ETV Bharat / state

Firhad Hakim: গড়িয়াহাট হকার্স কর্নারের প্লাস্টিকের ছাউনি সরে হল টিনের, পরিদর্শনে ফিরহাদ

author img

By

Published : Jan 9, 2023, 7:01 PM IST

গড়িয়াহাট হকার্স কর্নার পরিদর্শন করলেন মেয়র ফিরহাদ হাকিম, দেখলেন নতুন স্টলের নকশা (Firhad Hakim Visit Gariahat Hawker Corner)৷ গড়িয়াহাট হকার্স কর্নার থেকে এ বছরের শুরুতেই অভিযান (Hawker Survey) চালিয়ে সরিয়ে দেওয়া হয়ছে প্লাস্টিকের ছাউনি। বিকল্প লোহা ও টিনের ছাউনি দেওয়া কাঠামো বা স্টল তৈরি হয়েছে। হকার স্টল যেখানে হবে তার পিছনদিকটা অর্থাৎ রাস্তার দিক করে বিজ্ঞাপন লাগানোর জায়গা করা হবে। সেই জায়গার রক্ষণাবেক্ষণ করবে কলকাতা কর্পোরেশন বিজ্ঞাপন বিভাগ। ফলে কর্পোরেশনের আয়ও বাড়বে।

Gariahat Hawker Corner
গড়িয়াহাট হকার্স কর্নার

গড়িয়াহাট হকার্স কর্নারের পরিদর্শনে ফিরহাদ

কলকাতা, 9 জানুয়ারি: সোমবার পুরো গড়িয়াহাট ঘুরে দেখলেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। নতুন হকার্স কর্নারের স্টল কেমন হবে, তাও দেখলেন তিনি ৷ এদিন তাঁর সঙ্গে ছিলেন হকার পুনর্বাসন বিভাগের মেয়র পারিষদ দেবাশিস কুমার ও হকার্স ইউনিয়নের প্রতিনিধিরা। হকার স্টল যেখানে হবে তার পিছনের দিকে অর্থাৎ রাস্তার দিক করে বিজ্ঞাপন লাগানোর জায়গা করা হবে। সেই জায়গার রক্ষণাবেক্ষণ করবে কলকাতা কর্পোরেশনের (Kolkata Corporation) বিজ্ঞাপন বিভাগ। ফলে কর্পোরেশনের আয়ও বাড়বে।

এদিন ইউনিয়নের পক্ষে তৈরি করা একটি নকশা দেখানো হয় মেয়রকে। ফুটপাতে টাউন ভেন্ডিং কমিটির নিয়ম মেনেই তা বসবে বলে জানাচ্ছেন, গড়িয়াহাট হকার সংগঠনের নেতৃত্ব। দ্বিতীয়বার মেয়র হয়ে বর্ষপূর্তিতে হকার সমস্যার সমাধান না-করতে পারার আক্ষেপ শোনা গিয়েছিল ফিরহাদের গলায়। সেই বিষয় উদ্যোগী হবেন বলেও জানিয়েছিলেন তিনি। ইতিমধ্যে টাউন ভেন্ডিং কমিটি (Town Vending Committee) শহরের তিনটি বাজার এলাকায় (গড়িয়াহাট, হাতিবাগান ও নিউ মার্কেট) পাইলট সমীক্ষা চালিয়েছে।

হকার পুনর্বাসন কীভাবে দেওয়া যেতে পারে, তা নিয়ে দফায় দফায় বৈঠক চলছে। ফুটপাথের এক তৃতীয়াংশ ছাড় দেওয়া হয়েছে। এদিন গড়িয়াহাট পরিদর্শন করে মেয়র ফিরহাদ হাকিম বলেন, "অনেক দিন ধরে হকার ভাইদের বলছিলাম প্লাস্টিক দেবেন না। কারণ অগ্নিকাণ্ডের বড় ধরনের ঘটনা ঘটছে। হকারদের স্টল পুড়ে যাওয়া থেকে পুরো দোকান পুড়ে গিয়েছিল। এখন হকার আইন মেনে টিনের ছাউনি দেওয়া হচ্ছে।"

আরও পড়ুন: কেএমডিএ'র আবাসন সংস্কারের ক্ষেত্রেও এবার মিলবে পজেশন সার্টিফিকেট, আশ্বাস ফিরহাদের

