ETV Bharat / state

সোমবার থেকে বিধানসভায় ফুল মেলা , আমন্ত্রণ পেলেন না রাজ্যপাল - latest news of jgadeep dhankar

সোমবার থেকে বিধানসভায় শুরু হচ্ছে ফুল মেলা ৷ কিন্তু আমন্ত্রণ পাননি রাজ্যপাল জগদীপ ধনকড়৷

aa
রাজ্যপাল
author img

By

Published : Dec 20, 2019, 11:27 PM IST

Updated : Dec 20, 2019, 11:45 PM IST

কলকাতা, 20 ডিসেম্বর: সোমবার থেকে বিধানসভায় শুরু হচ্ছে ফুল মেলা । চলবে বৃহস্পতিবার পর্যন্ত । সেখানে আমন্ত্রণ জানানো হল না রাজ্যপাল জগদীপ ধনকড়কে । রাজ্য সরকারের সঙ্গে তিক্ততার জেরেই তাঁকে আমন্ত্রণ জানানো হয়নি বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ ।

বিধানসভার প্রোটোকল অনুযায়ী অধ্যক্ষই ফুল মেলার উদ্বোধন করেন । কিন্তু সৌজন্যবশত রাজ্যপালকে সেখানে আমন্ত্রণ জানানো হয় । গত দু'বছর বিধানসভার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৎকালীন রাজ্যপাল । কিন্তু, এবার বর্তমান রাজ্যপাল জগদীপ ধনকড়কে আমন্ত্রণ জানানো হয়নি । কিন্তু, কেন ? অনেকের মতে, একাধিক ইশুতে রাজ্য সরকারের সঙ্গে সংঘাতে জড়ানোর জন্যই আমন্ত্রণ পাননি রাজ্যপাল।

২০১৭ সালে ফুল মেলার উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সে বছরও প্রধান অতিথি ছিলেন তৎকালীন রাজ্যপাল । কিন্তু, এবার তার অন্যথা হতে চলেছে । কয়েকদিন আগেই বিধানসভার অধ্যক্ষ অভিযোগ করেছিলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে দু'টি গুরুত্বপূর্ণ বিল আটকে রেখেছেন রাজ্যপাল। দু'দিন স্থগিত রাখা হয় বিধানসভার অধিবেশনও। এরপর প্রথমদিন বিধানসভা পরিদর্শনে গেলেও রাজ্যপালের জন্য নির্দিষ্ট গেট খোলা ছিল না । ফলে সাধারণ গেট দিয়ে বিধানসভায় ঢুকতে হয় তাঁকে । রাজ্যপালকে স্বাগত জানাতে ছিলেন না অধ্যক্ষও । ক্ষোভপ্রকাশ করেন রাজ্যপাল । আর এর মাঝেই ফুল মেলায় আমন্ত্রণ জানানো হল না তাঁকে ।

কলকাতা, 20 ডিসেম্বর: সোমবার থেকে বিধানসভায় শুরু হচ্ছে ফুল মেলা । চলবে বৃহস্পতিবার পর্যন্ত । সেখানে আমন্ত্রণ জানানো হল না রাজ্যপাল জগদীপ ধনকড়কে । রাজ্য সরকারের সঙ্গে তিক্ততার জেরেই তাঁকে আমন্ত্রণ জানানো হয়নি বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ ।

বিধানসভার প্রোটোকল অনুযায়ী অধ্যক্ষই ফুল মেলার উদ্বোধন করেন । কিন্তু সৌজন্যবশত রাজ্যপালকে সেখানে আমন্ত্রণ জানানো হয় । গত দু'বছর বিধানসভার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৎকালীন রাজ্যপাল । কিন্তু, এবার বর্তমান রাজ্যপাল জগদীপ ধনকড়কে আমন্ত্রণ জানানো হয়নি । কিন্তু, কেন ? অনেকের মতে, একাধিক ইশুতে রাজ্য সরকারের সঙ্গে সংঘাতে জড়ানোর জন্যই আমন্ত্রণ পাননি রাজ্যপাল।

