কলকাতা, 29 মার্চ : বিশ্বের এই ভয়াবহ পরিস্থিতির কথা আগেই আঁচ করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য ৷ বেশ কয়েক মাস আগে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য লিখেছিলেন, "স্বর্গের নিচে মহাবিশৃঙ্খলা" । দূরদর্শিতার সঙ্গে প্রমাণ করেছিলেন সেদিন, ভয়ঙ্কর দিকে এগিয়ে যাচ্ছে চিন ৷
এখন কমিউনিস্টরা আর চিনকে বন্ধু মনে করে না । বরং স্বর্গের নিচে মহাবিশৃঙ্খলার নায়ক হিসেবে চিনের দিকেই আঙুল তোলে তারা । আঙুল তোলার অগ্রণী ভূমিকা পালন করেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য । তাঁর প্রণীত স্বর্গের নিচে মহাবিশৃঙ্খলায় ছত্রে ছত্রে রয়েছে চিনের সামাজিক অবক্ষয়ের কথা । বিপ্লবোত্তর চিনের অধঃপতনের কথা । আজকের বিশ্বব্যাপী এই পরিস্থিতির আগাম আশঙ্কা তিনি করেছিলেন । হতবাক হচ্ছেন ! তবে, আশ্চর্য হওয়ার জায়গা নেই । প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য গত কয়েক মাস আগে পুজোর সময় যে বইটি লিখেছিলেন তাতেই ছিল এই শব্দগুচ্ছ ৷
কয়েক মাস পরে দেখা যাচ্ছে তাঁর "মহাবিশৃঙ্খলা " বিশ্বব্যাপী সত্যিতে পরিণত হল । বইয়ের পাতায় পাতায় বুদ্ধদেব ভট্টাচার্য অনেক আগেই চিনের যে নানা রকম দুরভিসন্ধিমূলক কাজ তার কথাও লিপিবদ্ধ করেছেন । ছত্রে ছত্রে তাঁর বর্ণনা রয়েছে । যা ছিল লেখার পাতায় তা বাস্তবে পরিণত হল । নিন্দুকেরা বলছেন, চিন থেকে ছড়িয়েছে কোরোনা ভাইরাসের সংক্রমণ । এর প্রভাবেই ক্ষতিগ্রস্ত সমগ্র বিশ্ব । বিপন্ন মানব সভ্যতা । চিনের সামাজিক অবক্ষয়ের অনুমান আগেই বুদ্ধদেববাবু করেছিলেন । আজ তিনি অন্তরালে । তাঁর বর্ণিত চিনের যাবতীয় কর্মকাণ্ডের সেই রূপ প্রকাশ পাচ্ছে ক্রমশ । যার ফল ভোগ করছে পৃথিবী এবং মানব সভ্যতা ৷