে পৃথক কোনও কর্মসূচি রয়েছে কি-না তা রাজভবন জানায়নি । তবে শিলিগুড়িতে একদিন সাংবাদিক বৈঠক করতে পারেন বলে খবর ।
সম্প্রতি পাহাড়ের রাজনীতি অন্য খাতে বইতে শুরু করেছে । মমতার প্রতি আস্থা প্রকাশ করেছেন গোর্খা জনমুক্তি মোর্চার বহিষ্কৃত নেতা বিমল গুরুং । NDA ছেড়েছেন তিনি । ফলে, পাহাড়ে শক্তি খর্ব হয়েছে BJP-র । এই অবস্থায় জগদীপ ধনকড়ের দার্জিলিং সফর তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল ।