ETV Bharat / state

Narayan Debnath Passes away : নারায়ণ দেবনাথের মৃত্যুতে শোকপ্রকাশ রাজ্যপালের; অপূরণীয় ক্ষতি, বললেন মমতা

author img

By

Published : Jan 18, 2022, 2:36 PM IST

গতবছরের 11 ডিসেম্বর সাহিত্যিক, শিল্পী নারায়ণ দেবনাথকে দেখতে যান রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ সেই স্মৃতির ভিডিয়ো পোস্ট করে টুইট করলেন তিনি ৷ আর নবান্ন থেকে সরকারি বিবৃতি দিয়ে শোকবার্তা জানালেন মুখ্যমন্ত্রী (Governor and CM condole death of Narayan Debnath) ৷

WB Governor Jagdeep Dhankhar at Narayan Debnath House
নারায়ণ দেবনাথের বাড়িতে জগদীপ ধনকড়

কলকাতা, 18 জানুয়ারি : সাহিত্যিক, শিল্পী নারায়ণ দেবনাথের মৃত্যুতে টুইট করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ নবান্ন থেকে সরকারি বিবৃতি জানিয়ে শোকবার্তা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

রাজ্যপাল জগদীপ ধনকড় লিখেছেন, "কিংবদন্তি কার্টুনিস্ট এবং স্রষ্টা পদ্মশ্রী নারায়ণ দেবনাথের মৃত্যুতে শোকাহত ৷ তিনি বাচ্চাদের জগতে বাঁটুল দি গ্রেট, হাঁদা ভোঁদা, নন্টে ফন্টের মতো কিছু অমর চরিত্র সৃষ্টি করেছেন ৷ সৃজনশীল সাহিত্য এবং কমিক্সের দুনিয়ায় বিশাল ক্ষতি হয়ে গেল ৷ তাঁর পরিবার, বন্ধু ও ভক্তদের প্রতি আমার সমবেদনা রইল ৷"

টুইটারে তিনি একটি ভিডিয়ো পোস্ট করেছেন ৷ উল্লেখ্য, গত বছর 11 ডিসেম্বর রাজ্যপাল সস্ত্রীক হাওড়ার শিবপুরে নারায়ণ দেবনাথের বাড়িতে যান ৷ সেখানে তিনি শয্যাশায়ী শিল্পীর সঙ্গে দেখা করেন ৷ তাঁর চিকিৎসা ব্যবস্থার খোঁজখবর নেন ৷ সেই ভিডিয়োটি পোস্ট করেছেন জগদীপ ধনকড় ৷

  • Sad at demise of Padma Shri #NarayanDebnath legendary cartoonist and creator of immortal characters Bantul the Great, Handa- Bhonda, Nonte- Fonte for children's world.

    Huge loss to the world of literary creativity and comics. My thoughts are with his family, friends and fans. https://t.co/PM70ymyCsM pic.twitter.com/eZwAboDmhN

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) January 18, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

Sad at demise of Padma Shri #NarayanDebnath legendary cartoonist and creator of immortal characters Bantul the Great, Handa- Bhonda, Nonte- Fonte for children's world.

Huge loss to the world of literary creativity and comics. My thoughts are with his family, friends and fans. https://t.co/PM70ymyCsM pic.twitter.com/eZwAboDmhN

— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) January 18, 2022

আরও পড়ুন : Jagdeep Dhankhar visits Narayan Debnath : অসুস্থ নারায়ণ দেবনাথকে দেখতে হাওড়ায় সস্ত্রীক রাজ্যপাল

একটি সরকারি বিবৃতি দেওয়া হয়েছে নবান্নের তরফে ৷ পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের পক্ষ থেকে শোকবার্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, শিষ্ট শিশুসাহিত্যশিল্পী ও কার্টুনিস্ট নারায়ণ দেবনাথের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 97 বছর । বাঁটুল দি গ্রেট, হাঁদা ভোঁদা, নন্টে ফন্টে, বাহাদুর বেড়াল প্রভৃতি চরিত্রের স্রষ্টা নারায়ণ দেবনাথ সব বয়সের পাঠকের মনে চিরস্থায়ী আসন লাভ করেছেন ।

মুখ্যমন্ত্রী আরও বলেন, "পশ্চিমবঙ্গ সরকার তাঁকে 2013 সালে 'বঙ্গবিভূষণ' সম্মান প্রদান করে । রাষ্ট্রপতি পুরস্কার, পদ্মশ্রী সম্মান, সাহিত্য অ্যাকাদেমি পুরস্কার ছাড়াও তিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ডিলিট ডিগ্রি পান । তাঁর প্রয়াণে কমিক্স শিল্প জগতের এক অপূরণীয় ক্ষতি হল । আমি নারায়ণ দেবনাথের পরিবার-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি ৷"

