ETV Bharat / state

আলিপুর চিড়িয়াখানায় বসতে চলেছে ব্রেইলবোর্ড, যা দেশে এই প্রথম!

Braille board at Alipore Zoo: এবার নিজেরাই পড়ে জানতে পারবেন কোনটা কী পশু বা পাখি ৷ দৃষ্টিহীনদের জন্য আলিপুর চিড়িয়াখানায় বসতে চলেছে ব্রেইলবোর্ড ৷ নতুন বছরে এই বোর্ড বসানের পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের ৷

Alipore Zoo
আলিপুর চিড়িয়াখানা
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 31, 2023, 4:23 PM IST

কলকাতা, 31 ডিসেম্বর: বছর শেষে দৃষ্টিহীনদের জন্য দারুন সুখবর ৷ কোনটা কী পশু, তার সমন্ধ্যে যাবতীয় তথ্য এবার জানতে আর অন্যের উপর নির্ভর করতে হবে না ৷ নিজেরাই সে বিষয়ে পড়ে নিতে পারবেন বিশেষভাবে সক্ষমরা ৷ কারণ দেশে প্রথম কোনও চিড়িয়াখানায় বসতে চলেছে ব্রেইল বোর্ড । আর এই সৌভাগ্য হচ্ছে কলকাতার আলিপুর চিড়িয়াখানার ৷ নতুন বছরের মিলবে এই সুযোগ ৷ জানুয়ারি থেকেই ব্রেইলে লেখা বোর্ড স্থাপন করা হবে আলিপুর চিড়িয়াখানায় । মূলত, দৃষ্টিহীন দর্শকদের আরও আনন্দ দেওয়ার কথা মাথায় রেখেই এই পদক্ষেপ নিতে চলেছে কর্তৃপক্ষ ।

আলিপুর চিড়িয়াখানার ডিরেক্টর শুভঙ্কর সেনগুপ্ত ইটিভি ভারতকে বলেন,"বহু জায়গা থেকে দলে দলে দৃষ্টিহীন দর্শকরা আলিপুর চিড়িয়াখানায় আসেন । অনেক ক্ষেত্রে তাঁরা বুঝতে পারেন না কোন জন্তু বা পাখির খাঁচার বাইরে দাঁড়িয়ে আছেন । অনেকসময় ডাক শুনে বুঝতে পারলেও সেই পশু বা পাখি সম্পর্কে বিস্তারিত তথ্য গ্রহণ করতে পারেন না তাঁরা । তাই তাঁদের কথা মাথায় রেখেই আমাদের এই উদ্যোগ । কাজ চলছে ৷ আশা করছি নতুন বছরে শুরুতেই খাঁচার বাইরে বোর্ড বসানো শুরু করতে পারব ।"

এতদিন কেন এই বোর্ড বসানো হয়নি? এ বিষয়ে চিড়িয়াখানা কর্তৃপক্ষ মুখ না খুললেও সূত্রের দাবি, এতদিন হয়তো সেভাবে উদ্যোগ নেওয়া হয়নি । সম্প্রতি হুগলির এক সমাজসেবক 90 জন দৃষ্টিহীনকে আলিপুর চিড়িয়াখানায় ঘোরাতে নিয়ে আসেন । তখন তিনি অনুধাবন করেন, দৃষ্টিহীনদের সুবিধায় চিড়িয়াখানায় সেরকম কোনও পরিকাঠামোই নেই । কারণ, 90 জন দৃষ্টিহীন চিড়িয়াখানায় গেলেও তাঁরা বুঝে উঠতে পারেননি কোনটা পাখির খাঁচা কোনটা পশুর খাঁচা ।

এই সমস্যা বুঝে আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে ব্রেইল বোর্ড বসানোর অনুরোধ করেন ওই ব্যক্তি । যাতে পশুপাখিরা নিজেদের খাঁচার ভিতর থাকা অবস্থায় না ডাকলেও অন্তত কোন খাঁচার বাইরে দৃষ্টিহীন দর্শকরা দাঁড়িয়ে রয়েছেন এবং সেই পশু পাখির বৈশিষ্ট্যই বা কী, সে বিষয়ে বিস্তারিত তথ্য ব্রেইলবোর্ডের হাত রেখে অনুধাবন করতে পারে তাঁরা । চিড়িয়াখানা সূত্রে জানা গিয়েছে, নতুন বছরে আরও কিছু আকর্ষণীয় জীবজন্তু চিড়িয়াখানা আনার চেষ্টা চলছে । পরিকাঠামোগত পরিবর্তনের একটা পরিকল্পনাও করা হচ্ছে । কিন্তু বাস্তবায়নের পর্যায়ে না আসলে এখনই এ বিষয়ে কিছু বলা যাবে না বলে জানান ডিরেক্টর শুভঙ্কর সেনগুপ্ত ।

আরও পড়ুন:

