ETV Bharat / state

লাখ লাখ টাকা লুটে গ্রেপ্তার বরখাস্ত পুলিশকর্মী - চাকরি দেওয়ার নামে প্রতারণায় গ্রেপ্তার প্রাক্তন পুলিশকর্মী

খোঁজ চলছিল প্রাক্তন পুলিশ কনস্টেবল জয়ন্তর । গতরাতে প্রিন্স আনোয়ার শাহ রোড সাউথ সিটি মলে শপিং করতে গিয়েছিলেন জয়ন্ত । খবর পায় পুলিশ । দ্রুত জানানো হয় যাদবপুর থানাকে । সেখান থেকেই পুলিশ তাঁকে গ্রেপ্তার করে ।

গ্রেপ্তার পুলিশকর্মী
author img

By

Published : Sep 23, 2019, 3:00 PM IST

কলকাতা, 23 সেপ্টেম্বর : কলকাতা পুলিশের রিজ়ার্ভ ফোর্সের কনস্টেবল পদে কর্মরত ছিলেন । সার্ভিস রুলের নিয়মবহির্ভূত কাজকর্মের জন্য 2006 সালে চাকরি যায় জয়ন্ত দত্তর । এবার চাকরি দেওয়ার নামে প্রতারণা চক্রে গ্রেপ্তার করা হল জয়ন্তকে । চক্রের মূল পান্ডাকে গ্রেপ্তার করা হয়েছিল আগেই ।

চাকরি দেওয়ার নামে এক যুবকের কাছ থেকে তিন লাখ টাকা নিয়েছিলেন জয়ন্ত । বলা হয়েছিল, কলকাতা পুলিশের কনস্টেবল পদে চাকরি করিয়ে দেবেন তিনি । পরে ওই যুবক বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার । অবশেষে জুলাই মাসে মুচিপাড়া থানায় অভিযোগ দায়ের করেন ওই যুবক । মামলার তদন্ত ভার নেয় গোয়েন্দা বিভাগ । ওই যুবকের অভিযোগে উৎপল রায় নামে এক ব্যক্তির নাম ছিল । সঙ্গে ছিল জয়ন্তর নাম । তদন্তে নেমে পুলিশ বুঝতে পারে চাকরি দেওয়ার নামে প্রতারণা চক্রের মাথা উৎপল । বহু বেকার যুবক-যুবতিকে প্রতারণার জালে ফাঁসিয়েছেন তিনি । লুটে নিয়েছেন লাখ লাখ টাকা । জুলাই মাসেই গ্রেপ্তার করা হয় উৎপলকে ।

তখন থেকেই খোঁজ চলছিল প্রাক্তন পুলিশ কনস্টেবল জয়ন্তর । গতরাতে প্রিন্স আনোয়ার শাহ রোড সাউথ সিটি মলে শপিং করতে গিয়েছিলেন জয়ন্ত । খবর পায় পুলিশ । দ্রুত জানানো হয় যাদবপুর থানাকে । সেখান থেকেই পুলিশ তাঁকে গ্রেপ্তার করে । আজ ব্যাঙ্কশাল আদালতে তোলা হবে ।

কলকাতা, 23 সেপ্টেম্বর : কলকাতা পুলিশের রিজ়ার্ভ ফোর্সের কনস্টেবল পদে কর্মরত ছিলেন । সার্ভিস রুলের নিয়মবহির্ভূত কাজকর্মের জন্য 2006 সালে চাকরি যায় জয়ন্ত দত্তর । এবার চাকরি দেওয়ার নামে প্রতারণা চক্রে গ্রেপ্তার করা হল জয়ন্তকে । চক্রের মূল পান্ডাকে গ্রেপ্তার করা হয়েছিল আগেই ।

চাকরি দেওয়ার নামে এক যুবকের কাছ থেকে তিন লাখ টাকা নিয়েছিলেন জয়ন্ত । বলা হয়েছিল, কলকাতা পুলিশের কনস্টেবল পদে চাকরি করিয়ে দেবেন তিনি । পরে ওই যুবক বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার । অবশেষে জুলাই মাসে মুচিপাড়া থানায় অভিযোগ দায়ের করেন ওই যুবক । মামলার তদন্ত ভার নেয় গোয়েন্দা বিভাগ । ওই যুবকের অভিযোগে উৎপল রায় নামে এক ব্যক্তির নাম ছিল । সঙ্গে ছিল জয়ন্তর নাম । তদন্তে নেমে পুলিশ বুঝতে পারে চাকরি দেওয়ার নামে প্রতারণা চক্রের মাথা উৎপল । বহু বেকার যুবক-যুবতিকে প্রতারণার জালে ফাঁসিয়েছেন তিনি । লুটে নিয়েছেন লাখ লাখ টাকা । জুলাই মাসেই গ্রেপ্তার করা হয় উৎপলকে ।

তখন থেকেই খোঁজ চলছিল প্রাক্তন পুলিশ কনস্টেবল জয়ন্তর । গতরাতে প্রিন্স আনোয়ার শাহ রোড সাউথ সিটি মলে শপিং করতে গিয়েছিলেন জয়ন্ত । খবর পায় পুলিশ । দ্রুত জানানো হয় যাদবপুর থানাকে । সেখান থেকেই পুলিশ তাঁকে গ্রেপ্তার করে । আজ ব্যাঙ্কশাল আদালতে তোলা হবে ।

Intro:কলকাতা, 23 সেপ্টেম্বর: কলকাতা পুলিশের রিজার্ভ ফোর্স কনস্টেবল পদে কর্মরত ছিলেন। সার্ভিস রুলের নিয়মবহির্ভূত কাজকর্মের জন্য 2006 সালে চাকরি যায় জয়ন্ত দত্তর। এবার চাকরি দেওয়ার নামে প্রতারণা চক্রে গ্রেপ্তার করা হল জয়ন্তকে। চক্রের মূল পান্ডাকে গ্রেপ্তার করা হয়েছিল আগেই।Body:চাকরি দেওয়ার নামে এক যুবকের কাছ থেকে তিন লাখ টাকা নিয়েছিলেন জয়ন্ত। বলা হয়েছিল, কলকাতা পুলিশের কনস্টেবল পদে চাকরি করিয়ে দেবেন তিনি। পরে ওই যুবক বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার। অবশেষে গত জুলাই মাসে মুচিপাড়া থানায় অভিযোগ দায়ের করেন ওই যুবক। মামলার তদন্ত ভার নেয় গোয়েন্দা বিভাগ। ওই যুবকের অভিযোগে উৎপল রায় নামে এক ব্যক্তির নাম ছিল। সঙ্গে ছিল জয়ন্তর নাম। তদন্তে নেমে পুলিশ বুঝতে পারে চাকরি দেওয়ার নামে প্রতারণা চক্রের মাথা উৎপল। বহু বেকার যুবক যুবতীকে প্রতারণার জালে ফাঁসিয়েছে সে। লুটে নিয়েছে লাখ লাখ টাকা। জুলাই মাসেই গ্রেপ্তার করা হয় উৎপলকে।
Conclusion:তখন থেকেই খোঁজ চলছিল প্রাক্তন পুলিশ কনস্টেবল জয়ন্তর। গতরাতে প্রিন্স আনোয়ার শাহ রোড সাউথ সিটি মলে শপিং করতে গিয়েছিলেন জয়ন্ত। খবর পায় পুলিশ। দ্রুত জানানো হয় যাদবপুর থানাকে। সেখান থেকেই পুলিশ তাকে গ্রেপ্তার করে। ধৃতকে আজ ব্যাঙ্কশাল আদালতে তোলা হবে।


ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.