কলকাতা, 23 সেপ্টেম্বর : কলকাতা পুলিশের রিজ়ার্ভ ফোর্সের কনস্টেবল পদে কর্মরত ছিলেন । সার্ভিস রুলের নিয়মবহির্ভূত কাজকর্মের জন্য 2006 সালে চাকরি যায় জয়ন্ত দত্তর । এবার চাকরি দেওয়ার নামে প্রতারণা চক্রে গ্রেপ্তার করা হল জয়ন্তকে । চক্রের মূল পান্ডাকে গ্রেপ্তার করা হয়েছিল আগেই ।
চাকরি দেওয়ার নামে এক যুবকের কাছ থেকে তিন লাখ টাকা নিয়েছিলেন জয়ন্ত । বলা হয়েছিল, কলকাতা পুলিশের কনস্টেবল পদে চাকরি করিয়ে দেবেন তিনি । পরে ওই যুবক বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার । অবশেষে জুলাই মাসে মুচিপাড়া থানায় অভিযোগ দায়ের করেন ওই যুবক । মামলার তদন্ত ভার নেয় গোয়েন্দা বিভাগ । ওই যুবকের অভিযোগে উৎপল রায় নামে এক ব্যক্তির নাম ছিল । সঙ্গে ছিল জয়ন্তর নাম । তদন্তে নেমে পুলিশ বুঝতে পারে চাকরি দেওয়ার নামে প্রতারণা চক্রের মাথা উৎপল । বহু বেকার যুবক-যুবতিকে প্রতারণার জালে ফাঁসিয়েছেন তিনি । লুটে নিয়েছেন লাখ লাখ টাকা । জুলাই মাসেই গ্রেপ্তার করা হয় উৎপলকে ।
তখন থেকেই খোঁজ চলছিল প্রাক্তন পুলিশ কনস্টেবল জয়ন্তর । গতরাতে প্রিন্স আনোয়ার শাহ রোড সাউথ সিটি মলে শপিং করতে গিয়েছিলেন জয়ন্ত । খবর পায় পুলিশ । দ্রুত জানানো হয় যাদবপুর থানাকে । সেখান থেকেই পুলিশ তাঁকে গ্রেপ্তার করে । আজ ব্যাঙ্কশাল আদালতে তোলা হবে ।