ETV Bharat / state

স্ট্র্যান্ড রোডে বহুতলের বিষাক্ত ধোঁয়ায় অসুস্থ পাঁচ দমকলকর্মী - দমকল কর্মী

স্ট্র্যান্ড রোড বহুতলের আগুন । বিষাক্ত ধোঁয়ায় অসুস্থ পাঁচ দমকলকর্মী ।

অসুস্থ পাঁচ দমকলকর্মী
অসুস্থ পাঁচ দমকলকর্মী
author img

By

Published : Mar 8, 2021, 10:52 PM IST

কলকাতা, 8 মার্চ : লিফটের বাইরে আসতেই কালো বিশাক্ত ধোঁয়াতে অসুস্থ হয়ে পড়েন পাঁচজন দমকলকর্মী । ঘটনাস্থল থেকে তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় । দমকল মন্ত্রী সুজিত বসু জানান, তাঁদের শারীরিক অবস্থা অবনতি হয়েছে ।

আজ সন্ধ্যেবেলা স্ট্রান্ড রোডের বহুতলে হঠাৎই 13 তলায় আগুন লাগে । ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায় । 17 টি ইঞ্জিনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় । ঘিঞ্জি এলাকায় হাওয়াই সামান্য বেগ পেতে হয় দমকল কর্মীদের । তবে পরে হাইড্রোলিক সিড়িঁর মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় । আগুন নিয়ন্ত্রণে আনার পর লিফটের বাইরে আসতেই পাঁচ দমকলকর্মী গুরুতর অসুস্থ হয়ে পড়েন । তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ।

এই সংক্রান্ত খবর : নিয়ন্ত্রণে স্ট্রান্ড রোডের বহুতলের আগুন

ঘটনার জেরে যানচলাচল বন্ধ হয়ে যায় স্ট্র্যান্ড রোড এলাকায় । পরে আগুন নিয়ন্ত্রণে এলে বন্ধ থাকা স্ট্র্যান্ড রোডের একাংশ গাড়ি চলাচলের জন্য খুলে দেওয়া হয় ।

কলকাতা, 8 মার্চ : লিফটের বাইরে আসতেই কালো বিশাক্ত ধোঁয়াতে অসুস্থ হয়ে পড়েন পাঁচজন দমকলকর্মী । ঘটনাস্থল থেকে তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় । দমকল মন্ত্রী সুজিত বসু জানান, তাঁদের শারীরিক অবস্থা অবনতি হয়েছে ।

আজ সন্ধ্যেবেলা স্ট্রান্ড রোডের বহুতলে হঠাৎই 13 তলায় আগুন লাগে । ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায় । 17 টি ইঞ্জিনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় । ঘিঞ্জি এলাকায় হাওয়াই সামান্য বেগ পেতে হয় দমকল কর্মীদের । তবে পরে হাইড্রোলিক সিড়িঁর মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় । আগুন নিয়ন্ত্রণে আনার পর লিফটের বাইরে আসতেই পাঁচ দমকলকর্মী গুরুতর অসুস্থ হয়ে পড়েন । তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ।

এই সংক্রান্ত খবর : নিয়ন্ত্রণে স্ট্রান্ড রোডের বহুতলের আগুন

ঘটনার জেরে যানচলাচল বন্ধ হয়ে যায় স্ট্র্যান্ড রোড এলাকায় । পরে আগুন নিয়ন্ত্রণে এলে বন্ধ থাকা স্ট্র্যান্ড রোডের একাংশ গাড়ি চলাচলের জন্য খুলে দেওয়া হয় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.