ETV Bharat / state

CV Ananda Bose:'আমি সাধারণ মানুষ, সমালোচকদের থেকে শিখি', শুভেন্দুর মন্তব্য প্রসঙ্গে রাজ্যপাল

শুভেন্দু অধিকারীর সমালোচনার জবাব দিতে গিয়ে তাঁর মন্তব্যকে স্বাগতই জানালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ জানালেন, যথাসময়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে ৷

author img

By

Published : Apr 4, 2023, 10:56 PM IST

Updated : Apr 5, 2023, 12:13 AM IST

ETV Bharat
ফাইল ছবি
রাজ্যপাল সিভি আনন্দ বোসের বক্তব্য

কলকাতা, 4 এপ্রিল: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখে সম্প্রতি রাজ্যপাল সিভি আনন্দ বোসের সমালোচনা শোনা গিয়েছিল ৷ তাঁর সঙ্গে রাজ্যের প্রাক্তন দুই রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধি ও জগদীপ ধনকড়ের তুলনা টেনেছিলেন শুভেন্দু ৷ জানিয়েছিলেন, রাজ্যের প্রাক্তন দুই রাজ্যপালের মতো সক্রিয় অবস্থায় দেখা যাচ্ছে না বর্তমান রাজ্যপালকে ৷ হাওড়া ও রিষড়ার ঘটনার প্রসঙ্গে মঙ্গলবারও ফের একই মন্তব্য করেন শুভেন্দু ৷ এমনকি রাজ্যপালকে তাঁর কর্তব্য ও এক্তিয়ার স্মরণ করিয়ে দিয়ে সিভি আনন্দ বোসের কী করা উচিত এদিন তাও বাতলে দিয়েছেন বিরোধী দলনেতা ৷ মঙ্গলবার তাঁর এই মন্তব্যেরই জবাব দিলেন রাজ্যপাল ৷

এদিন সন্ধ্যায় রাজভবনে এক সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারীর মন্তব্যের প্রেক্ষিতে রাজ্যপাল জানান, এটা একটা গণতন্ত্র ৷ যে কেউ কোনও ভয় বা বাধা ছাড়া তাঁর মতামত দিতে পারেন সেটাই গণতন্ত্রের সৌন্দর্য ৷ সঠিক সময়ে, সঠিক স্থানে সঠিক পদক্ষেপ করা হবে ৷ তাঁর সঙ্গে গোপালকৃষ্ণ গান্ধি ও জগদীপ ধনকড়ের তুলনা প্রসঙ্গে সিভি আনন্দ বোস বলেন,"তুলনা হয় সমানে সমানে ৷ উনি যাঁদের নাম নিয়েছেন তাঁরা মহান ব্যক্তি, আমি একজন সাধারণ মানুষ ৷ আমি তাঁদের সম্মান করি, তাঁদের থেকে শিখেছি ৷ আমি আমার পক্ষে যতটা করা সম্ভব সাধারণ মানুষের স্বার্থে করব ৷ আমি আমার বন্ধু শুভেন্দু অধিকারীর সমালোচনাকে সম্মান করি ৷ সমালোচকদের থেকে শেখা যায়, আমার সামনে আয়না ধরার জন্য ধন্যবাদ ৷ এই ধরনায় সমালোচনা থেকেই আমি শিখব ৷"

তিনি যথাসময়ে কেন্দ্রকে প্রয়োজনীয় রিপোর্ট পাঠাবেন বলে জানিয়েছেন রাজ্যপাল ৷ প্রথমে ব্যবস্থা নিয়ে তারপর রিপোর্ট পাঠানো উচিত বলেও এদিন মন্তব্য করেন রাজ্যের সাংবিধানিক প্রধান ৷ যখন যেখান থেকে রিপোর্ট নেওয়ার প্রয়োজন তিনি নিচ্ছেন বলেও এদিন জানান সিভি আনন্দ বোস ৷

আরও পড়ুন: গোপালকৃষ্ণ ও ধনকড়ের মতো হতে চাইলে কী পদক্ষেপ করবেন রাজ্যপাল বোস, বলে দিলেন শুভেন্দু

সোমবার রাতে রিষড়ার যে এলাকায় উত্তেজনা ছড়িয়েছিল মঙ্গলবার সেখানে যান রাজ্যপাল ৷ তিনি এলাকাবাসীর সঙ্গে কথা বলেছেন, হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেছেন ও রিষড়া স্টেশন চত্বর পরিদর্শন করেছেন বলেও জানান রাজ্যপাল ৷ বঙ্গবাসীর অধিকার স্থাপনে দ্রুত কড়া পদক্ষেপ করা উচিত বলেও এদিন মন্তব্য করেন তিনি ৷ দোষীদের গ্রেফতার করে গারদে ভরা উচিত বলেও জানান তিনি ৷ রাজনীতির দুর্বৃত্তকরণের সমালোচনা করে তিনি জানান, কোনও অজুহাত না দিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত ৷

