ETV Bharat / state

কয়লাঘাটায় রাজ্যপাল, দমকলের পরিকাঠামো নিয়ে তুললেন প্রশ্ন

author img

By

Published : Mar 9, 2021, 6:44 PM IST

কয়লাঘাটা স্ট্রিটে ঘটনাস্থলে গিয়ে দমকল বিভাগকে একহাত নিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ।

govornor jagdeep
govornor jagdeep

কলকাতা, 9 মার্চ : স্ট্র্যান্ড রোডের অগ্নিকাণ্ডের জায়গা পরিদর্শন করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ ঘটনাস্থানে গিয়ে দমকল বিভাগকে একহাত নেন তিনি ৷ দমকলের পরিকাঠামো নিয়ে প্রশ্ন তোলেন ৷ যদিও ঘটনায় রেলের গাফিলতি দেখছেন না রাজ্যপাল ৷

সোমবার সন্ধ্যার এই অগ্নিকাণ্ডের ঘটনায় রেলমন্ত্রকের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর অভিযোগ, বিল্ডিং-এর ম্যাপ চাওয়া হলেও তা দেয়নি রেল দফতর ৷ ম্যাপ পাওয়া গেলে মৃত্যুর ঘটনা এড়ানো যেত বলে দাবি তাঁর ৷ ঘটনাস্থলে রেলের কোনও আধিকারিক ছিলেন না বলেও তোপ দেগেছিলেন মুখ্যমন্ত্রী ৷

যদিও রাজ্য়পাল জগদীপ ধনকড় এতে রেলের কোনও দোষ দেখছেন না ৷ ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে তিনি দমকলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ করেন ৷ বলেন, "রেলের কর্মীদের তৎপরতার কারণেই আগুনের বিষয়ে খুব দ্রুত জানা গিয়েছিল ৷ পার্ক স্ট্রিটের আগুনের ঘটনায় 25 জন মারা গিয়েছিলেন ৷ ওই ঘটনার পর পরিকাঠামোয় বদল আনা উচিত ছিল ৷ মেশিন, টেকনোলজি সব ব্যর্থ ৷ আমফানের সময়ও এটা দেখেছি ৷"

অগ্নিকাণ্ডস্থল পরিদর্শন করলেন রাজ্যপাল

আরও পড়ুন : ম্যাপ দেওয়া হয়নি দমকলকে, আগুন নিয়ে মমতার অভিযোগ মেনে নিল রেল

সোমবার সন্ধ্যায় রেলের ওই বহুতলে আগুন লাগে ৷ প্রথমে আগুন লাগে 13 তলায় ৷ পরে তা ছড়িয়ে পড়ে 12 তলায় ৷ দমকলের 17টি ইঞ্জিনের সাহায্যে পাঁচ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় ৷ তবে, এলাকা ঘিঞ্জি হওয়ায় আগুন নেভাতে বেগ পেতে হয় দমকল কর্মীদের ৷ ঘটনায় একাধিক দমকল আধিকারিক ও পুলিশের মৃত্যু হয়েছে । মৃতদের পরিবারপিছু 10 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী । জানিয়েছেন, ক্ষতিপূরণ ছাড়া মৃতদের পরিবারপিছু এক জনকে সরকারি চাকরিও দেওয়া হবে ।

কলকাতা, 9 মার্চ : স্ট্র্যান্ড রোডের অগ্নিকাণ্ডের জায়গা পরিদর্শন করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ ঘটনাস্থানে গিয়ে দমকল বিভাগকে একহাত নেন তিনি ৷ দমকলের পরিকাঠামো নিয়ে প্রশ্ন তোলেন ৷ যদিও ঘটনায় রেলের গাফিলতি দেখছেন না রাজ্যপাল ৷

সোমবার সন্ধ্যার এই অগ্নিকাণ্ডের ঘটনায় রেলমন্ত্রকের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর অভিযোগ, বিল্ডিং-এর ম্যাপ চাওয়া হলেও তা দেয়নি রেল দফতর ৷ ম্যাপ পাওয়া গেলে মৃত্যুর ঘটনা এড়ানো যেত বলে দাবি তাঁর ৷ ঘটনাস্থলে রেলের কোনও আধিকারিক ছিলেন না বলেও তোপ দেগেছিলেন মুখ্যমন্ত্রী ৷

যদিও রাজ্য়পাল জগদীপ ধনকড় এতে রেলের কোনও দোষ দেখছেন না ৷ ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে তিনি দমকলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ করেন ৷ বলেন, "রেলের কর্মীদের তৎপরতার কারণেই আগুনের বিষয়ে খুব দ্রুত জানা গিয়েছিল ৷ পার্ক স্ট্রিটের আগুনের ঘটনায় 25 জন মারা গিয়েছিলেন ৷ ওই ঘটনার পর পরিকাঠামোয় বদল আনা উচিত ছিল ৷ মেশিন, টেকনোলজি সব ব্যর্থ ৷ আমফানের সময়ও এটা দেখেছি ৷"

অগ্নিকাণ্ডস্থল পরিদর্শন করলেন রাজ্যপাল

আরও পড়ুন : ম্যাপ দেওয়া হয়নি দমকলকে, আগুন নিয়ে মমতার অভিযোগ মেনে নিল রেল

সোমবার সন্ধ্যায় রেলের ওই বহুতলে আগুন লাগে ৷ প্রথমে আগুন লাগে 13 তলায় ৷ পরে তা ছড়িয়ে পড়ে 12 তলায় ৷ দমকলের 17টি ইঞ্জিনের সাহায্যে পাঁচ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় ৷ তবে, এলাকা ঘিঞ্জি হওয়ায় আগুন নেভাতে বেগ পেতে হয় দমকল কর্মীদের ৷ ঘটনায় একাধিক দমকল আধিকারিক ও পুলিশের মৃত্যু হয়েছে । মৃতদের পরিবারপিছু 10 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী । জানিয়েছেন, ক্ষতিপূরণ ছাড়া মৃতদের পরিবারপিছু এক জনকে সরকারি চাকরিও দেওয়া হবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.