কলকাতা, 11 জানুয়ারি: বিচার ব্যবস্থাকে (Calcutta High Court) সামনে রেখে রাজ্যে যে পরিস্থিতি চলছে, তা নিয়ে এ বার সক্রিয় হলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor on Justice Mantha Issue)। বিচারপতি রাজাশেখর মান্থার (Rajasekhar Mantha) বিরুদ্ধে আইনজীবীদের বিক্ষোভ এবং বয়কটের ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ তিনি । এই ঘটনায় রাজ্য সরকারের কাছ থেকে রিপোর্ট তলব করলেন তিনি । প্রসঙ্গত, গতকালই এই ঘটনায় রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে রাজভবনে তলব করেন রাজ্যপাল এবং এই ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করে বিচারপতি রাজাশেখর মান্থাকে উপযুক্ত সুরক্ষা দিতে নির্দেশ দেন তিনি ।
যেভাবে গত কয়েকদিন ওই বিচারপতির বাড়ির বাইরে পোস্টারিং এবং তাঁর চেম্বারের বাইরে বিক্ষোভ হয়েছে তাঁর তীব্র নিন্দা করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে এই নিয়ে দ্রুত রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন রাজ্যপাল । প্রসঙ্গত, রাজভবন সূত্রে জানা গিয়েছে, রাজ্যপাল এই ঘটনায় ঘনিষ্ঠ মহলে বলেছেন যে, বিচারপতির প্রতিটি রায় যে পছন্দ হবে এমন নয় ৷ কিন্তু এজলাস বয়কটের ঘটনা ঘটা উচিত নয় ৷ এ ক্ষেত্রে রায় পছন্দ না হলে যে কেউ উচ্চ আদালতে যেতে পারেন ৷ বিচারপতি রাজাশেখর মান্থাকে উপযুক্ত সুরক্ষা দিতে হবে ৷ সেই সুরক্ষা যেন বিচারপতির আস্থা অর্জন করতে পারে ।
আরও জানা গিয়েছে, কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েলের কাছ থেকে রাজ্যপাল জানতে চেয়েছেন যে বিচারপতির সুরক্ষার জন্য কী ব্যবস্থা করা হয়েছে ৷ বিচারপতির বাড়ির বাইরে যে পোস্টার লাগানো হয়েছিল, তা খোলা হয়েছে কি না তাও জানতে চান তিনি । এও জানা গিয়েছে যে, গোটা ঘটনা নিয়ে দিল্লিতে একটি রিপোর্টও পাঠাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ।
প্রসঙ্গত, সিভি আনন্দ বোস রাজ্যপাল হয়ে আসার পর থেকে রাজ্য সরকারের সঙ্গে তাঁর সম্পর্ক অত্যন্ত মধুর দেখা গিয়েছে । বিভিন্ন সময়ে একাধিক অনুষ্ঠানে গিয়ে রাজ্যের সংস্কৃতির ভূয়সী প্রশংসা করতে দেখা গিয়েছে রাজ্যপালকে । মনে করা হচ্ছে, এ বার অবশেষে সেই মধুচন্দ্রিমা শেষ হতে চলেছে । বিগত সময়ে নতুন রাজ্যপালের সঙ্গে সরকারের যে বোঝাপড়ার ছবি দেখা গিয়েছিল, এই ঘটনাকে কেন্দ্র করে তা আগামী দিনে তিক্ততার পর্যায় পৌঁছয় কি না সেটাই দেখার !