রাজ্যপাল সিভি আনন্দ বোসের বক্তব্য

কলকাতা, 4 এপ্রিল: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখে সম্প্রতি রাজ্যপাল সিভি আনন্দ বোসের সমালোচনা শোনা গিয়েছিল ৷ তাঁর সঙ্গে রাজ্যের প্রাক্তন দুই রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধি ও জগদীপ ধনকড়ের তুলনা টেনেছিলেন শুভেন্দু ৷ জানিয়েছিলেন, রাজ্যের প্রাক্তন দুই রাজ্যপালের মতো সক্রিয় অবস্থায় দেখা যাচ্ছে না বর্তমান রাজ্যপালকে ৷ হাওড়া ও রিষড়ার ঘটনার প্রসঙ্গে মঙ্গলবারও ফের একই মন্তব্য করেন শুভেন্দু ৷ এমনকি রাজ্যপালকে তাঁর কর্তব্য ও এক্তিয়ার স্মরণ করিয়ে দিয়ে সিভি আনন্দ বোসের কী করা উচিত এদিন তাও বাতলে দিয়েছেন বিরোধী দলনেতা ৷ মঙ্গলবার তাঁর এই মন্তব্যেরই জবাব দিলেন রাজ্যপাল ৷

এদিন সন্ধ্যায় রাজভবনে এক সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারীর মন্তব্যের প্রেক্ষিতে রাজ্যপাল জানান, এটা একটা গণতন্ত্র ৷ যে কেউ কোনও ভয় বা বাধা ছাড়া তাঁর মতামত দিতে পারেন সেটাই গণতন্ত্রের সৌন্দর্য ৷ সঠিক সময়ে, সঠিক স্থানে সঠিক পদক্ষেপ করা হবে ৷ তাঁর সঙ্গে গোপালকৃষ্ণ গান্ধি ও জগদীপ ধনকড়ের তুলনা প্রসঙ্গে সিভি আনন্দ বোস বলেন,"তুলনা হয় সমানে সমানে ৷ উনি যাঁদের নাম নিয়েছেন তাঁরা মহান ব্যক্তি, আমি একজন সাধারণ মানুষ ৷ আমি তাঁদের সম্মান করি, তাঁদের থেকে শিখেছি ৷ আমি আমার পক্ষে যতটা করা সম্ভব সাধারণ মানুষের স্বার্থে করব ৷ আমি আমার বন্ধু শুভেন্দু অধিকারীর সমালোচনাকে সম্মান করি ৷ সমালোচকদের থেকে শেখা যায়, আমার সামনে আয়না ধরার জন্য ধন্যবাদ ৷ এই ধরনায় সমালোচনা থেকেই আমি শিখব ৷"

তিনি যথাসময়ে কেন্দ্রকে প্রয়োজনীয় রিপোর্ট পাঠাবেন বলে জানিয়েছেন রাজ্যপাল ৷ প্রথমে ব্যবস্থা নিয়ে তারপর রিপোর্ট পাঠানো উচিত বলেও এদিন মন্তব্য করেন রাজ্যের সাংবিধানিক প্রধান ৷ যখন যেখান থেকে রিপোর্ট নেওয়ার প্রয়োজন তিনি নিচ্ছেন বলেও এদিন জানান সিভি আনন্দ বোস ৷

আরও পড়ুন: গোপালকৃষ্ণ ও ধনকড়ের মতো হতে চাইলে কী পদক্ষেপ করবেন রাজ্যপাল বোস, বলে দিলেন শুভেন্দু

সোমবার রাতে রিষড়ার যে এলাকায় উত্তেজনা ছড়িয়েছিল মঙ্গলবার সেখানে যান রাজ্যপাল ৷ তিনি এলাকাবাসীর সঙ্গে কথা বলেছেন, হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেছেন ও রিষড়া স্টেশন চত্বর পরিদর্শন করেছেন বলেও জানান রাজ্যপাল ৷ বঙ্গবাসীর অধিকার স্থাপনে দ্রুত কড়া পদক্ষেপ করা উচিত বলেও এদিন মন্তব্য করেন তিনি ৷ দোষীদের গ্রেফতার করে গারদে ভরা উচিত বলেও জানান তিনি ৷ রাজনীতির দুর্বৃত্তকরণের সমালোচনা করে তিনি জানান, কোনও অজুহাত না দিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত ৷

Last Updated : Apr 5, 2023, 12:13 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.