কলকাতা, 7 জুলাই : বড়বাজারের পোস্তায় উদ্ধার হল ভ্রুণ । গতকাল সকালে স্থানীয়দের নজরে আসতেই খবর দেওয়া হয় পোস্তা থানায় । পুলিশ এসে প্লাস্টিকে মোড়া সেই ভ্রূণ উদ্ধার করে । ভ্রূণটি পুরুষ না কন্যা সন্তানের তা পরীক্ষা করার জন্য মাতৃমঙ্গল হাসপাতালে পাঠানো হয়েছে ।
গতকাল সকাল সাড়ে দশটা নাগাদ 207/F রবীন্দ্র সরণীর কাছে প্লাস্টিক মোড়ানো অবস্থায় একটা কিছু দেখতে পায় স্থানীয়রা । সেটিকে কুকুর ধরে টানাটানি করছিল । স্থানীয়রা বুঝতে পারে, সেটি মানুষের ভ্রুণ । তৈরি হচ্ছে হাত-পাও । খবর যায় পোস্তা থানায় । পুলিশ এসে উদ্ধার করে সেই ভ্রূণ । প্রত্যক্ষদর্শীদের দাবি সেটি কন্যাভ্রূণই । পুলিশের প্রাথমিক অনুমানও তাই । পরীক্ষার জন্য তা হাসপাতালে পাঠানো হয়েছে ।
ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । কীভাবে এই ভ্রূণ হত্যা করা হল তাও খতিয়ে দেখা হচ্ছে । ভ্রূণ হত্যা রুখতে সরকারের তরফে প্রচার চালানো হলেও, একটা অংশের মানুষের কাছে তা পৌঁছচ্ছে না বলেই মত । এখনও আড়ালে আবডালে কন্যাভ্রূণ হত্যার অভিযোগ ওঠে । এটি সেই ধরনের ঘটনা কি না তারও তদন্ত চলছে ।