কলকাতা, 4 জুলাই: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ওমপ্রকাশ মিশ্রের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক ও শিক্ষামহলে। আর্থিক তছরুপের পাশাপাশি একাধিক অভিযোগ তোলা হয়েছে তাঁর বিরুদ্ধে। তবে এবার প্রাক্তন এই উপাচার্যের পাশে দাঁড়ালেন অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্যরা। রাজভবনে চিঠি মারফত তাঁরা নিজেদের অবস্থান জানিয়েছেন ৷
সম্প্রতি উত্তরবঙ্গ সফরে এসে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে এক বৈঠকে যোগ দেন রাজ্যপাল । সেই বৈঠকেই উঠে আসে ওমপ্রকাশ মিশ্রের প্রসঙ্গ। ওমপ্রকাশ মিশ্র উপাচার্য থাকাকালীন জমি বিবাদে উত্তাল হয়ে উঠেছিল এই বিশ্ববিদ্যালয় । বিশ্ববিদ্যালয়ের জমি, হোটেল ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের জন্য বেসরকারী সংস্থার হাতে তুলে দেওয়া হচ্ছিল বলে অভিযোগ ওঠে । যদিও পরে এই পরিকল্পনা বাতিল করা হয়।
সূত্রের খবর, ওমপ্রকাশের মেয়াদ থাকাকালীন বিশ্ববিদ্যালয়ের খরচ থেকে বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্ত, সব বিষয়েই তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যপাল। যদিও এই বিষয়ে কোনও লিখিত নোটিশ তাঁকে দেওয়া হয়নি বলেই জানিয়েছিলেন প্রাক্তন উপাচার্য ওমপ্রকাশ মিশ্র ৷ তাঁর কথায়, "এই তদন্তের কথা সম্মানীয় আচার্য রাজভবনের হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাচ্ছেন। অথচ এই তদন্তের ব্যাপারে আমাকে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। এটা কি আইনসম্মত ? এভাবে কি আচার্যের দফতর পরিচালিত হয় ? কেন আমি এখনও কোনও চিঠি পেলাম না ? এইসব প্রশ্নের উত্তর আমার জানার ইচ্ছে রয়েছে।"
এরপরেই সরব হয়েছেন অনান্য বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্যরা ৷ তাঁদের পক্ষ থেকে একটি চিঠি প্রকাশিত করা হয়েছে। যেখানে বলা হয়েছে, "ওমপ্রকাশ মিশ্র নিজের যোগ্যতায় সুন্দরভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও পরবর্তীকালে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দ্বায়িত্ব পালন করেছেন। এখন তাঁর বাজে একটা ছবি তৈরি করার চেষ্টা চলছে। তবে আমরা অধ্যাপক মিশ্রের সঙ্গে আছি ।"
আরও পড়ুন: অভিন্ন দেওয়ানি বিধি দেশকে আরও বেঁধে রাখবে, দাবি ধনকড়ের
তালিকায় নাম রয়েছে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য দেবনারায়ণ বন্দ্যোপাধ্যায়, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য রজ্ঞন চক্রবর্তী, ডায়মন্ড হারবারের গার্লস বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অনুরাধা মুখোপাধ্যায়, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য আশুতোষ ঘোষ, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি গৌতম পাল ও পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের সভাপতি মলয়েন্দু সাহা-সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্যরা ওমপ্রকাশের পাশে থেকে রাজ্যপালকে চিঠি লিখেছেন ।