ETV Bharat / state

রাজ্যপালের আচরণ বিজেপি নেতাদের মতো, তোপ বিমানের - Jagdeep Dhankhar behaves like bjp leader

রাজ্যপালের কাজকর্ম এবং শাসক দলকে বিঁধে টুইট, মন্তব্য নিয়ে তৃণমূল কংগ্রেস খড়্গহস্ত । দলের বিধায়ক থেকে নেতা নেত্রীরা রাজ্যপালের সমালোচনা করে চলেছেন ।

dhankar
dhankar
author img

By

Published : Jun 16, 2021, 10:04 PM IST

কলকাতা, 16 জুন : রাজ্যপাল জগদীপ ধনকড়ের (Governor Jagdeep Dhankhar) আচরণকে বিজেপি নেতাদের আচরণের সঙ্গে তুলনা করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু (Biman Basu)

বুধবার এক সাংবাদিক বৈঠকে প্রবীণ বাম নেতা বলেন, "রাজ্যপালের সাম্প্রতিক মতপ্রকাশ এবং আচরণ রাজ্য সরকারের বিরোধিতার নামান্তর । সাংবিধানিক প্রধান হিসেবে যা তিনি করতে পারেন না । রাজ্যের বিভিন্ন জায়গায় তার পরিদর্শন আপত্তির নয় । তবে কেবলমাত্র বিজেপির নেতাদের নিয়ে তাঁর পরিদর্শন অন্য বার্তা দেয় ।" ফলে তাঁর আচরণ বিজেপি নেতার মত হয়ে দাঁড়িয়েছে বলে মনে করেন বিমান বসু । এই নিয়ে প্রথমবার সমালোচনা করলেন বাম নেতা ।

তিনি বলেন, "রাজ্যপাল তার সাংবিধানিক সীমা লঙ্ঘন করে কাজ করছেন । তিনি উত্তরবঙ্গ গিয়ে সব জায়গায় বিজেপি নেতাদের নিয়ে ঘুরলেন । এটা ঠিক নয় । কোথাও যেতে পারেন না তা বলছি না ।কিন্তু বিজেপি নেতাদের নিয়ে যাবেন কেন ? উনি তো বিজেপির লোক নন । তবে ওনার কাজকর্ম বিজেপির নেতাদের মত । যা রাজ্যপালের কাজ নয় ৷" সমালোচনা বামফ্রন্ট চেয়ারম্যানের । তিনি আরও বলেছেন, "রাজ্যপাল বারান্দায় বসে সভা করছেন । এমনটা আগে কখনও দেখিনি । নিজেকে বিজেপির লোক বলে পরিচিত করতে চাইছেন । এই আচরণ পশ্চিমবঙ্গের রাজ্যপালের হওয়া উচিত নয় ৷"

রাজ্যপালের কাজকর্ম এবং শাসক দলকে বিঁধে টুইট, মন্তব্য নিয়ে তৃণমূল কংগ্রেস খড়্গহস্ত । দলের বিধায়ক থেকে নেতা নেত্রীরা রাজ্যপালের সমালোচনা করে চলেছেন । যা সীমারেখা লঙ্ঘন করছে ৷ বিমান বসু বলছেন, "এই বিষয়ে দুপক্ষের সচেতনতা থাকা জরুরি ।" ইতিমধ্যে পথে নেমে আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছে বামফ্রন্ট । সেখানে মোদি সরকারের বিরুদ্ধে মূল্যবৃদ্ধি এবং রাজ্যপালের কাজকর্মের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার কথা বলা হয়েছে ।

আরও পড়ুন : Jagdeep Dhankhar : জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপার্সনের সঙ্গে 'সৌজন্য সাক্ষাৎ' ধনকড়ের

বামফ্রন্ট চেয়ারম্যান জানিয়েছেন, মোট 18টি বামদল দ্রুত আলোচনায় বসে এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন । এবং পথে নেমে আন্দোলন শুরু করবেন । ইতিমধ্যে কোভিড পরিস্থিতিতে রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র জিএসটি নিয়ে বৈঠকে কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতিবাদ করেছেন ৷ চিঠিও দিয়েছেন । সেই দাবি যুক্তি সঙ্গত বলে মনে করেন বামফ্রন্ট চেয়ারম্যান । পাশাপাশি কোভিড টিকাকরণের বিষয়ে রাজ্য সরকারের প্রয়োজনীয়তা এবং তা বিনা পয়সায় জোগানের বিষয়ে কেন্দ্রের পদক্ষেপের পরিষ্কার ছবি সামনে আসা দরকার বলে তিনি মনে করেন ।

