ETV Bharat / state

বাংলাদেশ থেকে পাচার হওয়া সোনা সহ গ্রেপ্তার 4 - 6 kg Gold and 98 lakh cash recovered

কলকাতার সদর স্ট্রিট থেকে উদ্ধার 6 কেজি 330 গ্রাম সোনা ও নগদ 98 লাখ টাকা । গ্রেপ্তার চার ।

ধৃত পাচার চক্রের চার পান্ডা
author img

By

Published : Aug 20, 2019, 7:29 PM IST

কলকাতা, ২০ অগাস্ট : বড়সড় সোনা পাচার চক্রের পর্দা ফাঁস । কলকাতায় উদ্ধার হল ৬ কেজি ৩৩০ গ্রাম সোনার বিস্কুট । যার বাজার মূল্য ২ কোটি ৪৪ লাখ টাকা । কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্সের অপারেশনে গ্রেপ্তার করা হয়েছে এই পাচার চক্রের চার পান্ডাকে।

STF সূত্রে জানা গেছে, বিশেষ সূত্রে খবর পেয়ে আজ দুপুরে কলকাতার সদর স্ট্রিটে হানা দেয় STF । তাদের কাছে খবর ছিল প্রচুর সোনা ঢুকেছে শহরে । বাংলাদেশ থেকে সড়ক পথে ঢুকেছে ওই সোনা । সেই মতোই STF-র আধিকারিকরা হানা দেয় সদর স্ট্রিটে । সেখান থেকেই আটক করা হয় সৈকত অধিকারী, মলয় ভৌমিক, পার্থ ভৌমিক এবং সুব্রত অধিকারীদের । এদের মধ্যে সৈকত এবং সুব্রত হাওড়ার উলুবেড়িয়ার বাসিন্দা । মলয় এবং পার্থ দক্ষিণ 24 পরগনা নোদাখালির । আটকের পর তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে উদ্ধার হয় সোনা । সঙ্গে নগদ 98 লাখ টাকা ।

gold
উদ্ধার হওয়া সোনা ও নগদ টাকা

ধৃতদের জেরা করে পুলিশ জানতে পারে, বাংলাদেশ থেকেই এসেছিল ওই সোনা । তবে, বাংলাদেশ থেকে কীভাবে ওই সোনা শহরে ঢুকে ছিল তা এখনও জানা যায়নি । পুলিশ ধৃতদের জেরা করে এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কি নাতা জানা চেষ্টা করছে ।

কলকাতা, ২০ অগাস্ট : বড়সড় সোনা পাচার চক্রের পর্দা ফাঁস । কলকাতায় উদ্ধার হল ৬ কেজি ৩৩০ গ্রাম সোনার বিস্কুট । যার বাজার মূল্য ২ কোটি ৪৪ লাখ টাকা । কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্সের অপারেশনে গ্রেপ্তার করা হয়েছে এই পাচার চক্রের চার পান্ডাকে।

STF সূত্রে জানা গেছে, বিশেষ সূত্রে খবর পেয়ে আজ দুপুরে কলকাতার সদর স্ট্রিটে হানা দেয় STF । তাদের কাছে খবর ছিল প্রচুর সোনা ঢুকেছে শহরে । বাংলাদেশ থেকে সড়ক পথে ঢুকেছে ওই সোনা । সেই মতোই STF-র আধিকারিকরা হানা দেয় সদর স্ট্রিটে । সেখান থেকেই আটক করা হয় সৈকত অধিকারী, মলয় ভৌমিক, পার্থ ভৌমিক এবং সুব্রত অধিকারীদের । এদের মধ্যে সৈকত এবং সুব্রত হাওড়ার উলুবেড়িয়ার বাসিন্দা । মলয় এবং পার্থ দক্ষিণ 24 পরগনা নোদাখালির । আটকের পর তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে উদ্ধার হয় সোনা । সঙ্গে নগদ 98 লাখ টাকা ।

gold
উদ্ধার হওয়া সোনা ও নগদ টাকা

ধৃতদের জেরা করে পুলিশ জানতে পারে, বাংলাদেশ থেকেই এসেছিল ওই সোনা । তবে, বাংলাদেশ থেকে কীভাবে ওই সোনা শহরে ঢুকে ছিল তা এখনও জানা যায়নি । পুলিশ ধৃতদের জেরা করে এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কি নাতা জানা চেষ্টা করছে ।

Intro:কলকাতা, ২০ অগাস্ট: বড়সড় সোনা স্মাগলিং চক্রের পর্দা ফাঁস। কলকাতায় উদ্ধার হল ৬ কেজি ৩৩০ গ্রাম সোনার বিস্কুট। যার বাজার মূল্য ২ কোটি ৪৪ লাখ টাকা! কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্সের অপারেশনে গ্রেপ্তার করা হয়েছে স্মাগলিং চক্রের ৪ পান্ডাকে। Body:STF সূত্রে জানা গেছে, বিশেষ সূত্রে খবর পেয়ে আজ দুপুরে কলকাতার সদর স্ট্রিটে হানা দেয় তদন্তকারী দল। স্পেশাল টাস্কফোর্সের কাছে খবর ছিল বড়সড় স্মাগলিংয়ের প্রচুর সোনা ঢুকেছে শহরে। বাংলাদেশ থেকে সড়ক পথে ঢুকেছে সোনা। সেই মত হানা দেওয়া হয় সদর স্ট্রিটে। সেখানে আটক করা হয় চার ব্যক্তিকে। তাদের নাম সৈকত অধিকারী, মলয় ভৌমিক, পার্থ ভৌমিক এবং সুব্রত অধিকারী। এদের মধ্যে সৈকত এবং সুব্রত থাকে হাওড়ার উলুবেড়িয়ার। আর মলয় এবং পার্থ থাকে দক্ষিণ 24 পরগনা নোদাখালীতে। তাদের কাছে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় সোনা। উদ্ধার হয়েছে 98 লাখ টাকা নগদ। ওই চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্স।
Conclusion:ধৃতদের জেরা করে পুলিশ জানতে পারে বাংলাদেশ থেকেই আসছিল ওই সোনা। বাংলাদেশ থেকে কিভাবে ওই সোনা শহরে ঢুকে ছিল তা জানার চেষ্টা করছে স্পেশাল টাস্কফোর্স। এই চক্রের আরো কারা জড়িত আছে তার খোঁজ চলছে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.