কলকাতা, 17 মে: এগরার খাদিকুলে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ ও তার জেরে 9 জনের মৃত্যুর ঘটনায় মুখ খুললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ বুধবার এই প্রসঙ্গে তিনি বলেন, "এটা দুর্ভাগ্যজনক ঘটনা। এটা হওয়া উচিত ছিল না । এটা একটা ক্রাইসিস । প্রশাসনিক সব স্তরে একসঙ্গে কাজ হচ্ছে । তদন্ত চলছে ৷ যাঁরা মারা গিয়েছেন তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাই ৷ দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে ।"
উল্লেখ্য, রাজ্য সরকারের নির্দেশে ইতিমধ্যেই এগড়ার ঘটনার তদন্ত শুরু করেছে রাজ্য পুলিশের গোয়েন্দা শাখা সিআইডি ৷ ঘটনাস্থলে গিয়েছেন রাজ্য পুলিশের পদস্থ কর্তারা ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ঘটনাস্থলে গিয়েছেন রাজ্য পুলিশের এডিজি জ্ঞানবন্ত সিং ৷ এগরা থানার থেকে ইতিমধ্যেই কেস ডায়েরি হাতে নিয়েছে সিআইডি ৷ পুলিশ কেন ওই ঘটনায় বিস্ফোরক ধারায় মামলা রুজু করেনি, তা নিয়েও শুরু হয়েছে বিতর্ক ৷
মঙ্গলবারই, এই ঘটনায় স্থানীয় পুলিশের ভূমিকা নিয়ে কিছুটা ক্ষোভ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ স্থানীয় থানার আইসি'র বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি ৷ বুধবার এই ঘটনা নিয়ে মুখ খুললেন রাজ্যপাল ৷ তবে এদিন তিনি বিতর্কিত কিছু বলেননি ৷ রাজ্যের তদন্ত চলছে বলেই জানিয়েছেন ৷ মুখ্যমন্ত্রী অবশ্য জানিয়েছেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ এই ঘটনার তদন্তভার হাতে নিলেও রাজ্যের কোনও আপত্তি নেই ৷
ঘটনায় মূল অভিযুক্ত কৃষ্ণপদ বাগকে এখনও গ্রেফতার করা সম্ভব হয়নি ৷ তিনি ওড়িশার দিকে পালিয়েছেন বলে সন্দেহ ৷ ঘটনার এনআইএ তদন্ত চেয়ে বুধবারই কলকাতা হাইকোর্টে আবাদেন জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ এদিন তিনি এগরাতেও যান ৷ ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছে বিরোধীরা ৷ উঠেছে পঞ্চায়েত ভোটের আগে রাজ্যে বোমা তৈরির অভিযোগ ৷ এক্ষেত্রে রাজ্য পুলিশ প্রশাসন প্রমাণ লোপাট করতে পারে বলেও অভিযোগ উঠছে বিরোধীদের তরফে ৷
আরও পড়ুন: এগরা কাণ্ডে বিস্ফোরক ধারাই দেয়নি পুলিশ, অবাক সিআইডি