তিনি আরও বলেন, "এর মধ্যেই হকাররা বসবেন। দোকান বন্ধ করে মাল নিয়ে চলে যাবেন। আগুনের ঘটনা ঘটলে টিনের ছাউনি ও লোহার কাঠামোর মাঝে পর্যাপ্ত জায়গা থাকছে দমকল পাইপ ঢুকিয়ে আগুন নেভানোর কাজ করতে পারবে। কে কতটা জায়গায় বসবেন সেটা নির্দিষ্ট করছে টাউন ভেন্ডিং কমিটি ঠিক করবে।" এদিন মেয়রের কাছে হকার্স ইউনিয়নের তরফে একটি নকশা দেখানো হয়। যেখানে এক একটি দোকান বা স্টল ফুটপাত থেকে আট ফুট পর্যন্ত উচ্চতার হবে। দোকানের ভিতরে দুই থেকে তিনজন বিক্রেতার দাঁড়ানো বা বসার জায়গা থাকবে। যে হকার যেমন জায়গা নিয়ে দোকান চালাচ্ছেন, সেই অনুসারে বিভিন্ন মাপের স্টল হবে।

গড়িয়াহাট হকার্স কর্নারের পরিদর্শনে ফিরহাদ

কলকাতা, 9 জানুয়ারি: সোমবার পুরো গড়িয়াহাট ঘুরে দেখলেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। নতুন হকার্স কর্নারের স্টল কেমন হবে, তাও দেখলেন তিনি ৷ এদিন তাঁর সঙ্গে ছিলেন হকার পুনর্বাসন বিভাগের মেয়র পারিষদ দেবাশিস কুমার ও হকার্স ইউনিয়নের প্রতিনিধিরা। হকার স্টল যেখানে হবে তার পিছনের দিকে অর্থাৎ রাস্তার দিক করে বিজ্ঞাপন লাগানোর জায়গা করা হবে। সেই জায়গার রক্ষণাবেক্ষণ করবে কলকাতা কর্পোরেশনের (Kolkata Corporation) বিজ্ঞাপন বিভাগ। ফলে কর্পোরেশনের আয়ও বাড়বে।

এদিন ইউনিয়নের পক্ষে তৈরি করা একটি নকশা দেখানো হয় মেয়রকে। ফুটপাতে টাউন ভেন্ডিং কমিটির নিয়ম মেনেই তা বসবে বলে জানাচ্ছেন, গড়িয়াহাট হকার সংগঠনের নেতৃত্ব। দ্বিতীয়বার মেয়র হয়ে বর্ষপূর্তিতে হকার সমস্যার সমাধান না-করতে পারার আক্ষেপ শোনা গিয়েছিল ফিরহাদের গলায়। সেই বিষয় উদ্যোগী হবেন বলেও জানিয়েছিলেন তিনি। ইতিমধ্যে টাউন ভেন্ডিং কমিটি (Town Vending Committee) শহরের তিনটি বাজার এলাকায় (গড়িয়াহাট, হাতিবাগান ও নিউ মার্কেট) পাইলট সমীক্ষা চালিয়েছে।

হকার পুনর্বাসন কীভাবে দেওয়া যেতে পারে, তা নিয়ে দফায় দফায় বৈঠক চলছে। ফুটপাথের এক তৃতীয়াংশ ছাড় দেওয়া হয়েছে। এদিন গড়িয়াহাট পরিদর্শন করে মেয়র ফিরহাদ হাকিম বলেন, "অনেক দিন ধরে হকার ভাইদের বলছিলাম প্লাস্টিক দেবেন না। কারণ অগ্নিকাণ্ডের বড় ধরনের ঘটনা ঘটছে। হকারদের স্টল পুড়ে যাওয়া থেকে পুরো দোকান পুড়ে গিয়েছিল। এখন হকার আইন মেনে টিনের ছাউনি দেওয়া হচ্ছে।"

আরও পড়ুন: কেএমডিএ'র আবাসন সংস্কারের ক্ষেত্রেও এবার মিলবে পজেশন সার্টিফিকেট, আশ্বাস ফিরহাদের

তিনি আরও বলেন, "এর মধ্যেই হকাররা বসবেন। দোকান বন্ধ করে মাল নিয়ে চলে যাবেন। আগুনের ঘটনা ঘটলে টিনের ছাউনি ও লোহার কাঠামোর মাঝে পর্যাপ্ত জায়গা থাকছে দমকল পাইপ ঢুকিয়ে আগুন নেভানোর কাজ করতে পারবে। কে কতটা জায়গায় বসবেন সেটা নির্দিষ্ট করছে টাউন ভেন্ডিং কমিটি ঠিক করবে।" এদিন মেয়রের কাছে হকার্স ইউনিয়নের তরফে একটি নকশা দেখানো হয়। যেখানে এক একটি দোকান বা স্টল ফুটপাত থেকে আট ফুট পর্যন্ত উচ্চতার হবে। দোকানের ভিতরে দুই থেকে তিনজন বিক্রেতার দাঁড়ানো বা বসার জায়গা থাকবে। যে হকার যেমন জায়গা নিয়ে দোকান চালাচ্ছেন, সেই অনুসারে বিভিন্ন মাপের স্টল হবে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.