ETV Bharat / state

গোরুপাচার কাণ্ডে এবার জাল সিবিআই অফিসারদের প্রবেশ - বিধাননগর পুলিশ কমিশনারেট

গোরুপাচার চক্র নিয়ে বিগত বেশ কয়েকদিন ধরে কড়া হতে দেখা গিয়েছে সিবিআইকে । শহরের একাধিক এলাকায় চলছে তল্লাশি, জিজ্ঞাসাবাদ । এরই মধ্যে এবার জাল সিবিআই আধিকারিকদের হদিস মিলল কলকাতায় ।

CBI in Cow smuggling case
ফাইল ছবি
author img

By

Published : Feb 11, 2021, 5:11 PM IST

Updated : Feb 11, 2021, 5:25 PM IST

কলকাতা, 11 ফেব্রুয়ারি : এ যেন নীরজ পাণ্ডে পরিচালিত "স্পেশাল 26" সিনেমার কার্বন কপি । সিনেমাতে যেমন জাল সিবিআই অফিসার সেজে হানা দিত বিভিন্ন রাজনৈতিক নেতা এবং ভ্রষ্ট ব্যসায়ীদের বাড়ি বা অফিস । অনেকটা ঠিক তেমনই করতে গিয়ে কলকাতার উপকণ্ঠে ধরা পড়ল পাঁচজন জাল সিবিআই অফিসার ।

সামনের বিধানসভা নির্বাচন ছাড়া পশ্চিমবঙ্গের সবচেয়ে চর্চিত হল কয়লা এবং গোরু পাচার কাণ্ডে সিবিআই তদন্ত । যা নিয়ে প্রতিদিনই উঠে আসছে নতুন নতুন নেতাদের এবং রাজ্যের প্রভাবশালী ব্যক্তিদের নাম । জাল সিবিআই অফিসার সেজে সেই পাঁচ প্রতারক ভেবেছিল এই সুযোগে কিছু টাকা কামিয়ে নিতে পারবে । ঘটনার কেন্দ্রবিন্দু কলকাতার নিউটাউনের ইকোপার্ক থানার আকাঙ্ক্ষা মোড়।

ঘটনার সময় বুধবার রাত । আকাঙ্খা মোড়ে একটি গোরুবোঝাই গাড়ি আটকায় সিবিআই অফিসার ছদ্মবেশে ওই পাঁচ প্রতারক যুবক । রীতিমতো হম্বিতম্বি শুরু করে গাড়ির চালক এবং খালাসির উপর । গাড়ির এবং গোরুর কাগজপত্র দেখতে চায় সেই পাঁচ প্রতারক । রীতিমতো ভয় পেয়ে যায় চালক এবং খালাসি ।

আরও পড়ুন : পুলিশকে তোলা দিলেই ছাড়, দেদার চলছে গোরু পাচারের কারবার

বিধাননগর পুলিশ কমিশনারেটের সূত্র অনুযায়ী, সেই পাঁচ প্রতারক যখন কাজ প্রায় হাসিল করে এসেছে, তখন ঘটনাস্থানে উপস্থিত হয় ইকোপার্ক থানার একটি টহলদারি ভ্যান । গোরু বোঝাই গাড়িকে দেখে ভ্যান থেকে নেমে এগিয়ে যান কর্তব্যরত পুলিশ অফিসার এবং পুলিশকর্মীরা । তারা সেই পাঁচ প্রতারকের পরিচয়পত্র দেখতে চান । পরিচয়পত্র দেখতে অসমর্থ হলে, সেই পাঁচ জাল সিবিআই অফিসারকে জেরা শুরু করে । জেরার মুখে শেষ পর্যন্ত অপরাধ স্বীকার করে নেয় তারা ।

কলকাতা, 11 ফেব্রুয়ারি : এ যেন নীরজ পাণ্ডে পরিচালিত "স্পেশাল 26" সিনেমার কার্বন কপি । সিনেমাতে যেমন জাল সিবিআই অফিসার সেজে হানা দিত বিভিন্ন রাজনৈতিক নেতা এবং ভ্রষ্ট ব্যসায়ীদের বাড়ি বা অফিস । অনেকটা ঠিক তেমনই করতে গিয়ে কলকাতার উপকণ্ঠে ধরা পড়ল পাঁচজন জাল সিবিআই অফিসার ।

সামনের বিধানসভা নির্বাচন ছাড়া পশ্চিমবঙ্গের সবচেয়ে চর্চিত হল কয়লা এবং গোরু পাচার কাণ্ডে সিবিআই তদন্ত । যা নিয়ে প্রতিদিনই উঠে আসছে নতুন নতুন নেতাদের এবং রাজ্যের প্রভাবশালী ব্যক্তিদের নাম । জাল সিবিআই অফিসার সেজে সেই পাঁচ প্রতারক ভেবেছিল এই সুযোগে কিছু টাকা কামিয়ে নিতে পারবে । ঘটনার কেন্দ্রবিন্দু কলকাতার নিউটাউনের ইকোপার্ক থানার আকাঙ্ক্ষা মোড়।

ঘটনার সময় বুধবার রাত । আকাঙ্খা মোড়ে একটি গোরুবোঝাই গাড়ি আটকায় সিবিআই অফিসার ছদ্মবেশে ওই পাঁচ প্রতারক যুবক । রীতিমতো হম্বিতম্বি শুরু করে গাড়ির চালক এবং খালাসির উপর । গাড়ির এবং গোরুর কাগজপত্র দেখতে চায় সেই পাঁচ প্রতারক । রীতিমতো ভয় পেয়ে যায় চালক এবং খালাসি ।

আরও পড়ুন : পুলিশকে তোলা দিলেই ছাড়, দেদার চলছে গোরু পাচারের কারবার

বিধাননগর পুলিশ কমিশনারেটের সূত্র অনুযায়ী, সেই পাঁচ প্রতারক যখন কাজ প্রায় হাসিল করে এসেছে, তখন ঘটনাস্থানে উপস্থিত হয় ইকোপার্ক থানার একটি টহলদারি ভ্যান । গোরু বোঝাই গাড়িকে দেখে ভ্যান থেকে নেমে এগিয়ে যান কর্তব্যরত পুলিশ অফিসার এবং পুলিশকর্মীরা । তারা সেই পাঁচ প্রতারকের পরিচয়পত্র দেখতে চান । পরিচয়পত্র দেখতে অসমর্থ হলে, সেই পাঁচ জাল সিবিআই অফিসারকে জেরা শুরু করে । জেরার মুখে শেষ পর্যন্ত অপরাধ স্বীকার করে নেয় তারা ।

Last Updated : Feb 11, 2021, 5:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.