কলকাতা, 8 সেপ্টেম্বর : আনন্দপুরের নির্যাতিতা মহিলাকে বাঁচাতে গিয়ে গুরুতর জখম হওয়া নীলাঞ্জনা চট্টোপাধ্যায়ের পাশে দাঁড়াল রাজ্য সরকার। সূত্রের খবর, সাহসী নীলাঞ্জনার যাবতীয় চিকিৎসার খরচ বহন করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার । পাশাপাশি, নীলাঞ্জনার সাহসিকতার জন্য মুখ্যমন্ত্রী অভিনন্দন জানিয়েছেন বলেও খবর ।
গত শনিবার রাতে শহরে ঘটেছিল নির্যাতনের ঘটনা । পরদিন এই ঘটনা প্রকাশ্যে আসতেই তোলপাড় হয় রাজ্য । জানা গেছে, অভিষেক পাণ্ডে নামে এক ব্যক্তির সঙ্গে নয়াবাদের ফ্লাটের সামনে থেকে হোন্ডা সিটিতে চেপে ঘুরতে যান আনন্দপুরের নির্যাতিতা। রেস্তরায় খাওয়া - দাওয়া করে বাইপাসের কাছে কিছুক্ষণ ঘোরাঘুরি করেন । এরপর নয়াবাদের তাঁর ফ্ল্যাটের দিকে না গিয়ে চৌবাঘার দিকে গাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করে অভিযুক্ত । বাধা দিতে গেলেই চলন্ত গাড়িতে নির্যাতিতা তরুণীকে মারধর করা হয় বলে অভিযোগ ।
সেই সময় আত্মীয়ের বাড়ি থেকে ওই রাস্তা দিয়ে ফিরছিলেন নীলাঞ্জনা চট্টোপাধ্যায়, স্বামী দীপ শতপতি ও তাঁদের মেয়ে । তখনই ওই নির্যাতিতা মহিলাকে বাঁচাতে গেলে অভিযুক্ত নিলাঞ্জনা দেবীর পায়ের উপর গাড়ি চালিয়ে পালিয়ে যায় । পড়ে গিয়ে মাথায় চোট পেয়ে গুরুতর আহত হন নীলাঞ্জনা চট্টোপাধ্যায় । বারবার বমি হয়েছে তাঁর । গতকাল তাঁর অস্ত্রোপচার হয় । তবে নীলাঞ্জনার শারীরিক অবস্থা স্থিতিশীল ।
তাঁর সাহসিকতা নিয়ে প্রশংসায় বিভিন্ন মহল । সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ঘনিষ্ঠ মহলে নীলাঞ্জনার প্রশংসা করেছেন । পুলিশ কমিশনারের মাধ্যমে তাঁকে অভিনন্দন জানিয়েছেন । এছাড়াও রাজ্য সরকার সাহসী নীলাঞ্জনার চিকিৎসার যাবতীয় খরচ বহন করার সিদ্ধান্ত নিয়েছে ।