ETV Bharat / state

আলোচনায় বসতে মুখ্যমন্ত্রীকে চিঠি, উত্তরে সন্তুষ্ট রাজ্যপাল

মুখ্যমন্ত্রীর সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলির সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনায় বসার আহ্বান জানিয়ে চিঠি দিয়েছিলেন ৷ একদিনের মধ্যেই তার উত্তর দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ উত্তর পেয়ে সন্তুষ্ট হয়েছেন ধনকড় ৷

উত্তরে সন্তুষ্ট রাজ্যপাল
উত্তরে সন্তুষ্ট রাজ্যপাল
author img

By

Published : Dec 28, 2019, 9:09 PM IST

কলকাতা, 28 ডিসেম্বর : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে অংশগ্রহণ করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়ে ফিরে যেতে হয় রাজ্যপাল তথা আচার্য জগদীপ ধনকড়কে ৷ ক্ষুব্ধ রাজ্যপাল 15 দিনের মধ্যে মুখ্যমন্ত্রীর সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলির সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনায় বসার আহ্বান জানিয়ে চিঠি দিয়েছিলেন ৷ একদিনের মধ্যেই তার উত্তর দেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ উত্তর পেয়ে সন্তুষ্ট হয়েছেন ধনকড় ৷ আজ মুখ্যমন্ত্রীর পাঠানো চিঠির ছবি সমেত একটি টুইট করে বুঝিয়ে দেন তিনি ৷

চলতি মাসে পরপর দু'দিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঢুকতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন ধনকড় ৷ তাঁকে ছাড়াই উপাচার্যের সভাপতিত্বে হয় সমাবর্তন অনুষ্ঠান ৷ ওইদিনই রাজভবনে ফিরে গিয়ে সাংবাদিক সম্মেলন করে 15 দিনের মধ্যে বিশ্ববিদ্যালয়গুলির সামগ্রিক ব্যবস্থা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আলোচনায় বসার ইচ্ছা প্রকাশ করেন তিনি ৷ পাশাপাশি, 13 জানুয়ারি রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে বৈঠক করার কথাও জানান ৷

25 ডিসেম্বর রাজ্যপালের পাঠানো চিঠির উত্তর দেন মুখ্যমন্ত্রী ৷ চিঠিতে লেখেন, "সরকারি সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলির বিষয়ে 25 ডিসেম্বর আপনার পাঠানো চিঠি আমি পেয়েছি ৷ যেহেতু, বিষয়টি শিক্ষা দপ্তর সংক্রান্ত ৷ তাই সব ইশুগুলি আলোচনার জন্য আমি চিঠিটা শিক্ষা দপ্তরের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে পাঠিয়ে দিচ্ছি ৷"

  • Efforts to ensure improvement in education scenario seem to be bearing results. To my communication of December 25, CM has responded on Dec 26 that Minister-in-Charge Education will discuss all the issues. I look forward to this. In democracy we have to move in togetherness. pic.twitter.com/MugTFUS1Vm

    — Jagdeep Dhankhar (@jdhankhar1) December 28, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

উত্তরে খুশি হয়েছেন জগদীপ ধনকড় ৷ তিনি যে সন্তুষ্ট, তা তাঁর টুইটেই স্পষ্ট ৷ মুখ্যমন্ত্রীর পাঠানো চিঠির ছবি দিয়ে তিনি লেখেন, "শিক্ষাক্ষেত্রে উন্নয়নের চেষ্টার ফল মিলছে ৷ 25 ডিসেম্বর আমার পাঠানো চিঠির উত্তর 26 ডিসেম্বর দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ তিনি বলেছেন, শিক্ষামন্ত্রী এই সব বিষয়ে আলোচনা করবেন ৷ আমি তার অপেক্ষায় আছি ৷ গণতন্ত্রে আমাদের একসঙ্গে চলতে হবে ৷"

কলকাতা, 28 ডিসেম্বর : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে অংশগ্রহণ করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়ে ফিরে যেতে হয় রাজ্যপাল তথা আচার্য জগদীপ ধনকড়কে ৷ ক্ষুব্ধ রাজ্যপাল 15 দিনের মধ্যে মুখ্যমন্ত্রীর সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলির সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনায় বসার আহ্বান জানিয়ে চিঠি দিয়েছিলেন ৷ একদিনের মধ্যেই তার উত্তর দেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ উত্তর পেয়ে সন্তুষ্ট হয়েছেন ধনকড় ৷ আজ মুখ্যমন্ত্রীর পাঠানো চিঠির ছবি সমেত একটি টুইট করে বুঝিয়ে দেন তিনি ৷

চলতি মাসে পরপর দু'দিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঢুকতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন ধনকড় ৷ তাঁকে ছাড়াই উপাচার্যের সভাপতিত্বে হয় সমাবর্তন অনুষ্ঠান ৷ ওইদিনই রাজভবনে ফিরে গিয়ে সাংবাদিক সম্মেলন করে 15 দিনের মধ্যে বিশ্ববিদ্যালয়গুলির সামগ্রিক ব্যবস্থা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আলোচনায় বসার ইচ্ছা প্রকাশ করেন তিনি ৷ পাশাপাশি, 13 জানুয়ারি রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে বৈঠক করার কথাও জানান ৷