কলকাতা, 16 জুন : রাজ্যপাল জগদীপ ধনকড়ের (Governor Jagdeep Dhankhar) আচরণকে বিজেপি নেতাদের আচরণের সঙ্গে তুলনা করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু (Biman Basu)

বুধবার এক সাংবাদিক বৈঠকে প্রবীণ বাম নেতা বলেন, "রাজ্যপালের সাম্প্রতিক মতপ্রকাশ এবং আচরণ রাজ্য সরকারের বিরোধিতার নামান্তর । সাংবিধানিক প্রধান হিসেবে যা তিনি করতে পারেন না । রাজ্যের বিভিন্ন জায়গায় তার পরিদর্শন আপত্তির নয় । তবে কেবলমাত্র বিজেপির নেতাদের নিয়ে তাঁর পরিদর্শন অন্য বার্তা দেয় ।" ফলে তাঁর আচরণ বিজেপি নেতার মত হয়ে দাঁড়িয়েছে বলে মনে করেন বিমান বসু । এই নিয়ে প্রথমবার সমালোচনা করলেন বাম নেতা ।

তিনি বলেন, "রাজ্যপাল তার সাংবিধানিক সীমা লঙ্ঘন করে কাজ করছেন । তিনি উত্তরবঙ্গ গিয়ে সব জায়গায় বিজেপি নেতাদের নিয়ে ঘুরলেন । এটা ঠিক নয় । কোথাও যেতে পারেন না তা বলছি না ।কিন্তু বিজেপি নেতাদের নিয়ে যাবেন কেন ? উনি তো বিজেপির লোক নন । তবে ওনার কাজকর্ম বিজেপির নেতাদের মত । যা রাজ্যপালের কাজ নয় ৷" সমালোচনা বামফ্রন্ট চেয়ারম্যানের । তিনি আরও বলেছেন, "রাজ্যপাল বারান্দায় বসে সভা করছেন । এমনটা আগে কখনও দেখিনি । নিজেকে বিজেপির লোক বলে পরিচিত করতে চাইছেন । এই আচরণ পশ্চিমবঙ্গের রাজ্যপালের হওয়া উচিত নয় ৷"

রাজ্যপালের কাজকর্ম এবং শাসক দলকে বিঁধে টুইট, মন্তব্য নিয়ে তৃণমূল কংগ্রেস খড়্গহস্ত । দলের বিধায়ক থেকে নেতা নেত্রীরা রাজ্যপালের সমালোচনা করে চলেছেন । যা সীমারেখা লঙ্ঘন করছে ৷ বিমান বসু বলছেন, "এই বিষয়ে দুপক্ষের সচেতনতা থাকা জরুরি ।" ইতিমধ্যে পথে নেমে আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছে বামফ্রন্ট । সেখানে মোদি সরকারের বিরুদ্ধে মূল্যবৃদ্ধি এবং রাজ্যপালের কাজকর্মের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার কথা বলা হয়েছে ।

আরও পড়ুন : Jagdeep Dhankhar : জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপার্সনের সঙ্গে 'সৌজন্য সাক্ষাৎ' ধনকড়ের

বামফ্রন্ট চেয়ারম্যান জানিয়েছেন, মোট 18টি বামদল দ্রুত আলোচনায় বসে এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন । এবং পথে নেমে আন্দোলন শুরু করবেন । ইতিমধ্যে কোভিড পরিস্থিতিতে রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র জিএসটি নিয়ে বৈঠকে কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতিবাদ করেছেন ৷ চিঠিও দিয়েছেন । সেই দাবি যুক্তি সঙ্গত বলে মনে করেন বামফ্রন্ট চেয়ারম্যান । পাশাপাশি কোভিড টিকাকরণের বিষয়ে রাজ্য সরকারের প্রয়োজনীয়তা এবং তা বিনা পয়সায় জোগানের বিষয়ে কেন্দ্রের পদক্ষেপের পরিষ্কার ছবি সামনে আসা দরকার বলে তিনি মনে করেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.