বিধাননগর ও কলকাতা, 31 জানুয়ারি: মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya) ঘনিষ্ঠ তাপস মণ্ডলের (Tapas Mondal) নির্দেশেই রহস্যজনকভাবে ফেরার থাকা গোপাল দলপতি (Gopal Dalapati) গতকাল সোমবার ইডি দফতরে ফোন করেছিলেন । আর এদিন আচমকাই দুপুরে ইডি দফতরে হাজির হন গোপাল দলপতি । সঙ্গে ছিলেন তাপস মণ্ডল । ইডি দফতরের গিয়ে প্রথমেই পৃথক পৃথক জিজ্ঞাসাবাদে সম্মুখীন হন তাপস মণ্ডল (Tapas Mondal) ও গোপাল দলপতি ।
ডিরেক্টরেট সূত্রের খবর, প্রথমেই গোপাল দলপতিকে জিজ্ঞাসা করা হয় এই ঘটনায় তিনি বেশ কিছুদিন ধরে ফেরার ছিলেন । তাঁর খোঁজ পাওয়ার জন্য আদালতের দ্বারস্থ হওয়ার চিন্তাভাবনা পর্যন্ত শুরু করে দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা । তাও কেন তিনি ফেরার ছিলেন । জবাবে গোপাল দলপতি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে (Enforcement Directorate) জানান যে তিনি তিহাড় জেল থেকে জামিন পাওয়ার পর কলকাতায় আত্মীয়ের বাড়িতে ছিলেন । তিনি কুন্তল ঘোষকে চেনেন ৷ কিন্তু কুন্তল ঘোষ তাঁর সম্পর্কে যে সকল তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন ও সত্যকে আড়াল করার চেষ্টা করছেন, তা দেখার পর তিনি সত্যতা প্রকাশ করতেই এনফোর্সমেন্ট ডিরেক্টরের কাছে স্বেচ্ছায় এসেছেন ।
এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রের খবর, এখনও পর্যন্ত তাপস মণ্ডল ও গোপাল দলপতিকে পৃথক পৃথকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । তাপস মণ্ডল নিজে কুন্তল ঘোষের সঙ্গে এই গোপাল দলগতির পরিচয় করিয়ে দিয়েছিলেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে ৷ আর গোপাল দলপতির দু’জন প্রার্থীকে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ ।
সেই অনুযায়ী কুন্তল ঘোষ নিজেই টাকা নিয়েছিলেন বলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাছে দাবি করেছেন গোপাল দলপতি । যদিও ইডি সূত্রের খবর কোন পক্ষ ঠিক এবং কোন পক্ষ ভুল, তা এখনই বোঝা সম্ভব নয় । শেষ খবর পাওয়া পর্যন্ত গোপাল দলপতি কুন্তল ঘোষ এবং তাপস মণ্ডলকে পৃথক পৃথক বসিয়ে জিজ্ঞাসাবাদ করছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারী আধিকারিকরা । জিজ্ঞাসাবাদে দ্বিতীয় পর্যায় গোপাল দলপতির বয়ান নথিভুক্ত করা হতে পারে বলে ইডি সূত্রের খবর ।
এদিন ইডি দফতরে পৌঁছানোর আগে তাপস মণ্ডল জানান, গত 28 জানুয়ারি একটি অনুষ্ঠানে তাঁর সঙ্গে গোপাল দলপতির দেখা হলে তিনি তাঁকে ইডির দফতরে আসার কথা বলেন । তাঁর ছাত্রছাত্রীদের কিছু টাকা গোপাল দলপতিকে দিয়েছে । গোপাল দলপতির দু-একজন প্রার্থী ছিলেন ৷ তাই তিনি তাঁর সঙ্গে কুন্তল ঘোষের পরিচয় করিয়ে দিয়েছিলেন বলেই জানান তাপস মণ্ডল । অন্যদিকে গোপাল দলগতি জানান, তিনি কুন্তল ঘোষকে চেনেন ৷ তবে টাকা নেওয়ার কথা সম্পূর্ণ মিথ্যে ।
আরও পড়ুন: সবার ক্যারেক্টর সার্টিফিকেট আমরা পাই না, কুন্তল ঘোষ প্রসঙ্গে বললেন সায়নী ঘোষ