ETV Bharat / state

Panchayat Elections 2023: রাজীবাকে বিঁধতে রাজ্যপালের মুখে রবীন্দ্রনাথ থেকে ঋষি কাশ্যপ, মহাভারতের উদাহরণ

পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে হিংসার যে অভিযোগ উঠছে রাজ্যের বিভিন্ন জায়গায়, তা নিয়ে রাজ্য নির্বাচন কমিশনারকে নিশানা করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ রবীন্দ্রনাথ থেকে ঋষি কাশ্যপ, পুরাণের উদাহরণ টেনে তিনি বিঁধলেন রাজীবা সিনহাকে ৷

Panchayat Elections 2023
Panchayat Elections 2023
author img

By

Published : Jul 6, 2023, 5:37 PM IST

কলকাতা, 6 জুলাই: গ্রাম বাংলার মানুষ নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন আগামী শনিবার ৷ তার ঠিক 48 ঘণ্টা আগে রাজ্য নির্বাচন কমিশনারকে কড়া ভাষায় আক্রমণ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ আর সেই আক্রমণ পর্বে কখনও তাঁর কথায় উঠে এল রবীন্দ্রনাথ, স্বামী বিবেকানন্দের নাম ৷ আবার কখনও চলে গেলেন মহাভারতে ৷ পুরাণের উদাহরণ টেনে দায়িত্ব পালনের নির্দেশ দিলেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীবা সিনহাকে ৷

বৃহস্পতিবার রাজভবনের সাংবাদিক বৈঠকে রাজ্যপাল সিভি আনন্দ বোস নিজের বক্তব্যের শুরুতেই ‘ভারত মাতা’কে স্মরণ করেন ৷ তার পর সংবিধান রক্ষার কথা বলতে গিয়ে তিনি টেনে আনেন রবীন্দ্রনাথের ঠাকুরের প্রসঙ্গ ৷ বলেন, ‘‘সংবিধান গণতন্ত্রের পবিত্র প্রতিষ্ঠানগুলিকে রক্ষা করার জন্য ভারতের ভাগ্যের নির্দেশক হওয়ার আদেশ দিয়েছে ।’’ এই কথা বলার সময়ই তিনি উল্লেখ করেন, গুরুদেবের (রবি ঠাকুর) কথা অনুযায়ী ভারত ভাগ্য বিধাতা ৷

আরও পড়ুন: পঞ্চায়েত ভোটে গণতন্ত্র হত্যার দায়িত্ব কি নেবেন, মিস্টার এসইসি রাজীবাকে প্রশ্ন রাজ্যপালের

তার পরও একাধিকবার রবীন্দ্রনাথ ঠাকুরের প্রসঙ্গ এসেছে তাঁর ভাষণে ৷ তিনি বলেছেন, ‘‘আমি গুরুদেবের ভূমিকে রাজনৈতিক যুদ্ধবাজদের দ্বারা পরিবর্তিত হতে দেখেছি ৷’’ রাজ্যজুড়ে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে যে হিংসার পরিস্থিতি তৈরি হয়েছে, তার দায় কার উপর বর্তাবে, এই নিয়ে বলতে গিয়ে রাজ্যপাল আবার মহাভারতের প্রসঙ্গ টেনেছেন ৷ সেখানে ভীষ্ম কী বলেছিলেন, সেই কথা উল্লেখ করেছেন ৷ আবার শেক্সপিয়রের প্রসঙ্গও টেনেছেন তিনি ৷

রাজ্যপালের মতে নির্বাচন কমিশনার নিজের দায়িত্ব পালনে ব্যর্থ ৷ সেই ব্যর্থতা প্রসঙ্গে তিনি ঋষি কাশ্যপের প্রসঙ্গ তুলেছেন ৷ বলেছেন, ‘‘যখন ঋষি কাশ্যপ রাজা পরীক্ষিৎকে রক্ষা করার দায়িত্ব পালনে ব্যর্থ হন, তখন তিনি অপরাধবোধে ভুগছিলেন ৷ সেই সময় ঋষি সাকল্য তাঁকে পবিত্র জলে ডুব দিতে বলেছিলেন ৷’’ এর পর নির্বাচন কমিশনারকে তাঁর কটাক্ষ, ‘‘আপনার ডুব দেওয়ার জন্য কোনও পবিত্র জল নেই ৷’’

রাজীবা সিনহার উদ্দেশ্যে তাঁর পরামর্শ, ‘‘ব্যালট বনাম বুলেটের এই যুদ্ধক্ষেত্রে অর্জুন হয়ে উঠুন, মিস্টার এসইসি । নির্বাচনকে ব্যালটপ্রুফ নয় বুলেটপ্রুফ করুন । কৃষ্ণের মতো এসে কংসের মতো কাজ করবেন না ৷ মহারথী হও । কর্ণ হও । দ্রোণ হও । অশ্বথামা হবেন না । গণতন্ত্রের রক্ষক হওয়া উচিত ।’’

