ETV Bharat / state

লকডাউনের সময় কালোবাজারি রুখতে কঠোর রাজ্য, জারি নির্দেশিকা - নবান্ন

লকাডাউনের সময় কালোবাজারি রুখতে তৎপর রাজ্য সরকার ।

image
কালোবাজারি রোধে কঠোর রাজ্য
author img

By

Published : Mar 23, 2020, 10:53 PM IST

Updated : Mar 23, 2020, 10:59 PM IST

কলকাতা, 23 মার্চ : রাজ্য আপাতত লকডাউনে ৷ এই অচলাবস্থা চলবে 27 মার্চ পর্যন্ত । এরপর পরিস্থিতি খতিয়ে দেখে পরবর্তী ঘোষণা করবে রাজ্য সরকার । এই সময় যাতে কোনওভাবে ব্যবসায়ীরা নিত্যপ্রয়োজনীয় জিনিসের কালোবাজারি না করতে পারে তার জন্য সক্রিয় হল নবান্ন । জারি হল নির্দিষ্ট নির্দেশিকা । এবিষয়ে টাস্কফোর্সের পাশাপাশি কঠোর হতে বলা হয়েছে রাজ্য এবং কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চকে । কালোবাজারি ঠেকাতে হানা দিতে বলা হয়েছে মজুতদার এবং আরতদারদের গোডাউনে ।

কোরোনা আতঙ্কের জেরে সোশাল ডিসটেন্সিং মেনে চলতে বলছে রাজ্য সরকার । কেন্দ্রের তরফেও এবিষয়ে করা হয়েছিল জোরদার সাওয়াল । তারপর থেকেই সাধারণ মানুষজন নিত্যপ্রয়োজনীয় জিনিস মজুত করতে শুরু করেছিল বাড়িতে । তার জেরে শুরু হয়ে যায় কালোবাজারি ।

গতকাল ঘোষণা হয় লকডাউন । সেই সূত্র ধরে হু হু করে ছড়াচ্ছে গুজব । রাজ্য সরকারের সুস্পষ্ট নির্দেশিকার পরও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র আর পাওয়া যাবে না বলে গুজব ছড়ায় । যদিও গতকাল নির্দেশিকা জারি করে রাজ্য সরকার জানায়, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের ক্ষেত্রে সম্পূর্ণ ছাড় থাকছে । কিন্তু তারপরও ছড়াচ্ছে গুজব । অনেকের আশঙ্কা, ট্রেন বন্ধ থাকায় সবজি সহ অন্যান্য সামগ্রীর জোগানে টান পড়বে । অভিযোগ, তার সুযোগ নিতে শুরু করে দিয়েছে কালোবাজারিরা । আজ আতঙ্কিত শহরবাসী বাজারগুলোতে রীতিমতো হামলে পড়ে । সেখানে সবজি থেকে শুরু করে সব ধরনের নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম হয়ে যায় আকাশ ছোঁয়া ।

আজকের পরিস্থিতি বিবেচনা করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাজ্য সরকারের গঠিত যে টাস্কফোর্স রয়েছে তার সঙ্গে কলকাতা ও জেলা পুলিশ এবং গোয়েন্দা বিভাগকে সবসময় সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে । লকডাউনের সময় রাজ্যের কোনও পাইকারি বা খুচরো ব্যবসায়ী যেন কালোবাজারির উদ্দেশ্যে কৃত্রিম অভাব সৃষ্টি করে অত্যাবশ্যকীয় পণ্য মজুত না করতে পারে সেই কারণে রাজ্য সরকার কঠোর পদক্ষেপ করতে বলেছে । গুরুত্বপূর্ণ পাইকারি সহ খোলা বাজারগুলির উপরও সবসময় নজরদারি চালানোর কথা বলা হয়েছে । দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে কোনও সাধারণ মানুষ প্রশাসনের কাছে অভিযোগ জানালে তা খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে । অতিরিক্ত মূল্যবৃদ্ধি দেখলেই সংশ্লিষ্ট ব্যবসায়ীর বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে হবে বলে জানানো হয়েছে । আজ নবান্নে সর্বদলীয় বৈঠকের পর এই সংক্রান্ত বিষয়ে নির্দেশিকা জারি করা হয় ৷

