কলকাতা, 16 জুন : রাজ্যপাল জগদীপ ধনকড়ের (Governor Jagdeep Dhankhar) আচরণকে বিজেপি নেতাদের আচরণের সঙ্গে তুলনা করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু (Biman Basu) ।
বুধবার এক সাংবাদিক বৈঠকে প্রবীণ বাম নেতা বলেন, "রাজ্যপালের সাম্প্রতিক মতপ্রকাশ এবং আচরণ রাজ্য সরকারের বিরোধিতার নামান্তর । সাংবিধানিক প্রধান হিসেবে যা তিনি করতে পারেন না । রাজ্যের বিভিন্ন জায়গায় তার পরিদর্শন আপত্তির নয় । তবে কেবলমাত্র বিজেপির নেতাদের নিয়ে তাঁর পরিদর্শন অন্য বার্তা দেয় ।" ফলে তাঁর আচরণ বিজেপি নেতার মত হয়ে দাঁড়িয়েছে বলে মনে করেন বিমান বসু । এই নিয়ে প্রথমবার সমালোচনা করলেন বাম নেতা ।
তিনি বলেন, "রাজ্যপাল তার সাংবিধানিক সীমা লঙ্ঘন করে কাজ করছেন । তিনি উত্তরবঙ্গ গিয়ে সব জায়গায় বিজেপি নেতাদের নিয়ে ঘুরলেন । এটা ঠিক নয় । কোথাও যেতে পারেন না তা বলছি না ।কিন্তু বিজেপি নেতাদের নিয়ে যাবেন কেন ? উনি তো বিজেপির লোক নন । তবে ওনার কাজকর্ম বিজেপির নেতাদের মত । যা রাজ্যপালের কাজ নয় ৷" সমালোচনা বামফ্রন্ট চেয়ারম্যানের । তিনি আরও বলেছেন, "রাজ্যপাল বারান্দায় বসে সভা করছেন । এমনটা আগে কখনও দেখিনি । নিজেকে বিজেপির লোক বলে পরিচিত করতে চাইছেন । এই আচরণ পশ্চিমবঙ্গের রাজ্যপালের হওয়া উচিত নয় ৷"
রাজ্যপালের কাজকর্ম এবং শাসক দলকে বিঁধে টুইট, মন্তব্য নিয়ে তৃণমূল কংগ্রেস খড়্গহস্ত । দলের বিধায়ক থেকে নেতা নেত্রীরা রাজ্যপালের সমালোচনা করে চলেছেন । যা সীমারেখা লঙ্ঘন করছে ৷ বিমান বসু বলছেন, "এই বিষয়ে দুপক্ষের সচেতনতা থাকা জরুরি ।" ইতিমধ্যে পথে নেমে আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছে বামফ্রন্ট । সেখানে মোদি সরকারের বিরুদ্ধে মূল্যবৃদ্ধি এবং রাজ্যপালের কাজকর্মের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার কথা বলা হয়েছে ।
আরও পড়ুন : Jagdeep Dhankhar : জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপার্সনের সঙ্গে 'সৌজন্য সাক্ষাৎ' ধনকড়ের
বামফ্রন্ট চেয়ারম্যান জানিয়েছেন, মোট 18টি বামদল দ্রুত আলোচনায় বসে এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন । এবং পথে নেমে আন্দোলন শুরু করবেন । ইতিমধ্যে কোভিড পরিস্থিতিতে রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র জিএসটি নিয়ে বৈঠকে কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতিবাদ করেছেন ৷ চিঠিও দিয়েছেন । সেই দাবি যুক্তি সঙ্গত বলে মনে করেন বামফ্রন্ট চেয়ারম্যান । পাশাপাশি কোভিড টিকাকরণের বিষয়ে রাজ্য সরকারের প্রয়োজনীয়তা এবং তা বিনা পয়সায় জোগানের বিষয়ে কেন্দ্রের পদক্ষেপের পরিষ্কার ছবি সামনে আসা দরকার বলে তিনি মনে করেন ।