আরও পড়ুন: শান্তিপূর্ণ নির্বাচন কীভাবে ? কমিশনারকে 8 দফা পরামর্শ রাজ্যপালের

এমনকী নিজের ভাষণে ‘অশ্বথামা হত, ইতি গজ’-র সেই বহু চর্চিত অংশও শোনান রাজ্যপাল ৷ সেখান থেকে শিক্ষা নিয়ে নির্বাচন পরিচালনা করার পরামর্শ রাজ্যপাল দিয়েছেন রাজীবা সিনহাকে ৷

কলকাতা, 6 জুলাই: গ্রাম বাংলার মানুষ নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন আগামী শনিবার ৷ তার ঠিক 48 ঘণ্টা আগে রাজ্য নির্বাচন কমিশনারকে কড়া ভাষায় আক্রমণ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ আর সেই আক্রমণ পর্বে কখনও তাঁর কথায় উঠে এল রবীন্দ্রনাথ, স্বামী বিবেকানন্দের নাম ৷ আবার কখনও চলে গেলেন মহাভারতে ৷ পুরাণের উদাহরণ টেনে দায়িত্ব পালনের নির্দেশ দিলেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীবা সিনহাকে ৷

বৃহস্পতিবার রাজভবনের সাংবাদিক বৈঠকে রাজ্যপাল সিভি আনন্দ বোস নিজের বক্তব্যের শুরুতেই ‘ভারত মাতা’কে স্মরণ করেন ৷ তার পর সংবিধান রক্ষার কথা বলতে গিয়ে তিনি টেনে আনেন রবীন্দ্রনাথের ঠাকুরের প্রসঙ্গ ৷ বলেন, ‘‘সংবিধান গণতন্ত্রের পবিত্র প্রতিষ্ঠানগুলিকে রক্ষা করার জন্য ভারতের ভাগ্যের নির্দেশক হওয়ার আদেশ দিয়েছে ।’’ এই কথা বলার সময়ই তিনি উল্লেখ করেন, গুরুদেবের (রবি ঠাকুর) কথা অনুযায়ী ভারত ভাগ্য বিধাতা ৷

আরও পড়ুন: পঞ্চায়েত ভোটে গণতন্ত্র হত্যার দায়িত্ব কি নেবেন, মিস্টার এসইসি রাজীবাকে প্রশ্ন রাজ্যপালের

তার পরও একাধিকবার রবীন্দ্রনাথ ঠাকুরের প্রসঙ্গ এসেছে তাঁর ভাষণে ৷ তিনি বলেছেন, ‘‘আমি গুরুদেবের ভূমিকে রাজনৈতিক যুদ্ধবাজদের দ্বারা পরিবর্তিত হতে দেখেছি ৷’’ রাজ্যজুড়ে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে যে হিংসার পরিস্থিতি তৈরি হয়েছে, তার দায় কার উপর বর্তাবে, এই নিয়ে বলতে গিয়ে রাজ্যপাল আবার মহাভারতের প্রসঙ্গ টেনেছেন ৷ সেখানে ভীষ্ম কী বলেছিলেন, সেই কথা উল্লেখ করেছেন ৷ আবার শেক্সপিয়রের প্রসঙ্গও টেনেছেন তিনি ৷

রাজ্যপালের মতে নির্বাচন কমিশনার নিজের দায়িত্ব পালনে ব্যর্থ ৷ সেই ব্যর্থতা প্রসঙ্গে তিনি ঋষি কাশ্যপের প্রসঙ্গ তুলেছেন ৷ বলেছেন, ‘‘যখন ঋষি কাশ্যপ রাজা পরীক্ষিৎকে রক্ষা করার দায়িত্ব পালনে ব্যর্থ হন, তখন তিনি অপরাধবোধে ভুগছিলেন ৷ সেই সময় ঋষি সাকল্য তাঁকে পবিত্র জলে ডুব দিতে বলেছিলেন ৷’’ এর পর নির্বাচন কমিশনারকে তাঁর কটাক্ষ, ‘‘আপনার ডুব দেওয়ার জন্য কোনও পবিত্র জল নেই ৷’’

রাজীবা সিনহার উদ্দেশ্যে তাঁর পরামর্শ, ‘‘ব্যালট বনাম বুলেটের এই যুদ্ধক্ষেত্রে অর্জুন হয়ে উঠুন, মিস্টার এসইসি । নির্বাচনকে ব্যালটপ্রুফ নয় বুলেটপ্রুফ করুন । কৃষ্ণের মতো এসে কংসের মতো কাজ করবেন না ৷ মহারথী হও । কর্ণ হও । দ্রোণ হও । অশ্বথামা হবেন না । গণতন্ত্রের রক্ষক হওয়া উচিত ।’’

আরও পড়ুন: শান্তিপূর্ণ নির্বাচন কীভাবে ? কমিশনারকে 8 দফা পরামর্শ রাজ্যপালের

এমনকী নিজের ভাষণে ‘অশ্বথামা হত, ইতি গজ’-র সেই বহু চর্চিত অংশও শোনান রাজ্যপাল ৷ সেখান থেকে শিক্ষা নিয়ে নির্বাচন পরিচালনা করার পরামর্শ রাজ্যপাল দিয়েছেন রাজীবা সিনহাকে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.