ETV Bharat / state

COVID পরীক্ষার নামে জালিয়াতি কলকাতায়, গ্রেপ্তার 1

author img

By

Published : Aug 5, 2020, 2:36 AM IST

COVID পরীক্ষার নামে নেওয়া হচ্ছিল মোটা অঙ্কের টাকা । ঘটনায় ধৃত 1 ।

Fraud in the name of Covid test
Fraud in the name of Covid test

কলকাতা, 4 অগাস্ট : ভুয়ো পরিচয় দিয়ে COVID পরীক্ষার নামে নেওয়া হচ্ছিল মোটা টাকা । ঘটনায় হাসপাতালের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে । অভিযোগের ভিত্তিতে 1 জনকে গ্রেপ্তার করা হয়েছে । ধৃতের নাম সৌমিত্র চৌধুরি(39) । আজ তিনটে নাগাদ মুকুন্দপুর বাসস্ট্যান্ড থেকে গ্রেপ্তার করে যাদবপুর থানার পুলিশ ।

COVID পরীক্ষার নামে কলকাতায় সক্রিয় হয়েছে জালিয়াতি চক্র । দিন কয়েক আগেই নেতাজি নগর থানায় গ্রেপ্তার করা হয়েছে 3 জনকে । তারা ICMR-এর জাল ফর্ম নিয়ে নকল কোভিড টেস্টের সার্টিফিকেট দিচ্ছিল । আজ সামনে এল আরও একটি চক্র । পশ্চিমবঙ্গ রাজ্য স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইটের একটি লিঙ্ক পেজ সহ হোয়াটসঅ্যাপ গ্রুপে ছড়ানো হচ্ছিল মেসেজ ।

পঞ্চসায়র থানা এলাকার চক গড়িয়ার উপহার কমপ্লেক্সের বাসিন্দা অভিযুক্ত সৌমিত্র চৌধুরি । নিজেকে বাইপাসের ধারে একটি সুপার স্পেশালিটি হাসপাতালে কর্মী বলে পরিচিয় দিয়েছিল । সেই মেসেজের মাধ্যমে অনেকেই তার সঙ্গে যোগাযোগ করেন । COVID টেস্টের জন্য সরকার নির্ধারিত মূল্যের থেকে অনেক বেশি টাকা দাবি করছিল সৌমিত্র । বিষয়টি জানতে পারে ওই সুপার স্পেশালিটি হাসপাতালের ম্যানেজমেন্ট । তারা ওই হোয়াটসঅ্যাপ মেসেজসহ যাদবপুর থানায় অভিযোগ দায়ের করে ।

আগামীকাল ধৃত আলিপুর আদালতে তোলা হবে । এই ঘটনায় তার সঙ্গে কেউ জড়িত আছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে ।

কলকাতা, 4 অগাস্ট : ভুয়ো পরিচয় দিয়ে COVID পরীক্ষার নামে নেওয়া হচ্ছিল মোটা টাকা । ঘটনায় হাসপাতালের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে । অভিযোগের ভিত্তিতে 1 জনকে গ্রেপ্তার করা হয়েছে । ধৃতের নাম সৌমিত্র চৌধুরি(39) । আজ তিনটে নাগাদ মুকুন্দপুর বাসস্ট্যান্ড থেকে গ্রেপ্তার করে যাদবপুর থানার পুলিশ ।

COVID পরীক্ষার নামে কলকাতায় সক্রিয় হয়েছে জালিয়াতি চক্র । দিন কয়েক আগেই নেতাজি নগর থানায় গ্রেপ্তার করা হয়েছে 3 জনকে । তারা ICMR-এর জাল ফর্ম নিয়ে নকল কোভিড টেস্টের সার্টিফিকেট দিচ্ছিল । আজ সামনে এল আরও একটি চক্র । পশ্চিমবঙ্গ রাজ্য স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইটের একটি লিঙ্ক পেজ সহ হোয়াটসঅ্যাপ গ্রুপে ছড়ানো হচ্ছিল মেসেজ ।

পঞ্চসায়র থানা এলাকার চক গড়িয়ার উপহার কমপ্লেক্সের বাসিন্দা অভিযুক্ত সৌমিত্র চৌধুরি । নিজেকে বাইপাসের ধারে একটি সুপার স্পেশালিটি হাসপাতালে কর্মী বলে পরিচিয় দিয়েছিল । সেই মেসেজের মাধ্যমে অনেকেই তার সঙ্গে যোগাযোগ করেন । COVID টেস্টের জন্য সরকার নির্ধারিত মূল্যের থেকে অনেক বেশি টাকা দাবি করছিল সৌমিত্র । বিষয়টি জানতে পারে ওই সুপার স্পেশালিটি হাসপাতালের ম্যানেজমেন্ট । তারা ওই হোয়াটসঅ্যাপ মেসেজসহ যাদবপুর থানায় অভিযোগ দায়ের করে ।

আগামীকাল ধৃত আলিপুর আদালতে তোলা হবে । এই ঘটনায় তার সঙ্গে কেউ জড়িত আছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.