ETV Bharat / state

'তুমি বেনারসে করলে কর্তব্য আর আমি কলকাতায় করলে ঢং!' দেব দীপাবলি নিয়ে বিজেপিকে পালটা ফিরহাদের - দেব দীপাবলি

Dev Deepawali in Bengal: বাংলায় দেব দীপাবলি পালন নিয়ে বিজেপির কটাক্ষের পালটা দিলেন ফিরহাদ হাকিম ৷ তাঁর কথায় উঠে এল দেব দীপাবলি পালনে অর্থব্যয়ের প্রসঙ্গও ৷

Etv Bharat
দেব দীপাবলি নিয়ে বিজেপিকে পালটা দিলেন ফিরহাদ হাকিম
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 26, 2023, 10:32 AM IST

কলকাতা, 26 নভেম্বর: কলকাতা কর্পোরেশনের তরফে সরকারিভাবে দেব দীপাবলি করা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি । এই নিয়ে বিজেপিকে শনিবার তীব্র কটাক্ষ করলেন কলকাতার মেয়র তথা তৃণমূল নেতা ফিরহাদ হাকিম ৷ বিজেপির উদ্দেশ্যে বললেন,"তুমি বেনারসে করলে সেটা কর্তব্য, আর আমি কলকাতায় করলে ঢং ৷"

রাজ্য সরকারের দেব দীপাবলি পালন করাকে লোকসভা ভোটের আগে বাংলার হিন্দিভাষী ভোটারদের আকর্ষণ করতে এই তোড়জোড় বলেও দাবি করেছে বিজেপি । তাতেই ক্ষুব্ধ কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ৷ আর এই নিয়ে এবার বিজেপিকে পালটা জবাব দিতে ছাড়েননি তিনি ৷

বেনারসের মতো গঙ্গা আরতি ইতিমধ্যেই শুরু হয়েছে কলকাতায় । আর তা দেখতে যথেষ্ট ভিড়ও হচ্ছে । আরতির পর ফের দেব দীপাবলি । বেনারসের দেব দীপাবলি পালন গোটা বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষজন আসেন দেখতে । লাখো লাখো প্রদীপে সেজে ওঠে ঘাট থেকে মন্দির চত্বর । কার্তিক পূর্ণিমায় পালিত দেব দীপাবলির ছবি গত বছর খোদ প্রধানমন্ত্রী সোশাল মিডিয়ায় শেয়ার করেছিলেন । তবে কলকাতা কর্পোরেশন কেন দেব দীপাবলি করবে, এই প্রশ্ন তুলেছে বিরোধীরা । এমনকি বিপুল খরচ নিয়েও প্রশ্ন তুলেছে তারা ।

আর সেই প্রসঙ্গে শনিবার কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন,"যেখানে মুখ্যমন্ত্রী গঙ্গা আরতি শুরু করেছিলেন সেখানে দেব দীপাবলি হবে । গঙ্গা আরতি ঘিরে পর্যটন বেড়েছে । দেব দীপাবলিতে নদী বক্ষে প্রচুর পর্যটক আসবেন । আমাদের বাংলা সব ধর্মের সহাবস্থান । দুর্গা-কালী-ছট-ঈদ-দেব দীপাবলি সব হবে । কারণ আমরা সকলকে নিয়ে বাংলায় চলতে চাই । ওদের মতো বিভাজনের রাজনীতি নয়, আমরা ঐক্যের মধ্যে দিয়ে সকলকে এক রাখতে চাই । এটা কলকাতা কর্পোরেশন করলেও আমাদের তহবিল থেকে খরচ হচ্ছে না । একটি ধর্মীয় ট্রাস্ট এই খরচ করছে ।"

প্রসঙ্গত, দেব দীপাবলি প্রদীপ প্রজ্জ্বলন করার সঙ্গেই বিশেষ গঙ্গা আরতির আয়োজন হয়েছে । থাকছে ভক্তিগীতি ও ভোগ বিতরণের পর্বও ।

আরও পড়ুন :

1 কাশী বিশ্বনাথ মন্দিরের আদলে এবার কলকাতায় দেব দীপাবলি পালন, জ্বলবে 5-10 হাজার প্রদীপ

