ETV Bharat / state

পোস্তায় উদ্ধার ভ্রূণ, তদন্তে কলকাতা পুলিশ - girl child

গতকাল সকাল সাড়ে দশটা নাগাদ বড়বাজারের পোস্তায় প্লাস্টিক মোড়ানো অবস্থায় উদ্ধার হল ভ্রূণ । ভ্রূণটি পুরুষ না কন্যা সন্তানের তা পরীক্ষা করার জন্য মাতৃমঙ্গল হাসপাতালে পাঠানো হয়েছে । ঘটনার তদন্তে নেমেছে কলকাতা পুলিশ ।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Jul 7, 2019, 5:49 AM IST

কলকাতা, 7 জুলাই : বড়বাজারের পোস্তায় উদ্ধার হল ভ্রুণ । গতকাল সকালে স্থানীয়দের নজরে আসতেই খবর দেওয়া হয় পোস্তা থানায় । পুলিশ এসে প্লাস্টিকে মোড়া সেই ভ্রূণ উদ্ধার করে । ভ্রূণটি পুরুষ না কন্যা সন্তানের তা পরীক্ষা করার জন্য মাতৃমঙ্গল হাসপাতালে পাঠানো হয়েছে ।

গতকাল সকাল সাড়ে দশটা নাগাদ 207/F রবীন্দ্র সরণীর কাছে প্লাস্টিক মোড়ানো অবস্থায় একটা কিছু দেখতে পায় স্থানীয়রা । সেটিকে কুকুর ধরে টানাটানি করছিল । স্থানীয়রা বুঝতে পারে, সেটি মানুষের ভ্রুণ । তৈরি হচ্ছে হাত-পাও । খবর যায় পোস্তা থানায় । পুলিশ এসে উদ্ধার করে সেই ভ্রূণ । প্রত্যক্ষদর্শীদের দাবি সেটি কন্যাভ্রূণই । পুলিশের প্রাথমিক অনুমানও তাই । পরীক্ষার জন্য তা হাসপাতালে পাঠানো হয়েছে ।

ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । কীভাবে এই ভ্রূণ হত্যা করা হল তাও খতিয়ে দেখা হচ্ছে । ভ্রূণ হত্যা রুখতে সরকারের তরফে প্রচার চালানো হলেও, একটা অংশের মানুষের কাছে তা পৌঁছচ্ছে না বলেই মত । এখনও আড়ালে আবডালে কন্যাভ্রূণ হত্যার অভিযোগ ওঠে । এটি সেই ধরনের ঘটনা কি না তারও তদন্ত চলছে ।

কলকাতা, 7 জুলাই : বড়বাজারের পোস্তায় উদ্ধার হল ভ্রুণ । গতকাল সকালে স্থানীয়দের নজরে আসতেই খবর দেওয়া হয় পোস্তা থানায় । পুলিশ এসে প্লাস্টিকে মোড়া সেই ভ্রূণ উদ্ধার করে । ভ্রূণটি পুরুষ না কন্যা সন্তানের তা পরীক্ষা করার জন্য মাতৃমঙ্গল হাসপাতালে পাঠানো হয়েছে ।

গতকাল সকাল সাড়ে দশটা নাগাদ 207/F রবীন্দ্র সরণীর কাছে প্লাস্টিক মোড়ানো অবস্থায় একটা কিছু দেখতে পায় স্থানীয়রা । সেটিকে কুকুর ধরে টানাটানি করছিল । স্থানীয়রা বুঝতে পারে, সেটি মানুষের ভ্রুণ । তৈরি হচ্ছে হাত-পাও । খবর যায় পোস্তা থানায় । পুলিশ এসে উদ্ধার করে সেই ভ্রূণ । প্রত্যক্ষদর্শীদের দাবি সেটি কন্যাভ্রূণই । পুলিশের প্রাথমিক অনুমানও তাই । পরীক্ষার জন্য তা হাসপাতালে পাঠানো হয়েছে ।

ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । কীভাবে এই ভ্রূণ হত্যা করা হল তাও খতিয়ে দেখা হচ্ছে । ভ্রূণ হত্যা রুখতে সরকারের তরফে প্রচার চালানো হলেও, একটা অংশের মানুষের কাছে তা পৌঁছচ্ছে না বলেই মত । এখনও আড়ালে আবডালে কন্যাভ্রূণ হত্যার অভিযোগ ওঠে । এটি সেই ধরনের ঘটনা কি না তারও তদন্ত চলছে ।

Intro:কলকাতা, ৬ জুলাই: ভ্রুণ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য বড়বাজারের পোস্তায়। সেটি কন্যা ভ্রুণ কিনা খতিয়ে দেখা হচ্ছে।প্রত্যক্ষদর্শীদের দাবি সেটি কন্যাভ্রূণই। পুলিশের প্রাথমিক অনুমানও তাই। তবে সেটিকে উদ্ধার করে পাঠানো হয়েছে হাসপাতালে। তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ।Body:স্থানীয় সূত্রে খবর, আজ সকাল সাড়ে দশটা নাগাদ প্লাস্টিকের মোড়ানো অবস্থায় একটা কিছু দেখতে পান স্থানীয় বাসিন্দারা। সেটিকে কুকুর ধরে টানাটানি করছিল। স্থানীয়রা বুঝতে পারেন সেটি মানুষের ভ্রুণ। তৈরি হচ্ছে হাত-পাও। খবর যায় পোস্তা থানায়। পুলিশ এসে ২০৭/F রবীন্দ্র সরণী থেকে উদ্ধার করে সেই ভ্রূণ। তারপর তা পাঠানো হয় মাতৃমঙ্গল হাসপাতালে।

Conclusion:পুলিশ সূত্রে খবর, চিকিৎসকদের কাছে এই ভ্রমণের খুঁটিনাটি সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। বলা হয়েছে এটি কন্যাভ্রূণ কিনা খতিয়ে দেখতে। কিভাবে ওই ভুল হত্যা করা হলো তাও খতিয়ে দেখতে বলা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। সরকারের তরফে বারবার কন্যা সন্তান নিয়ে প্রচার চালানো হলেও, একটা অংশের মানুষের কাছে তা পৌঁছচ্ছে না বলে অভিযোগ। এখনো আড়ালে আবডালে কন্যাভ্রূণ হত্যার অভিযোগ ওঠে। এটি সেই ধরনের ঘটনা কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.