25 ডিসেম্বর রাজ্যপালের পাঠানো চিঠির উত্তর দেন মুখ্যমন্ত্রী ৷ চিঠিতে লেখেন, "সরকারি সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলির বিষয়ে 25 ডিসেম্বর আপনার পাঠানো চিঠি আমি পেয়েছি ৷ যেহেতু, বিষয়টি শিক্ষা দপ্তর সংক্রান্ত ৷ তাই সব ইশুগুলি আলোচনার জন্য আমি চিঠিটা শিক্ষা দপ্তরের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে পাঠিয়ে দিচ্ছি ৷"

  • Efforts to ensure improvement in education scenario seem to be bearing results. To my communication of December 25, CM has responded on Dec 26 that Minister-in-Charge Education will discuss all the issues. I look forward to this. In democracy we have to move in togetherness. pic.twitter.com/MugTFUS1Vm

    — Jagdeep Dhankhar (@jdhankhar1) December 28, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

উত্তরে খুশি হয়েছেন জগদীপ ধনকড় ৷ তিনি যে সন্তুষ্ট, তা তাঁর টুইটেই স্পষ্ট ৷ মুখ্যমন্ত্রীর পাঠানো চিঠির ছবি দিয়ে তিনি লেখেন, "শিক্ষাক্ষেত্রে উন্নয়নের চেষ্টার ফল মিলছে ৷ 25 ডিসেম্বর আমার পাঠানো চিঠির উত্তর 26 ডিসেম্বর দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ তিনি বলেছেন, শিক্ষামন্ত্রী এই সব বিষয়ে আলোচনা করবেন ৷ আমি তার অপেক্ষায় আছি ৷ গণতন্ত্রে আমাদের একসঙ্গে চলতে হবে ৷"

Intro:কলকাতা, ২৮ ডিসেম্বর: গত ২৪ ডিসেম্বর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে অংশগ্রহণ করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়ে ফিরে যেতে হয় রাজ্যপাল তথা আচার্য জগদীপ ধনকড়কে। তারপরেই ক্ষুব্ধ রাজ্যপাল আগামী ১৫ দিনের মধ্যে মুখ্যমন্ত্রীর সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলির সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনায় বসার আহ্বান জানিয়ে চিঠি দিয়েছিলেন। ২৫ ডিসেম্বর সেই চিঠি পাঠানোর একদিনের মধ্যেই উত্তর দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদিনের মধ্যেই তাঁর পাঠানো চিঠির উত্তর পেয়ে সন্তুষ্ট হয়েছেন রাজ্যপাল। আজ মুখ্যমন্ত্রীর পাঠানো চিঠির ছবি সমেত একটি ট্যুইট করে তার বুঝিয়ে দেন রাজ্যপাল জগদীপ ধনকড়।
Body:চলতি মাসে পরপর দুদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঢুকতে গিয়ে বাধাপ্রাপ্ত হন রাজ্যপাল তথা আচার্য জগদীপ ধনকড়। গত ২৩ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের কোর্ট বৈঠকে ঢুকতে পারেননি রাজ্যপাল। ওইদিন বিশ্ববিদ্যালয়ে ঢোকার মুখেই পড়ুয়াদের বিক্ষোভের মুখে পড়েছিলেন তিনি। পরে বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারলেও কোর্ট বৈঠকে অংশগ্রহণ করতে পারেননি তিনি। তারপরের দিন ২৪ ডিসেম্বর যাদবপুর বিশ্ববিদ্যালয় সমাবর্তনে শিক্ষাকর্মীদের একাংশের বাধায় সমাবর্তনে অংশগ্রহণ না করেই ফিরে যেতে হয় জগদীপ ধনকড়কে। তাঁকে ছাড়াই উপাচার্যের সভাপতিত্বে হয় সমাবর্তন অনুষ্ঠান। ওইদিনই রাজভবনে ফিরে গিয়ে সাংবাদিক সম্মেলন করে ১৫ দিনের মধ্যে বিশ্ববিদ্যালয়গুলির সামগ্রিক ব্যবস্থা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আলোচনায় বসার আহ্বান জানান তিনি। পাশাপাশি, আগামী ১৩ জানুয়ারি রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে বৈঠকও ডাকেন তিনি।

মুখ্যমন্ত্রীকে আলোচনায় বসার আহ্বান জানিয়ে চিঠিও দিয়েছিলেন রাজ্যপাল। সেই চিঠি পাওয়ার পর ২৬ ডিসেম্বর চিঠি পাঠিয়ে রাজ্যপালকে উত্তর দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই চিঠিতে মুখ্যমন্ত্রী বলেছেন, সরকারি সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলির বিষয়ে ২৫ ডিসেম্বর আপনার পাঠানো চিঠি আমি পেয়েছি। যেহেতু, বিষয়বস্তুটি শিক্ষা দপ্তর সংক্রান্ত, তাই আমি চিঠিটি শিক্ষা দপ্তরের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে পাঠিয়ে দিচ্ছি সব ইশুগুলি নিয়ে আলোচনার জন্য।

গোটা বিষয়টিতে রাজ্যপাল যে সন্তুষ্ট হয়েছেন তা আজ সকালে তাঁর করা একটি ট্যুইট থেকেই স্পষ্ট। ট্যুইটে মুখ্যমন্ত্রীর পাঠানো চিঠির ছবি দিয়ে তিনি লিখেছেন, শিক্ষাক্ষেত্রে উন্নয়ণের চেষ্টার ফল মিলছে। ২৫ ডিসেম্বর আমার পাঠানো চিঠির উত্তর ২৬ ডিসেম্বর দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, শিক্ষামন্ত্রী এই সব বিষয়ে আলোচনা করবেন। আমি তার অপেক্ষায় আছি। গণতন্ত্রে আমাদের একসঙ্গে চলতে হবে।
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.