2 ভদ্রেশ্বর গঙ্গার ঘাটে রামচন্দ্রের তির-ধনুক, জ্বলল আট হাজার প্রদীপ

3 ফের বাড়ছে চাহিদা, 24 ঘণ্টা কাজ করেও অর্ডারের মোমবাতি জোগাতে পারছেন না রায়গঞ্জের শ্রমিকরা

কলকাতা, 26 নভেম্বর: কলকাতা কর্পোরেশনের তরফে সরকারিভাবে দেব দীপাবলি করা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি । এই নিয়ে বিজেপিকে শনিবার তীব্র কটাক্ষ করলেন কলকাতার মেয়র তথা তৃণমূল নেতা ফিরহাদ হাকিম ৷ বিজেপির উদ্দেশ্যে বললেন,"তুমি বেনারসে করলে সেটা কর্তব্য, আর আমি কলকাতায় করলে ঢং ৷"

রাজ্য সরকারের দেব দীপাবলি পালন করাকে লোকসভা ভোটের আগে বাংলার হিন্দিভাষী ভোটারদের আকর্ষণ করতে এই তোড়জোড় বলেও দাবি করেছে বিজেপি । তাতেই ক্ষুব্ধ কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ৷ আর এই নিয়ে এবার বিজেপিকে পালটা জবাব দিতে ছাড়েননি তিনি ৷

বেনারসের মতো গঙ্গা আরতি ইতিমধ্যেই শুরু হয়েছে কলকাতায় । আর তা দেখতে যথেষ্ট ভিড়ও হচ্ছে । আরতির পর ফের দেব দীপাবলি । বেনারসের দেব দীপাবলি পালন গোটা বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষজন আসেন দেখতে । লাখো লাখো প্রদীপে সেজে ওঠে ঘাট থেকে মন্দির চত্বর । কার্তিক পূর্ণিমায় পালিত দেব দীপাবলির ছবি গত বছর খোদ প্রধানমন্ত্রী সোশাল মিডিয়ায় শেয়ার করেছিলেন । তবে কলকাতা কর্পোরেশন কেন দেব দীপাবলি করবে, এই প্রশ্ন তুলেছে বিরোধীরা । এমনকি বিপুল খরচ নিয়েও প্রশ্ন তুলেছে তারা ।

আর সেই প্রসঙ্গে শনিবার কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন,"যেখানে মুখ্যমন্ত্রী গঙ্গা আরতি শুরু করেছিলেন সেখানে দেব দীপাবলি হবে । গঙ্গা আরতি ঘিরে পর্যটন বেড়েছে । দেব দীপাবলিতে নদী বক্ষে প্রচুর পর্যটক আসবেন । আমাদের বাংলা সব ধর্মের সহাবস্থান । দুর্গা-কালী-ছট-ঈদ-দেব দীপাবলি সব হবে । কারণ আমরা সকলকে নিয়ে বাংলায় চলতে চাই । ওদের মতো বিভাজনের রাজনীতি নয়, আমরা ঐক্যের মধ্যে দিয়ে সকলকে এক রাখতে চাই । এটা কলকাতা কর্পোরেশন করলেও আমাদের তহবিল থেকে খরচ হচ্ছে না । একটি ধর্মীয় ট্রাস্ট এই খরচ করছে ।"

প্রসঙ্গত, দেব দীপাবলি প্রদীপ প্রজ্জ্বলন করার সঙ্গেই বিশেষ গঙ্গা আরতির আয়োজন হয়েছে । থাকছে ভক্তিগীতি ও ভোগ বিতরণের পর্বও ।

আরও পড়ুন :

1 কাশী বিশ্বনাথ মন্দিরের আদলে এবার কলকাতায় দেব দীপাবলি পালন, জ্বলবে 5-10 হাজার প্রদীপ

2 ভদ্রেশ্বর গঙ্গার ঘাটে রামচন্দ্রের তির-ধনুক, জ্বলল আট হাজার প্রদীপ

3 ফের বাড়ছে চাহিদা, 24 ঘণ্টা কাজ করেও অর্ডারের মোমবাতি জোগাতে পারছেন না রায়গঞ্জের শ্রমিকরা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.