ETV Bharat / state

Firhad Hakim slams Bidyut Chakraborty: 'বিদ্যুৎ চক্রবর্তী পাগল, ওঁকে তাড়িয়ে দেওয়া উচিত !' তোপ ফিরহাদের

অমর্ত্য সেনের নোবেল প্রাপ্তি নিয়ে করা বিতর্কিত মন্তব্য়ের জেরে বিদ্যুৎ চক্রবর্তীকে কড়া ভাষায় আক্রমণ করলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim slams Bidyut Chakraborty) ৷ কী বললেন তিনি ?

Firhad Hakim slams Bidyut Chakraborty for his remarks on Nobel Prize of Amartya Sen
ফাইল ছবি
author img

By

Published : Jan 27, 2023, 7:38 PM IST

ফিরহাদ হাকিমের তোপ

কলকাতা, 27 জানুয়ারি: অমর্ত্য সেনের নোবেল প্রাপ্তি নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ! সেই বিষয়ে প্রশ্ন উঠতেই শুক্রবার পালটা বিদ্যুৎ চক্রবর্তীকেই 'পাগল' বলে সম্বোধন করলেন কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim slams Bidyut Chakraborty) ৷ এদিন বিদ্যুৎ চক্রবর্তী প্রসঙ্গে তিনি বলেন, "ওঁর মানসিক পরিস্থিতি ঠিক নেই ৷ আচার্য তথা প্রধানমন্ত্রীর এখনই ওঁকে বিশ্বভারতী থেকে তাড়িয়ে দেওয়া উচিত !"

প্রসঙ্গত, জমি বিতর্কের জেরে অমর্ত্য সেন এবং বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর মধ্য়ে রীতিমতো কাজিয়া শুরু হয়েছে ৷ বিদ্যুতের দাবি, অমর্ত্য সেন ও তাঁর পরিবারের সদস্যরা বেআইনিভাবে বিশ্বভারতীর 13 ডেসিমেল জমি দখল করে রেখেছেন ৷ এই ইস্যুতে কথা বলতে গিয়ে প্রবীণ অর্থনীতিবিদকে বেনজির আক্রমণ করেছেন বিদ্যুৎ ৷ কখনও অমর্ত্য সেনকে দখলদার বলেছেন তিনি, আবার কখনও দাবি করেছেন, অমর্ত্য সেন নাকি নোবেল পুরস্কার পাননি !

আরও পড়ুন: জমি বিতর্কে জবাব অমর্ত্যের, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়ে ফের চিঠি বিশ্বভারতীর

এক্ষেত্রে বিদ্যুতের নিজস্ব ব্যাখ্যা এবং যুক্তি রয়েছে ৷ বিষয় হল, নোবেল পুরস্কার যখন থেকে দেওয়া শুরু হয়, সেই সময় অর্থনীতি বিষয়টি নোবেল পুরস্কারের আওতাধীন ছিল না ৷ কিন্তু, পরবর্তীতে অর্থনীতিকেও এর আওতায় আনা হয় ৷ তাই এ নিয়ে দীর্ঘদিনের একটি তর্ক, বিতর্ক চলে আসছে ৷ ওয়াকিবহাল মহলের একাংশের যুক্তি, যেহেতু প্রথম থেকে অর্থনীতিতে নোবেল দেওয়া হয় না, তাই অর্থনীতিবিদদের নোবেল পাওয়াটা সাহিত্যে বা শান্তিতে নোবেল পাওয়ার সমতুল্য নয় ! বিদ্যুৎ এই বিষয়টিকেই হাতিয়ার করে বলছেন, অমর্ত্য কোনও দিন নোবেল পাননি !

