কলকাতা, 19 জুলাই: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল সিবিআই ৷ সেই মামলায় বিচারপর্ব শুরুর নির্দেশ দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ রাজভবন সূত্রের খবর, মঙ্গলবার রাতে এই নির্দেশ দিয়েছেন রাজ্যের সাংবিধানিক প্রধান। স্বভাবতই এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জ গঠনে আর কোনও আইনি বাধা রইল না কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার ৷ উল্লেখ্য, পার্থ চট্টোপাধ্যায় যখন গ্রেফতার হন, তখন তিনি মন্ত্রী ছিলেন ৷ তাই নিয়ম অনুযায়ী তাঁর বিরুদ্ধে মামলার বিচার শুরু করতে হলে রাজ্যপাল অথবা বিধানসভার অধ্যক্ষের অনুমতি প্রয়োজন ৷
এদিকে, পার্থ এখন আলিপুর সংশোধনাগারে বন্দি ৷ তাঁর বিরুদ্ধে মামলা চলছে ৷ সূত্রের বক্তব্য, তিনি শিল্পমন্ত্রী থাকাকালীন গ্রেফতার হন ৷ তাঁর বিরুদ্ধে চার্জশিট জমা পড়ে ৷ তাই, এক্ষেত্রে বিচার প্রক্রিয়া শুরু করতে রাজ্যপালের অনুমতির প্রয়োজন হয় ৷ এমতাবস্থায় ভারতীয় সংবিধানের 163 নং ধারা অনুসারে নিজের সংবিধানিক অধিকার বলে সেই অনুমতি দিলেন রাজ্যপাল ৷
আরও পড়ুন: জেলবন্দি বিধায়কের ভোট বৈধ নয় ! পার্থদের বাইরে রেখেই রাজ্যসভা নির্বাচনের অংক সাজাচ্ছে তৃণমূল
একই সঙ্গে সূত্রের আরও দাবি, রাজ্যপালের পরিবর্তে বিধানসভার অধ্যক্ষের থেকেও এই অনুমতি নেওয়া যেতে পারে ৷ যদিও অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের থেকে অনুমতি চাওয়া হয়নি বলে আগেই জানিয়েছেন তিনি নিজে ৷ 2022 সালের 23 জুলাই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নিজের বাড়ি থেকেই গ্রেফতার হন তৎকালীন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷ তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতেও হানা দেয় ইডি ৷ তাঁর একটি বাড়ি থেকে প্রায় 22 কোটি টাকা উদ্ধার করেন ইডির আধিকারিকরা ৷ পরে বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে আরও 27 কোটি টাকা উদ্ধার হয় ৷ অর্পিতাও গ্রেফতার হন ইডির হাতে ৷ বাজেয়াপ্ত করা হয় দু'জনের নামে থাকা যৌথ সম্পত্তি ৷
আরও পড়ুন: গ্রেফতার অর্পিতা, ফ্ল্যাট থেকে উদ্ধার উচ্চশিক্ষা পর্ষদ ও এসএসসি’র নথি
পরে আলিপুরের বিশেষ সিবিআই আদালতে চার্জশিট পেশ করে ইডি ৷ সেই চার্জশিটের ভিত্তিতে বিচার প্রক্রিয়া শুরু করতে রাজ্যপাল বা বিধানসভার অধ্যক্ষের অনুমতির প্রয়োজন হয় ৷ এক্ষেত্রে এই মামলার বিচার শুরুর জন্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের থেকে অনুমতি চাওয়া হয়নি ৷ সরাসরি রাজ্যপাল সিভি আনন্দ বোসের থেকে সেই অনুমতি চাওয়া হয় । তাতেই সম্মতি দিলেন রাজ্যপাল ৷