কলকাতা, 23 মার্চ : রাজ্য আপাতত লকডাউনে ৷ এই অচলাবস্থা চলবে 27 মার্চ পর্যন্ত । এরপর পরিস্থিতি খতিয়ে দেখে পরবর্তী ঘোষণা করবে রাজ্য সরকার । এই সময় যাতে কোনওভাবে ব্যবসায়ীরা নিত্যপ্রয়োজনীয় জিনিসের কালোবাজারি না করতে পারে তার জন্য সক্রিয় হল নবান্ন । জারি হল নির্দিষ্ট নির্দেশিকা । এবিষয়ে টাস্কফোর্সের পাশাপাশি কঠোর হতে বলা হয়েছে রাজ্য এবং কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চকে । কালোবাজারি ঠেকাতে হানা দিতে বলা হয়েছে মজুতদার এবং আরতদারদের গোডাউনে ।

কোরোনা আতঙ্কের জেরে সোশাল ডিসটেন্সিং মেনে চলতে বলছে রাজ্য সরকার । কেন্দ্রের তরফেও এবিষয়ে করা হয়েছিল জোরদার সাওয়াল । তারপর থেকেই সাধারণ মানুষজন নিত্যপ্রয়োজনীয় জিনিস মজুত করতে শুরু করেছিল বাড়িতে । তার জেরে শুরু হয়ে যায় কালোবাজারি ।

গতকাল ঘোষণা হয় লকডাউন । সেই সূত্র ধরে হু হু করে ছড়াচ্ছে গুজব । রাজ্য সরকারের সুস্পষ্ট নির্দেশিকার পরও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র আর পাওয়া যাবে না বলে গুজব ছড়ায় । যদিও গতকাল নির্দেশিকা জারি করে রাজ্য সরকার জানায়, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের ক্ষেত্রে সম্পূর্ণ ছাড় থাকছে । কিন্তু তারপরও ছড়াচ্ছে গুজব । অনেকের আশঙ্কা, ট্রেন বন্ধ থাকায় সবজি সহ অন্যান্য সামগ্রীর জোগানে টান পড়বে । অভিযোগ, তার সুযোগ নিতে শুরু করে দিয়েছে কালোবাজারিরা । আজ আতঙ্কিত শহরবাসী বাজারগুলোতে রীতিমতো হামলে পড়ে । সেখানে সবজি থেকে শুরু করে সব ধরনের নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম হয়ে যায় আকাশ ছোঁয়া ।

আজকের পরিস্থিতি বিবেচনা করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাজ্য সরকারের গঠিত যে টাস্কফোর্স রয়েছে তার সঙ্গে কলকাতা ও জেলা পুলিশ এবং গোয়েন্দা বিভাগকে সবসময় সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে । লকডাউনের সময় রাজ্যের কোনও পাইকারি বা খুচরো ব্যবসায়ী যেন কালোবাজারির উদ্দেশ্যে কৃত্রিম অভাব সৃষ্টি করে অত্যাবশ্যকীয় পণ্য মজুত না করতে পারে সেই কারণে রাজ্য সরকার কঠোর পদক্ষেপ করতে বলেছে । গুরুত্বপূর্ণ পাইকারি সহ খোলা বাজারগুলির উপরও সবসময় নজরদারি চালানোর কথা বলা হয়েছে । দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে কোনও সাধারণ মানুষ প্রশাসনের কাছে অভিযোগ জানালে তা খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে । অতিরিক্ত মূল্যবৃদ্ধি দেখলেই সংশ্লিষ্ট ব্যবসায়ীর বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে হবে বলে জানানো হয়েছে । আজ নবান্নে সর্বদলীয় বৈঠকের পর এই সংক্রান্ত বিষয়ে নির্দেশিকা জারি করা হয় ৷

Last Updated : Mar 23, 2020, 10:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.