কলকাতা, 27 নভেম্বর : রাজ্য সরকারের সঙ্গে বিভিন্ন ইশু নিয়ে রাজ্যপালের সংঘাত বার বার প্রকাশ্যে এসেছে । আর সেই সংঘাত বজায় রইল সংবিধানের 70 তম বর্ষপূর্তির দিনেও । বিধানসভার বিশেষ অধিবেশনে ফের রাজ্যকে আক্রমণ করলেন রাজ্য়পাল জগদীপ ধনকড় । বলেন, "পশ্চিমবঙ্গে চ্যালেঞ্জের মুখে কাজ করতে হচ্ছে । "
গতকাল সংবিধান দিবস উপলক্ষ্যে বিধানসভায় বিশেষ অধিবেশন হয় । সেই অধিবেশনের ভাষণ দেন রাজ্যপাল জগদীপ ধনকড় । পদের দায়িত্ব নেওয়ার পর থেকেই রাজ্য সরকারকে অস্বস্তিতে ফেলেছেন তিনি । তাই বিধানসভার এই অধিবেশনে রাজ্যপাল কী বলবেন তা নিয়ে রীতিমতো সঙ্কিত ছিলেন শাসক দলের মন্ত্রী থেকে শুরু করে বিধায়করা । বিধানসভার ভাষণে নাম না করে রাজ্যকে নিশানা করেন রাজ্যপাল । রাজ্য সরকারের সমালোচনা করে বলেন, "পশ্চিমবঙ্গে আমাকে চ্যালেঞ্জের মুখে কাজ করতে হচ্ছে । সাংবিধানিক অধিকারের সঙ্গে সমঝোতা করতে হচ্ছে ।"
গতকালের অধিবেশনে রাজ্য সরকারের সমালোচনা করলেও কেন্দ্রের জন্য প্রশংসাবাণী শোনা গেল রাজ্যপালের গলায় । তিনি বলেন, "সংবিধান দিবস পালন কর্মসূচি শুরু করেছেন নরেন্দ্র মোদি । কাশ্মীরের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্নকে সফল করেছেন তিনি । জঙ্গি দমনের জন্য তাঁকে সমর্থন করা উচিত ।"