কলকাতা, 1 জুন : ইনফেকশাস ডিজ়িজ়েস অ্যান্ড বেলেঘাটা জেনেরাল (ID&BG) হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মীদের আবাসনে COVID-19-এর সংক্রমণ বেড়েই চলেছে। এই আবাসনের আরও চারজন কোরোনায় আক্রান্ত হয়েছেন।
বেলেঘাটার এই হাসপাতালের চতুর্থ শ্রেণির দুই কর্মী প্রথমে COVID-19-এ আক্রান্ত হয়েছিলেন। এই দুই কর্মী হাসপাতালে অবস্থিত চতুর্থ শ্রেণির কর্মীদের আবাসনে থাকেন। কয়েকদিন পর এই দুই কর্মীর দুই মেয়েও কোরোনায় আক্রান্ত হয়। এর পরে এই কর্মী আবাসনের আরও 7 জনের শরীরে COVID-19 সংক্রমণের খোঁজ পাওয়া যায়। এই 7 জন হাসপাতালের কর্মীদের পরিবারের সদস্য।
কোরোনা থাবা বসানোর পর হাসপাতালের এই কর্মী আবাসন এলাকা কনটেনমেন্ট জ়োন হিসাবে চিহ্নিত । এই আবাসনে সংক্রমণ বেড়েই চলেছে। রবিবার জানা গেছে, আবাসনের আরও চারজন COVID-19-এ আক্রান্ত হয়েছেন । সূত্রের খবর, এই চারজনের মধ্যে একজন হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মী। বাকি তিনজন কর্মী-পরিবারের সদস্য। হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মীদের এই আবাসনে এভাবে সংক্রমণের ঘটনা বেড়ে চলায় এখানকার আবাসিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।