কলকাতা, ২০ অগাস্ট : বড়সড় সোনা পাচার চক্রের পর্দা ফাঁস । কলকাতায় উদ্ধার হল ৬ কেজি ৩৩০ গ্রাম সোনার বিস্কুট । যার বাজার মূল্য ২ কোটি ৪৪ লাখ টাকা । কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্সের অপারেশনে গ্রেপ্তার করা হয়েছে এই পাচার চক্রের চার পান্ডাকে।
STF সূত্রে জানা গেছে, বিশেষ সূত্রে খবর পেয়ে আজ দুপুরে কলকাতার সদর স্ট্রিটে হানা দেয় STF । তাদের কাছে খবর ছিল প্রচুর সোনা ঢুকেছে শহরে । বাংলাদেশ থেকে সড়ক পথে ঢুকেছে ওই সোনা । সেই মতোই STF-র আধিকারিকরা হানা দেয় সদর স্ট্রিটে । সেখান থেকেই আটক করা হয় সৈকত অধিকারী, মলয় ভৌমিক, পার্থ ভৌমিক এবং সুব্রত অধিকারীদের । এদের মধ্যে সৈকত এবং সুব্রত হাওড়ার উলুবেড়িয়ার বাসিন্দা । মলয় এবং পার্থ দক্ষিণ 24 পরগনা নোদাখালির । আটকের পর তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে উদ্ধার হয় সোনা । সঙ্গে নগদ 98 লাখ টাকা ।
![gold](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/wb-kol-02-goldrecovered-7201045_20082019175141_2008f_1566303701_692.jpg)
ধৃতদের জেরা করে পুলিশ জানতে পারে, বাংলাদেশ থেকেই এসেছিল ওই সোনা । তবে, বাংলাদেশ থেকে কীভাবে ওই সোনা শহরে ঢুকে ছিল তা এখনও জানা যায়নি । পুলিশ ধৃতদের জেরা করে এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কি নাতা জানা চেষ্টা করছে ।