গত বছরের 24 ডিসেম্বর কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন নন্টে-ফন্টে ও বাঁটুল দি গ্রেটের স্রষ্টা নারায়ণ দেবনাথ । এবছর 13 জানুয়ারি বিকেলে সেখানে তাঁকে দেখতে যান রাজ্যের স্বরাষ্ট্র সচিব বি পি গোপালিকা ও সমবায় মন্ত্রী অরূপ রায় । চিকিৎসকদের কাছ থেকে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন । হাসপাতালে পরিবারের সদস্যদের উপস্থিতিতে নারায়ণ দেবনাথের হাতে পদ্মশ্রী পুরস্কার ও মানপত্র তুলে দেওয়া হয় । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন ৷

আরও পড়ুন : Padma Shri Narayan Debnath : হাসপাতালে পদ্মশ্রী সম্মান পেলেন বাঁটুল দি গ্রেটের স্রষ্টা নারায়ণ দেবনাথ

কলকাতা, 18 জানুয়ারি : সাহিত্যিক, শিল্পী নারায়ণ দেবনাথের মৃত্যুতে টুইট করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ নবান্ন থেকে সরকারি বিবৃতি জানিয়ে শোকবার্তা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

রাজ্যপাল জগদীপ ধনকড় লিখেছেন, "কিংবদন্তি কার্টুনিস্ট এবং স্রষ্টা পদ্মশ্রী নারায়ণ দেবনাথের মৃত্যুতে শোকাহত ৷ তিনি বাচ্চাদের জগতে বাঁটুল দি গ্রেট, হাঁদা ভোঁদা, নন্টে ফন্টের মতো কিছু অমর চরিত্র সৃষ্টি করেছেন ৷ সৃজনশীল সাহিত্য এবং কমিক্সের দুনিয়ায় বিশাল ক্ষতি হয়ে গেল ৷ তাঁর পরিবার, বন্ধু ও ভক্তদের প্রতি আমার সমবেদনা রইল ৷"

টুইটারে তিনি একটি ভিডিয়ো পোস্ট করেছেন ৷ উল্লেখ্য, গত বছর 11 ডিসেম্বর রাজ্যপাল সস্ত্রীক হাওড়ার শিবপুরে নারায়ণ দেবনাথের বাড়িতে যান ৷ সেখানে তিনি শয্যাশায়ী শিল্পীর সঙ্গে দেখা করেন ৷ তাঁর চিকিৎসা ব্যবস্থার খোঁজখবর নেন ৷ সেই ভিডিয়োটি পোস্ট করেছেন জগদীপ ধনকড় ৷

  • Sad at demise of Padma Shri #NarayanDebnath legendary cartoonist and creator of immortal characters Bantul the Great, Handa- Bhonda, Nonte- Fonte for children's world.

    Huge loss to the world of literary creativity and comics. My thoughts are with his family, friends and fans. https://t.co/PM70ymyCsM pic.twitter.com/eZwAboDmhN

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) January 18, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Jagdeep Dhankhar visits Narayan Debnath : অসুস্থ নারায়ণ দেবনাথকে দেখতে হাওড়ায় সস্ত্রীক রাজ্যপাল

একটি সরকারি বিবৃতি দেওয়া হয়েছে নবান্নের তরফে ৷ পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের পক্ষ থেকে শোকবার্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, শিষ্ট শিশুসাহিত্যশিল্পী ও কার্টুনিস্ট নারায়ণ দেবনাথের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 97 বছর । বাঁটুল দি গ্রেট, হাঁদা ভোঁদা, নন্টে ফন্টে, বাহাদুর বেড়াল প্রভৃতি চরিত্রের স্রষ্টা নারায়ণ দেবনাথ সব বয়সের পাঠকের মনে চিরস্থায়ী আসন লাভ করেছেন ।

মুখ্যমন্ত্রী আরও বলেন, "পশ্চিমবঙ্গ সরকার তাঁকে 2013 সালে 'বঙ্গবিভূষণ' সম্মান প্রদান করে । রাষ্ট্রপতি পুরস্কার, পদ্মশ্রী সম্মান, সাহিত্য অ্যাকাদেমি পুরস্কার ছাড়াও তিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ডিলিট ডিগ্রি পান । তাঁর প্রয়াণে কমিক্স শিল্প জগতের এক অপূরণীয় ক্ষতি হল । আমি নারায়ণ দেবনাথের পরিবার-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি ৷"

গত বছরের 24 ডিসেম্বর কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন নন্টে-ফন্টে ও বাঁটুল দি গ্রেটের স্রষ্টা নারায়ণ দেবনাথ । এবছর 13 জানুয়ারি বিকেলে সেখানে তাঁকে দেখতে যান রাজ্যের স্বরাষ্ট্র সচিব বি পি গোপালিকা ও সমবায় মন্ত্রী অরূপ রায় । চিকিৎসকদের কাছ থেকে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন । হাসপাতালে পরিবারের সদস্যদের উপস্থিতিতে নারায়ণ দেবনাথের হাতে পদ্মশ্রী পুরস্কার ও মানপত্র তুলে দেওয়া হয় । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন ৷

আরও পড়ুন : Padma Shri Narayan Debnath : হাসপাতালে পদ্মশ্রী সম্মান পেলেন বাঁটুল দি গ্রেটের স্রষ্টা নারায়ণ দেবনাথ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.