ETV Bharat / state

নারী অধিকার ও উন্নয়নের মুখ প্রাক্তন আফগান শিক্ষামন্ত্রী থাকছেন বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে

আফগানিস্তানের প্রাক্তন শিক্ষামন্ত্রী রাঙ্গিনা হামিদি আজ আমন্ত্রিত বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে ৷ তিনি নারী অধিকার ও উন্নয়ন নিয়ে লড়াইয়ের অন্যতম মুখ ৷

Former Afghanistan Education Minister Rangina Hamidi
রাঙ্গিনা হামিদি
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 21, 2023, 2:18 PM IST

Updated : Nov 21, 2023, 2:54 PM IST

কলকাতা, 21 নভেম্বর: ব্যবসার মঞ্চ হলেও আজ বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আলোচনার অন্যতম প্রধান আকর্ষণ হতে চলেছেন আফগানিস্তানের প্রাক্তন শিক্ষামন্ত্রী রাঙ্গিনা হামিদি । এই মুহূর্তে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা ৷ নারী অধিকার ও উন্নয়ন নিয়ে লড়াইয়ের মুখ রাঙ্গিনা হামিদিকে আমন্ত্রণ জানিয়েছে রাজ্য সরকার ৷

2021 সালে তালিবান সরকার ক্ষমতা দখল করার আগে তিনি আফগানিস্তানের শিক্ষামন্ত্রকের দায়িত্বে ছিলেন । তবে প্রাক্তন শিক্ষামন্ত্রীর জন্য শুধু এই পরিচয় যথেষ্ট নয় । বছর 45-এর এই মহিলাই সে দেশের মহিলাদের ক্ষমতায়নে অন্যতম গুরুত্বপূর্ণ মুখ । আফগানিস্তানে সময়ে সময়ে পরিবর্তিত রাজনৈতিক পরিবেশ, পরিবার পরিজনকে হারানোর পরেও তাঁর উঠে আসার কাহিনী রীতিমতো অনুপ্রেরণার কারণ হতে পারে । মূলত এ কথা মাথায় রেখেই তাঁকে রাষ্ট্রীয় অতিথি হিসেবে এই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে । আজ পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন নিগমের তরফ থেকে এ কথা জানানো হয়েছে ।

নিগমের এক আধিকারিকের কথায়, শিল্প ও বাণিজ্যের মঞ্চ হলেও নারীর ক্ষমতায়নের অন্যতম গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা হতে পারেন এই হামিদি ৷ সেই কারণেই তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে । তথ্য বলছে, হামিদির বাবা জীবদ্দশায় কান্দাহার শহরের মেয়র ছিলেন । 2011 সালে তালিবানের হাতেই খুন হতে হয়েছিল তাঁকে । জীবন রক্ষার তাগিদে রাঙ্গিনা হামিদিকে একটা সময় দেশ ছাড়তে হয়েছিল ৷ পাকিস্তানের কোয়েটায় তিনি দীর্ঘদিন ছিলেন ৷

পরে অবশ্য তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যান । সেখানে গিয়ে ধর্মীয় শিক্ষা ও নারীর অধিকারের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পড়াশোনা করেন । ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়া এই স্কলার হামিদ কারজাইয়ের সময় আফগানিস্তানের শিক্ষামন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন । সে সময় সফলভাবে নারীর অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ কাজ করেন তিনি ।

পরবর্তীতে 2021 সালে তালিবান ক্ষমতা দখল করার পর তিনি আবার দেশ ছাড়তে বাধ্য হন । তবে বিদেশে থাকলেও সে দেশের মহিলাদের অধিকার রক্ষা এবং উন্নয়নের কাজ তিনি চালিয়ে যাচ্ছেন ৷ মূলত এই বিষয়গুলি সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করতেই তাঁকে এই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে ।

আরও পড়ুন:

  1. আসছেন মুকেশ আম্বানি, বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন শুরুর আগেই 7600 কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব
  2. বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে এবার শুধু শিক্ষাক্ষেত্রেই হতে পারে 62 নতুন চুক্তি

কলকাতা, 21 নভেম্বর: ব্যবসার মঞ্চ হলেও আজ বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আলোচনার অন্যতম প্রধান আকর্ষণ হতে চলেছেন আফগানিস্তানের প্রাক্তন শিক্ষামন্ত্রী রাঙ্গিনা হামিদি । এই মুহূর্তে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা ৷ নারী অধিকার ও উন্নয়ন নিয়ে লড়াইয়ের মুখ রাঙ্গিনা হামিদিকে আমন্ত্রণ জানিয়েছে রাজ্য সরকার ৷

2021 সালে তালিবান সরকার ক্ষমতা দখল করার আগে তিনি আফগানিস্তানের শিক্ষামন্ত্রকের দায়িত্বে ছিলেন । তবে প্রাক্তন শিক্ষামন্ত্রীর জন্য শুধু এই পরিচয় যথেষ্ট নয় । বছর 45-এর এই মহিলাই সে দেশের মহিলাদের ক্ষমতায়নে অন্যতম গুরুত্বপূর্ণ মুখ । আফগানিস্তানে সময়ে সময়ে পরিবর্তিত রাজনৈতিক পরিবেশ, পরিবার পরিজনকে হারানোর পরেও তাঁর উঠে আসার কাহিনী রীতিমতো অনুপ্রেরণার কারণ হতে পারে । মূলত এ কথা মাথায় রেখেই তাঁকে রাষ্ট্রীয় অতিথি হিসেবে এই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে । আজ পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন নিগমের তরফ থেকে এ কথা জানানো হয়েছে ।

নিগমের এক আধিকারিকের কথায়, শিল্প ও বাণিজ্যের মঞ্চ হলেও নারীর ক্ষমতায়নের অন্যতম গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা হতে পারেন এই হামিদি ৷ সেই কারণেই তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে । তথ্য বলছে, হামিদির বাবা জীবদ্দশায় কান্দাহার শহরের মেয়র ছিলেন । 2011 সালে তালিবানের হাতেই খুন হতে হয়েছিল তাঁকে । জীবন রক্ষার তাগিদে রাঙ্গিনা হামিদিকে একটা সময় দেশ ছাড়তে হয়েছিল ৷ পাকিস্তানের কোয়েটায় তিনি দীর্ঘদিন ছিলেন ৷

পরে অবশ্য তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যান । সেখানে গিয়ে ধর্মীয় শিক্ষা ও নারীর অধিকারের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পড়াশোনা করেন । ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়া এই স্কলার হামিদ কারজাইয়ের সময় আফগানিস্তানের শিক্ষামন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন । সে সময় সফলভাবে নারীর অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ কাজ করেন তিনি ।

পরবর্তীতে 2021 সালে তালিবান ক্ষমতা দখল করার পর তিনি আবার দেশ ছাড়তে বাধ্য হন । তবে বিদেশে থাকলেও সে দেশের মহিলাদের অধিকার রক্ষা এবং উন্নয়নের কাজ তিনি চালিয়ে যাচ্ছেন ৷ মূলত এই বিষয়গুলি সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করতেই তাঁকে এই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে ।

আরও পড়ুন:

  1. আসছেন মুকেশ আম্বানি, বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন শুরুর আগেই 7600 কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব
  2. বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে এবার শুধু শিক্ষাক্ষেত্রেই হতে পারে 62 নতুন চুক্তি
Last Updated : Nov 21, 2023, 2:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.