ETV Bharat / state

রাত পোহালেই সমাবর্তন ! কয়েক ঘণ্টা আগে সাসপেন্ড যাদবপুরের ভিসি

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 23, 2023, 8:53 PM IST

Updated : Dec 23, 2023, 9:55 PM IST

Jadavpur University: সমাবর্তন নিয়ে জটিলতার মধ্যেই সিদ্ধান্ত রাজ্যপালের। রাজভবন থেকে উপাচার্যকে জানিয়ে দেওয়া হয়, তাঁকে তাঁর কর্তব্য থেকে অব্যাহতি দেওয়া হল। সমাবর্তন অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগেই বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্যের সাসপেন্ড ঘিরে নতুন করে জটিলতা সৃষ্টি হয়েছে বলেই মনে করা হচ্ছে।

কয়েক ঘণ্টা আগে সাসপেন্ড যাদবপুরের ভিসি
Jadavpur University

কলকাতা, 23 ডিসেম্বর: সাসপেন্ড যাদবপুরের ভিসি বুদ্ধদেব সাউ! শনিবার রাজভবন সূত্রে এমনটাই জানা গিয়েছে। মূলত রাজ্যপালের নির্দেশমতো বা অনুমতি ছাড়া কাজ না-করার ক্ষুব্ধ আচার্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে এই কড়া পদক্ষেপ নিয়েছেন বলেই মনে করা হচ্ছে । এ বিষয়ে বুদ্ধদেব সাউ বলেন, "এখনও পর্যন্ত কোনও অফিশিয়ালি চিঠি আমি পাইনি। তবে আপনাদের মুখ থেকে প্রথম শুনলাম।"

এদিকে বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতির সিদ্ধান্ত অনুযায়ী আগামিকাল, রবিবার সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে। কিন্তু তার কয়েক ঘণ্টা আগেই বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্যের সাসপেন্ড ঘিরে নতুন করে জটিলতা সৃষ্টি হয়েছে বলেই মনে করা হচ্ছে। কারণ এই অনুষ্ঠানে আমন্ত্রিত রয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান জগদীশ কুমার, মামিডালা উচ্চশিক্ষা দফতরের চেয়ারম্যান তথা রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু এমনকী আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস নিজেই। তবে এই সাসপেনশনের খবর প্রকাশ হওয়ার আগেই বুদ্ধদেব সাউ ইটিভি ভারতকে বলেছিলেন," আগামিকাল সমাবর্তন অনুষ্ঠান হচ্ছে। সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে। আসবেন কি না, সে বিষয়ে জানা নেই।"

Jadavpur University
কয়েক ঘণ্টা আগে সাসপেন্ড যাদবপুরের ভিসি

আইনি জটিলতার কারণে এবারের সমাবর্তনকে 'সমাবর্তন' না-বলে 'ডিগ্রি অ্যায়ার্ডিং সেরিমনি' বলে চালানোর চেষ্টা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু 24 তারিখের সমাবর্তন অনুষ্ঠিত হবে কি না, তা এখনও পর্যন্ত সংশয়ের মধ্যে আছে। কারণ, রাজভবন সূত্রের দাবি, রাজ্যপাল সিভি আনন্দ বোস যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউকে সাসপেন্ড করেছেন। এর আগে রাজভবন থেকে জানতে চাওয়া হয়েছে, আচার্যের অনুমতি ছাড়া কীভাবে অন্তর্বর্তী উপাচার্য রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে কর্মসমিতির বৈঠকে সমাবর্তনের দিনক্ষণ নিয়ে আলোচনা করলেন ?

তিনি অর্থাৎ অন্তর্বর্তী উপাচার্যর নিয়োগের বিষয়টি এখনও শীর্ষ আদালতে বিচারাধীন। যদিও এই চিঠি পাওয়ার পরেই বুধবার সমিতির বৈঠক ডেকেছিল কর্তৃপক্ষ। সেই বৈঠকে ভার্চুয়ালি যোগ দেন অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউ। কারণ, যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি অর্থাৎ জুটা একাধিক দাবি-দাওয়া নিয়ে উপাচার্যের ঘরের বাইরে অবস্থান বিক্ষোভ শুরু করে। বিশ্ববিদ্যালয়ের যে কোর্ট মিটিংয়ের ভিত্তিতেই সমাবর্তন ঠিক হয়, সেই মিটিং না-করেই কর্মসমিতির বৈঠকের সিদ্ধান্তের ভিত্তিতে সমাবর্তন আয়োজন গ্রহণযোগ্য হবে কি না, সে বিষয়ে পরামর্শ নেওয়া হবে।

pic.twitter.com/Vm36jMwQrc

— Bratya Basu (@basu_bratya) December 23, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

যদিও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তবর্তী উপাচার্য বুদ্ধদেব সাউ বলেন, "সমাবর্তন নিয়ে আমরা আচার্যকে চিঠি করেছিলাম। কিন্তু, আইনি জটিলতার বিশ্ববিদ্যালয়ের কোর্ট বৈঠকের অনুমতি দেননি । কিন্তু সমাবর্তন হোক, সেটা কর্মসমিতির বৈঠকে ঠিক হয়েছে। কারণ এই সমাবর্তনের সঙ্গে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ জড়িয়ে রয়েছে ।"

আরও পড়ুন:

  1. রবিতে যাদবপুরের সমাবর্তন অনুষ্ঠান, আচার্য-শিক্ষামন্ত্রী উপস্থিত থাকবেন ?
  2. 24 ডিসেম্বরেই সমাবর্তন ! যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কনভোকেশন নিয়ে বিতর্কে অন্তর্বর্তী উপাচার্য-আচার্য
  3. সরকারের অনুমতি মিললেও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন নিয়ে জট অব্যাহত, আচার্যকে চিঠি উপাচার্যের

কলকাতা, 23 ডিসেম্বর: সাসপেন্ড যাদবপুরের ভিসি বুদ্ধদেব সাউ! শনিবার রাজভবন সূত্রে এমনটাই জানা গিয়েছে। মূলত রাজ্যপালের নির্দেশমতো বা অনুমতি ছাড়া কাজ না-করার ক্ষুব্ধ আচার্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে এই কড়া পদক্ষেপ নিয়েছেন বলেই মনে করা হচ্ছে । এ বিষয়ে বুদ্ধদেব সাউ বলেন, "এখনও পর্যন্ত কোনও অফিশিয়ালি চিঠি আমি পাইনি। তবে আপনাদের মুখ থেকে প্রথম শুনলাম।"

এদিকে বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতির সিদ্ধান্ত অনুযায়ী আগামিকাল, রবিবার সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে। কিন্তু তার কয়েক ঘণ্টা আগেই বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্যের সাসপেন্ড ঘিরে নতুন করে জটিলতা সৃষ্টি হয়েছে বলেই মনে করা হচ্ছে। কারণ এই অনুষ্ঠানে আমন্ত্রিত রয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান জগদীশ কুমার, মামিডালা উচ্চশিক্ষা দফতরের চেয়ারম্যান তথা রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু এমনকী আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস নিজেই। তবে এই সাসপেনশনের খবর প্রকাশ হওয়ার আগেই বুদ্ধদেব সাউ ইটিভি ভারতকে বলেছিলেন," আগামিকাল সমাবর্তন অনুষ্ঠান হচ্ছে। সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে। আসবেন কি না, সে বিষয়ে জানা নেই।"

Jadavpur University
কয়েক ঘণ্টা আগে সাসপেন্ড যাদবপুরের ভিসি

আইনি জটিলতার কারণে এবারের সমাবর্তনকে 'সমাবর্তন' না-বলে 'ডিগ্রি অ্যায়ার্ডিং সেরিমনি' বলে চালানোর চেষ্টা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু 24 তারিখের সমাবর্তন অনুষ্ঠিত হবে কি না, তা এখনও পর্যন্ত সংশয়ের মধ্যে আছে। কারণ, রাজভবন সূত্রের দাবি, রাজ্যপাল সিভি আনন্দ বোস যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউকে সাসপেন্ড করেছেন। এর আগে রাজভবন থেকে জানতে চাওয়া হয়েছে, আচার্যের অনুমতি ছাড়া কীভাবে অন্তর্বর্তী উপাচার্য রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে কর্মসমিতির বৈঠকে সমাবর্তনের দিনক্ষণ নিয়ে আলোচনা করলেন ?

তিনি অর্থাৎ অন্তর্বর্তী উপাচার্যর নিয়োগের বিষয়টি এখনও শীর্ষ আদালতে বিচারাধীন। যদিও এই চিঠি পাওয়ার পরেই বুধবার সমিতির বৈঠক ডেকেছিল কর্তৃপক্ষ। সেই বৈঠকে ভার্চুয়ালি যোগ দেন অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউ। কারণ, যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি অর্থাৎ জুটা একাধিক দাবি-দাওয়া নিয়ে উপাচার্যের ঘরের বাইরে অবস্থান বিক্ষোভ শুরু করে। বিশ্ববিদ্যালয়ের যে কোর্ট মিটিংয়ের ভিত্তিতেই সমাবর্তন ঠিক হয়, সেই মিটিং না-করেই কর্মসমিতির বৈঠকের সিদ্ধান্তের ভিত্তিতে সমাবর্তন আয়োজন গ্রহণযোগ্য হবে কি না, সে বিষয়ে পরামর্শ নেওয়া হবে।

যদিও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তবর্তী উপাচার্য বুদ্ধদেব সাউ বলেন, "সমাবর্তন নিয়ে আমরা আচার্যকে চিঠি করেছিলাম। কিন্তু, আইনি জটিলতার বিশ্ববিদ্যালয়ের কোর্ট বৈঠকের অনুমতি দেননি । কিন্তু সমাবর্তন হোক, সেটা কর্মসমিতির বৈঠকে ঠিক হয়েছে। কারণ এই সমাবর্তনের সঙ্গে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ জড়িয়ে রয়েছে ।"

আরও পড়ুন:

  1. রবিতে যাদবপুরের সমাবর্তন অনুষ্ঠান, আচার্য-শিক্ষামন্ত্রী উপস্থিত থাকবেন ?
  2. 24 ডিসেম্বরেই সমাবর্তন ! যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কনভোকেশন নিয়ে বিতর্কে অন্তর্বর্তী উপাচার্য-আচার্য
  3. সরকারের অনুমতি মিললেও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন নিয়ে জট অব্যাহত, আচার্যকে চিঠি উপাচার্যের
Last Updated : Dec 23, 2023, 9:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.