কলকাতা, 29 জুলাই: গুরুতর অসুস্থ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ৷ আর সেই খবর আসতেই উডসল্যান্ড হাসপাতালে পৌঁছে গেলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস ৷ শনিবার বিকাল পৌনে পাঁচটা নাগাদ বেসরকারি ওই হাসপাতালে বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে যাওয়ার আগে রাজ্যপাল বলেন, "বুদ্ধদেব ভট্টাচার্য অত্যন্ত প্রবীণ রাজনীতিবিদ ৷ তাঁর অসুস্থতার খবর শুনে খুব খারাপ লাগছে ৷ কিন্তু আমার দৃঢ় বিশ্বাস তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন ৷" সূত্রের খবর, এই মুহূর্তে প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা কেমন আছে, তা চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানতে চেয়েছেন রাজ্যপাল ৷
এদিন দুপুরে বাড়িতেই আচমকা অসুস্থ হয়ে পড়েন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ৷ শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় চিকিৎসকদের খবর দেওয়া হয় ৷ ডাকা হয় অ্যাম্বুলেন্সও ৷ কিন্তু জানা গিয়েছে, পাম অ্যাভিনিউয়ের বাড়ি থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে অবস্থার আরও অবনতি হয় প্রাক্তন মুখ্যমন্ত্রীর ৷ এরপরই উডল্যান্ডস হাসপাতাল থেকে চিকিৎসকরা এসে তাঁকে পরীক্ষা করে ফের ক্রিটিক্যাল কেয়ার ইউনিট অ্যাম্বুলেন্সে গ্রিন করিডর করে নিয়ে আসা হয় তাঁকে ৷ প্রাক্তন মুখ্যমন্ত্রীর জন্য পাঁচ সদস্যের মেডিক্যাল বোর্ডও গঠন করা হয়েছে ৷
এদিন বুদ্ধবাবুর অসুস্থতার খবর আসতেই তাঁকে দেখতে সরাসরি হাসপাতালে পৌঁছে যান রাজ্যপাল আনন্দ বোস ৷ এদিন হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে কথা বলে রাজ্যপাল বলেন, "আমি ওঁর দ্রুত আরোগ্য কামনা করছি ৷ তাঁকে উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে ৷ তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন ৷" হাসপাতালের এক চিকিৎসক জানান, প্রাক্তন মুখ্যমন্ত্রীর অবস্থা সঙ্কটজনক হলেও কিছুটা সামাল দেওয়া গিয়েছে। তাঁকে নিয়মিত পরীক্ষা করা হচ্ছে। বিকেলে তাঁর রক্তে অক্সিজেন স্যাচুরেশন 70 শতাংশে নেমে আসে ৷ তিনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন ৷
আরও পড়ুন: বুদ্ধদেবের শারীরিক অবস্থা জানতে ফোন মুখ্যমন্ত্রীর, যেতে পারেন হাসপাতালে
অন্যদিকে, সিপিএম নেতা রবীন দেব হাসপাতালে গিয়ে জানান, আগের থেকে কিছুটা হলেও চিকিৎসায় সাড়া দিচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্য ৷ তবে একেবারেই তিনি যে বিপদমুক্ত তা এই মুহূর্তে বলা সম্ভব নয় ৷ একই সঙ্গে, চিকিৎসকরা রাজ্যপালকেও প্রাক্তন মুখ্যমন্ত্রীর চিকিৎসার বিষয়টি জানিয়েছেন বলেও জানান রবীন দেব ৷ এদিন হাসপাতালে অসুস্থ বুদ্ধদেবকে দেখতে আসেন দলের প্রাক্তন রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র ৷ তিনি জানান, অক্সিজেন স্যাচুরেশন অনেকটা কমে গিয়েছিল ৷ এখন তা 90-এর উপরে রয়েছে ৷ স্থিতিশীল রয়েছেন ৷ তবে আচ্ছন্ন রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ৷ তবে কথা বলার চেষ্টা করেননি বলেও জানান সুর্যকান্ত মিশ্র ৷