ETV Bharat / state

Firhad Hakim on Aliah University Viral Clip: আলিয়া বিশ্ববিদ্যালয়ের অডিও ক্লিপ কাণ্ডে সাফাই ফিরহাদ হাকিমের

আলিয়া বিশ্ববিদ্যালয় অডিও ক্লিপ কাণ্ডে সাফাই পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিমের (Firhad Hakim reacts on Aliah University viral clip) ৷ অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা বলে ব্যাখ্যা তাঁর ৷ সংখ্যালঘু প্রতিনিধি হিসাবে তাঁর মাথা হেট হয়ে যাচ্ছে বলে জানান তিনি ৷

Firhad Hakim
Firhad Hakim
author img

By

Published : Apr 4, 2022, 6:16 PM IST

কলকাতা, 4 এপ্রিল : আলিয়া বিশ্ববিদ্যালয় অডিও ক্লিপ কাণ্ডে এবার মুখ খুললেন পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim reacts on Aliah University viral clip) ৷ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের উপর যে হামলা হয়েছে তা অত্যন্ত ন্যাক্কারজনক। তিনি কাউকে এ বিষয়ে কোনও নির্দেশ দেননি বলে এদিন দাবি করেন ফিরহাদ হাকিম।

ফিরহাদ হাকিম বলেন, "নির্বাচনের সময় জিম নওয়াজের সঙ্গে ফোনে আমার বেশ কয়েকবার ভোট সম্পর্কিত কিছু কথা হয় ঠিকই, কিন্তু তার বেশি আর কিছুই হয়নি । বিগত নির্বাচনের সময় উনি সংখ্যালঘু বিষয় নিয়ে আমার সঙ্গে আলোচনা করতেন । সম্প্রতি আনিশ খানের বিষয় নিয়েও উনি কিছু সাজেশন আমাকে দিয়েছিলেন । কিন্তু তার অর্থ কখনওই এটা হতে পারে না যে, আমি এই ধরণের কোনও ন্যাক্কারজনক ঘটনা ঘটাবার ইনস্ট্রাকশন দিয়েছিলাম ।"

তিনি আরও বলেন, "পুলিশ তাঁর নির্দিষ্ট আইনি রুল বুক মেনেই কাজ করবে । পুলিশ কারওর ইনস্ট্রাকশনে চলবে না । পুলিশের কাজকে কখনওই প্রভাবিত করা যায় না । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু ছাত্র-ছাত্রীদের উন্নতির জন্য আলিয়া ইউনিভার্সিটি তৈরি করেছেন ।"

আলিয়া বিশ্ববিদ্যালয় অডিও ক্লিপ কাণ্ডে মুখ খুললেন পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম

পরিবহণমন্ত্রীর কথায়, "সম্প্রতি রাজ্যে একের পর এক বেশ কয়েকটি অবাঞ্চিত ঘটনা যেভাবে ঘটে গিয়েছে তাতে একজন সংখ্যালঘু প্রতিনিধি হিসাবে আমার মাথা হেঁট হয়ে যাচ্ছে । সমাজে শিক্ষকের স্থান ও সম্মান সর্বোচ্চ। তাই তাঁদের পায়ের দিকে তাকিয়ে কথা বলা উচিত।’’ শিক্ষকের অসম্মান করলে তা কখনওই বরদাস্ত করা হবে না সাফ জানান ফিরহাদ।

প্রসঙ্গত, শনিবার থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিয়ো (Aliah University Viral Clip) ৷ যেখানে দেখা গিয়েছে, আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহম্মদ আলিকে তাঁর অফিসের মধ্যে ঢুকে ঘিরে ধরে অকথ্য ভাষায় গালাগাল করছে, হুমকি দিচ্ছে গিয়াসউদ্দিন ও তার দলবল ৷ উপাচার্যকে চড় মারার কথাও শোনা গিয়েছে এই ছাত্রনেতার মুখে ৷ যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷

আরও পড়ুন : Aliah University Vice Chancellor : আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হেনস্থার ঘটনায় গ্রেফতার অভিযুক্ত ছাত্রনেতা গিয়াসউদ্দিন

কলকাতা, 4 এপ্রিল : আলিয়া বিশ্ববিদ্যালয় অডিও ক্লিপ কাণ্ডে এবার মুখ খুললেন পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim reacts on Aliah University viral clip) ৷ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের উপর যে হামলা হয়েছে তা অত্যন্ত ন্যাক্কারজনক। তিনি কাউকে এ বিষয়ে কোনও নির্দেশ দেননি বলে এদিন দাবি করেন ফিরহাদ হাকিম।

ফিরহাদ হাকিম বলেন, "নির্বাচনের সময় জিম নওয়াজের সঙ্গে ফোনে আমার বেশ কয়েকবার ভোট সম্পর্কিত কিছু কথা হয় ঠিকই, কিন্তু তার বেশি আর কিছুই হয়নি । বিগত নির্বাচনের সময় উনি সংখ্যালঘু বিষয় নিয়ে আমার সঙ্গে আলোচনা করতেন । সম্প্রতি আনিশ খানের বিষয় নিয়েও উনি কিছু সাজেশন আমাকে দিয়েছিলেন । কিন্তু তার অর্থ কখনওই এটা হতে পারে না যে, আমি এই ধরণের কোনও ন্যাক্কারজনক ঘটনা ঘটাবার ইনস্ট্রাকশন দিয়েছিলাম ।"

তিনি আরও বলেন, "পুলিশ তাঁর নির্দিষ্ট আইনি রুল বুক মেনেই কাজ করবে । পুলিশ কারওর ইনস্ট্রাকশনে চলবে না । পুলিশের কাজকে কখনওই প্রভাবিত করা যায় না । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু ছাত্র-ছাত্রীদের উন্নতির জন্য আলিয়া ইউনিভার্সিটি তৈরি করেছেন ।"

আলিয়া বিশ্ববিদ্যালয় অডিও ক্লিপ কাণ্ডে মুখ খুললেন পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম

পরিবহণমন্ত্রীর কথায়, "সম্প্রতি রাজ্যে একের পর এক বেশ কয়েকটি অবাঞ্চিত ঘটনা যেভাবে ঘটে গিয়েছে তাতে একজন সংখ্যালঘু প্রতিনিধি হিসাবে আমার মাথা হেঁট হয়ে যাচ্ছে । সমাজে শিক্ষকের স্থান ও সম্মান সর্বোচ্চ। তাই তাঁদের পায়ের দিকে তাকিয়ে কথা বলা উচিত।’’ শিক্ষকের অসম্মান করলে তা কখনওই বরদাস্ত করা হবে না সাফ জানান ফিরহাদ।

প্রসঙ্গত, শনিবার থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিয়ো (Aliah University Viral Clip) ৷ যেখানে দেখা গিয়েছে, আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহম্মদ আলিকে তাঁর অফিসের মধ্যে ঢুকে ঘিরে ধরে অকথ্য ভাষায় গালাগাল করছে, হুমকি দিচ্ছে গিয়াসউদ্দিন ও তার দলবল ৷ উপাচার্যকে চড় মারার কথাও শোনা গিয়েছে এই ছাত্রনেতার মুখে ৷ যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷

আরও পড়ুন : Aliah University Vice Chancellor : আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হেনস্থার ঘটনায় গ্রেফতার অভিযুক্ত ছাত্রনেতা গিয়াসউদ্দিন

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.