  1. বড়দিনের ভিড়ে মন ভরল না চিড়িয়াখানা কর্তৃপক্ষের, একদিনে দর্শকসংখ্যা কমল 10 হাজার
  2. আলোর উৎসবে জীবজন্তুদের কষ্ট না দেওয়ার আবেদন আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষের
  3. কলকাতায় দ্বিতীয় চিড়িয়াখানা, টেক্কা দেবে আলিপুরকে

কলকাতা, 31 ডিসেম্বর: বছর শেষে দৃষ্টিহীনদের জন্য দারুন সুখবর ৷ কোনটা কী পশু, তার সমন্ধ্যে যাবতীয় তথ্য এবার জানতে আর অন্যের উপর নির্ভর করতে হবে না ৷ নিজেরাই সে বিষয়ে পড়ে নিতে পারবেন বিশেষভাবে সক্ষমরা ৷ কারণ দেশে প্রথম কোনও চিড়িয়াখানায় বসতে চলেছে ব্রেইল বোর্ড । আর এই সৌভাগ্য হচ্ছে কলকাতার আলিপুর চিড়িয়াখানার ৷ নতুন বছরের মিলবে এই সুযোগ ৷ জানুয়ারি থেকেই ব্রেইলে লেখা বোর্ড স্থাপন করা হবে আলিপুর চিড়িয়াখানায় । মূলত, দৃষ্টিহীন দর্শকদের আরও আনন্দ দেওয়ার কথা মাথায় রেখেই এই পদক্ষেপ নিতে চলেছে কর্তৃপক্ষ ।

আলিপুর চিড়িয়াখানার ডিরেক্টর শুভঙ্কর সেনগুপ্ত ইটিভি ভারতকে বলেন,"বহু জায়গা থেকে দলে দলে দৃষ্টিহীন দর্শকরা আলিপুর চিড়িয়াখানায় আসেন । অনেক ক্ষেত্রে তাঁরা বুঝতে পারেন না কোন জন্তু বা পাখির খাঁচার বাইরে দাঁড়িয়ে আছেন । অনেকসময় ডাক শুনে বুঝতে পারলেও সেই পশু বা পাখি সম্পর্কে বিস্তারিত তথ্য গ্রহণ করতে পারেন না তাঁরা । তাই তাঁদের কথা মাথায় রেখেই আমাদের এই উদ্যোগ । কাজ চলছে ৷ আশা করছি নতুন বছরে শুরুতেই খাঁচার বাইরে বোর্ড বসানো শুরু করতে পারব ।"

এতদিন কেন এই বোর্ড বসানো হয়নি? এ বিষয়ে চিড়িয়াখানা কর্তৃপক্ষ মুখ না খুললেও সূত্রের দাবি, এতদিন হয়তো সেভাবে উদ্যোগ নেওয়া হয়নি । সম্প্রতি হুগলির এক সমাজসেবক 90 জন দৃষ্টিহীনকে আলিপুর চিড়িয়াখানায় ঘোরাতে নিয়ে আসেন । তখন তিনি অনুধাবন করেন, দৃষ্টিহীনদের সুবিধায় চিড়িয়াখানায় সেরকম কোনও পরিকাঠামোই নেই । কারণ, 90 জন দৃষ্টিহীন চিড়িয়াখানায় গেলেও তাঁরা বুঝে উঠতে পারেননি কোনটা পাখির খাঁচা কোনটা পশুর খাঁচা ।

এই সমস্যা বুঝে আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে ব্রেইল বোর্ড বসানোর অনুরোধ করেন ওই ব্যক্তি । যাতে পশুপাখিরা নিজেদের খাঁচার ভিতর থাকা অবস্থায় না ডাকলেও অন্তত কোন খাঁচার বাইরে দৃষ্টিহীন দর্শকরা দাঁড়িয়ে রয়েছেন এবং সেই পশু পাখির বৈশিষ্ট্যই বা কী, সে বিষয়ে বিস্তারিত তথ্য ব্রেইলবোর্ডের হাত রেখে অনুধাবন করতে পারে তাঁরা । চিড়িয়াখানা সূত্রে জানা গিয়েছে, নতুন বছরে আরও কিছু আকর্ষণীয় জীবজন্তু চিড়িয়াখানা আনার চেষ্টা চলছে । পরিকাঠামোগত পরিবর্তনের একটা পরিকল্পনাও করা হচ্ছে । কিন্তু বাস্তবায়নের পর্যায়ে না আসলে এখনই এ বিষয়ে কিছু বলা যাবে না বলে জানান ডিরেক্টর শুভঙ্কর সেনগুপ্ত ।

আরও পড়ুন:

  1. বড়দিনের ভিড়ে মন ভরল না চিড়িয়াখানা কর্তৃপক্ষের, একদিনে দর্শকসংখ্যা কমল 10 হাজার
  2. আলোর উৎসবে জীবজন্তুদের কষ্ট না দেওয়ার আবেদন আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষের
  3. কলকাতায় দ্বিতীয় চিড়িয়াখানা, টেক্কা দেবে আলিপুরকে
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.