২০১৭ সালে ফুল মেলার উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সে বছরও প্রধান অতিথি ছিলেন তৎকালীন রাজ্যপাল । কিন্তু, এবার তার অন্যথা হতে চলেছে । কয়েকদিন আগেই বিধানসভার অধ্যক্ষ অভিযোগ করেছিলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে দু'টি গুরুত্বপূর্ণ বিল আটকে রেখেছেন রাজ্যপাল। দু'দিন স্থগিত রাখা হয় বিধানসভার অধিবেশনও। এরপর প্রথমদিন বিধানসভা পরিদর্শনে গেলেও রাজ্যপালের জন্য নির্দিষ্ট গেট খোলা ছিল না । ফলে সাধারণ গেট দিয়ে বিধানসভায় ঢুকতে হয় তাঁকে । রাজ্যপালকে স্বাগত জানাতে ছিলেন না অধ্যক্ষও । ক্ষোভপ্রকাশ করেন রাজ্যপাল । আর এর মাঝেই ফুল মেলায় আমন্ত্রণ জানানো হল না তাঁকে ।

Intro:বিধানসভার ৬৬তম ফুল মেলায় আমন্ত্রণ জানানো হলো না রাজ্যপাল জগদীপ ধনকারকে। রাজ্যপালের সঙ্গে রাজ্য সরকারের তিক্ততার জন্যই এই ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। আগামী সোমবার থেকে শুরু হচ্ছে বিধানসভার ফুল মেলা। চলবে বৃহস্পতিবার পর্যন্ত। শাসক এবং বিরোধী দলের নেতারা ফুল মেলায় উপস্থিত থাকলেও রাজ্যপালকে আমন্ত্রিতদের তালিকা থেকে বাদ রাখল রাজ্য বিধানসভা।


Body:বিধানসভার প্রটোকল অনুযায়ী অধ্যক্ষই ফুল মেলার উদ্বোধন করেন। কিন্তু সৌজন্যতা বশত রাজ্যপাল সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। লাগাতার পত্রাঘাত, এবং রাজ্য সরকারের সঙ্গে চূড়ান্ত বাদানুবাদের জন্যই কি বাদ দেওয়া হলো রাজ্যপালকে? বিধানসভার ভিতরেই চলছে জোর আলোচনা।
গত দু'বছর বিধানসভার ফুল মেলার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৎকালীন রাজ্যপাল। এবছর রাজ্যপাল ফুলমালার অনুষ্ঠানে আমন্ত্রিত না হওয়ায় জল্পনা আরও দানা বাঁধছে।
২০১৭ সালের ফুল মেলার উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সে বছরও প্রধান অতিথি ছিলেন রাজ্যপাল। মুখ্যমন্ত্রী উদ্বোধনের আগের এবং পরের বছর নিয়ম করেই ফুল মেলার অনুষ্ঠানে উপস্থিত থাকতেন রাজ্যপাল। এ বছর বেশ কয়েকটি ঘটনা পর পর ঘটে গিয়েছে। বিধানসভার পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, রাজ্যপাল উদ্দেশ্যপ্রণোদিতভাবে দুটি গুরুত্বপূর্ণ বিল আটকে রেখেছেন। অনুমোদন দিচ্ছেন না আইনে পরিণত হওয়ার জন্য। এছাড়াও সম্প্রতিককালে রাজ্য সরকারের বিভিন্ন বিষয়ে প্রকাশ্যেই বিরোধিতা করে ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যপাল। যে কারণে গত প্রায় তিন মাস ধরে রাজ্যপালের সঙ্গে রাজ্য সরকারের সম্পর্কের জটিলতা বৃদ্ধি পেয়েছে বলেই মনে করা হচ্ছে। সেই কারণেই কি এবার ফুল মেলার অনুষ্ঠানে ব্রাত্য রাজ্যপাল জগদীপ ধনকর‌, প্রশ্ন শাসক এবং বিরোধী দলের বিধায়কদের।


Conclusion:
Last Updated : Dec 20, 2019, 11:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.