স্বাভাবিকভাবেই এ নিয়ে নানা মহলে সমালোচনা শুরু হয়েছে ৷ এদিন ফিরহাদকে এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি পালটা বলেন, "বিদ্যুৎ চক্রবর্তী মানসিকভাবে সুস্থ রয়েছেন কি না, তা নিয়ে আমার সন্দেহ আছে ৷ তিনি শুধুমাত্র অমর্ত্য সেনকে অপমান করছেন না ৷ তিনি বাংলা তথা ভারতের অপমান করছেন ৷ আমার তো মনে হয়, বিদ্যুৎ চক্রবর্তীর কাছে ওঁর শিক্ষাগত যোগ্যতার যত প্রমাণ ও শংসাপত্র রয়েছে, সেগুলি এবার যাচাই করে দেখার দরকার রয়েছে ৷"

ফিরহাদ হাকিমের তোপ

কলকাতা, 27 জানুয়ারি: অমর্ত্য সেনের নোবেল প্রাপ্তি নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ! সেই বিষয়ে প্রশ্ন উঠতেই শুক্রবার পালটা বিদ্যুৎ চক্রবর্তীকেই 'পাগল' বলে সম্বোধন করলেন কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim slams Bidyut Chakraborty) ৷ এদিন বিদ্যুৎ চক্রবর্তী প্রসঙ্গে তিনি বলেন, "ওঁর মানসিক পরিস্থিতি ঠিক নেই ৷ আচার্য তথা প্রধানমন্ত্রীর এখনই ওঁকে বিশ্বভারতী থেকে তাড়িয়ে দেওয়া উচিত !"

প্রসঙ্গত, জমি বিতর্কের জেরে অমর্ত্য সেন এবং বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর মধ্য়ে রীতিমতো কাজিয়া শুরু হয়েছে ৷ বিদ্যুতের দাবি, অমর্ত্য সেন ও তাঁর পরিবারের সদস্যরা বেআইনিভাবে বিশ্বভারতীর 13 ডেসিমেল জমি দখল করে রেখেছেন ৷ এই ইস্যুতে কথা বলতে গিয়ে প্রবীণ অর্থনীতিবিদকে বেনজির আক্রমণ করেছেন বিদ্যুৎ ৷ কখনও অমর্ত্য সেনকে দখলদার বলেছেন তিনি, আবার কখনও দাবি করেছেন, অমর্ত্য সেন নাকি নোবেল পুরস্কার পাননি !

আরও পড়ুন: জমি বিতর্কে জবাব অমর্ত্যের, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়ে ফের চিঠি বিশ্বভারতীর

এক্ষেত্রে বিদ্যুতের নিজস্ব ব্যাখ্যা এবং যুক্তি রয়েছে ৷ বিষয় হল, নোবেল পুরস্কার যখন থেকে দেওয়া শুরু হয়, সেই সময় অর্থনীতি বিষয়টি নোবেল পুরস্কারের আওতাধীন ছিল না ৷ কিন্তু, পরবর্তীতে অর্থনীতিকেও এর আওতায় আনা হয় ৷ তাই এ নিয়ে দীর্ঘদিনের একটি তর্ক, বিতর্ক চলে আসছে ৷ ওয়াকিবহাল মহলের একাংশের যুক্তি, যেহেতু প্রথম থেকে অর্থনীতিতে নোবেল দেওয়া হয় না, তাই অর্থনীতিবিদদের নোবেল পাওয়াটা সাহিত্যে বা শান্তিতে নোবেল পাওয়ার সমতুল্য নয় ! বিদ্যুৎ এই বিষয়টিকেই হাতিয়ার করে বলছেন, অমর্ত্য কোনও দিন নোবেল পাননি !

স্বাভাবিকভাবেই এ নিয়ে নানা মহলে সমালোচনা শুরু হয়েছে ৷ এদিন ফিরহাদকে এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি পালটা বলেন, "বিদ্যুৎ চক্রবর্তী মানসিকভাবে সুস্থ রয়েছেন কি না, তা নিয়ে আমার সন্দেহ আছে ৷ তিনি শুধুমাত্র অমর্ত্য সেনকে অপমান করছেন না ৷ তিনি বাংলা তথা ভারতের অপমান করছেন ৷ আমার তো মনে হয়, বিদ্যুৎ চক্রবর্তীর কাছে ওঁর শিক্ষাগত যোগ্যতার যত প্রমাণ ও শংসাপত্র রয়েছে, সেগুলি এবার যাচাই করে দেখার দরকার রয়েছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.