কলকাতা, 6 জুলাই: গ্রাম বাংলার মানুষ নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন আগামী শনিবার ৷ তার ঠিক 48 ঘণ্টা আগে রাজ্য নির্বাচন কমিশনারকে কড়া ভাষায় আক্রমণ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ আর সেই আক্রমণ পর্বে কখনও তাঁর কথায় উঠে এল রবীন্দ্রনাথ, স্বামী বিবেকানন্দের নাম ৷ আবার কখনও চলে গেলেন মহাভারতে ৷ পুরাণের উদাহরণ টেনে দায়িত্ব পালনের নির্দেশ দিলেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীবা সিনহাকে ৷
বৃহস্পতিবার রাজভবনের সাংবাদিক বৈঠকে রাজ্যপাল সিভি আনন্দ বোস নিজের বক্তব্যের শুরুতেই ‘ভারত মাতা’কে স্মরণ করেন ৷ তার পর সংবিধান রক্ষার কথা বলতে গিয়ে তিনি টেনে আনেন রবীন্দ্রনাথের ঠাকুরের প্রসঙ্গ ৷ বলেন, ‘‘সংবিধান গণতন্ত্রের পবিত্র প্রতিষ্ঠানগুলিকে রক্ষা করার জন্য ভারতের ভাগ্যের নির্দেশক হওয়ার আদেশ দিয়েছে ।’’ এই কথা বলার সময়ই তিনি উল্লেখ করেন, গুরুদেবের (রবি ঠাকুর) কথা অনুযায়ী ভারত ভাগ্য বিধাতা ৷
আরও পড়ুন: পঞ্চায়েত ভোটে গণতন্ত্র হত্যার দায়িত্ব কি নেবেন, মিস্টার এসইসি রাজীবাকে প্রশ্ন রাজ্যপালের
তার পরও একাধিকবার রবীন্দ্রনাথ ঠাকুরের প্রসঙ্গ এসেছে তাঁর ভাষণে ৷ তিনি বলেছেন, ‘‘আমি গুরুদেবের ভূমিকে রাজনৈতিক যুদ্ধবাজদের দ্বারা পরিবর্তিত হতে দেখেছি ৷’’ রাজ্যজুড়ে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে যে হিংসার পরিস্থিতি তৈরি হয়েছে, তার দায় কার উপর বর্তাবে, এই নিয়ে বলতে গিয়ে রাজ্যপাল আবার মহাভারতের প্রসঙ্গ টেনেছেন ৷ সেখানে ভীষ্ম কী বলেছিলেন, সেই কথা উল্লেখ করেছেন ৷ আবার শেক্সপিয়রের প্রসঙ্গও টেনেছেন তিনি ৷
রাজ্যপালের মতে নির্বাচন কমিশনার নিজের দায়িত্ব পালনে ব্যর্থ ৷ সেই ব্যর্থতা প্রসঙ্গে তিনি ঋষি কাশ্যপের প্রসঙ্গ তুলেছেন ৷ বলেছেন, ‘‘যখন ঋষি কাশ্যপ রাজা পরীক্ষিৎকে রক্ষা করার দায়িত্ব পালনে ব্যর্থ হন, তখন তিনি অপরাধবোধে ভুগছিলেন ৷ সেই সময় ঋষি সাকল্য তাঁকে পবিত্র জলে ডুব দিতে বলেছিলেন ৷’’ এর পর নির্বাচন কমিশনারকে তাঁর কটাক্ষ, ‘‘আপনার ডুব দেওয়ার জন্য কোনও পবিত্র জল নেই ৷’’
রাজীবা সিনহার উদ্দেশ্যে তাঁর পরামর্শ, ‘‘ব্যালট বনাম বুলেটের এই যুদ্ধক্ষেত্রে অর্জুন হয়ে উঠুন, মিস্টার এসইসি । নির্বাচনকে ব্যালটপ্রুফ নয় বুলেটপ্রুফ করুন । কৃষ্ণের মতো এসে কংসের মতো কাজ করবেন না ৷ মহারথী হও । কর্ণ হও । দ্রোণ হও । অশ্বথামা হবেন না । গণতন্ত্রের রক্ষক হওয়া উচিত ।’’
আরও পড়ুন: শান্তিপূর্ণ নির্বাচন কীভাবে ? কমিশনারকে 8 দফা পরামর্শ রাজ্যপালের
এমনকী নিজের ভাষণে ‘অশ্বথামা হত, ইতি গজ’-র সেই বহু চর্চিত অংশও শোনান রাজ্যপাল ৷ সেখান থেকে শিক্ষা নিয়ে নির্বাচন পরিচালনা করার পরামর্শ রাজ্যপাল দিয়েছেন রাজীবা সিনহাকে ৷