কলকাতা, 16 ডিসেম্বর: 'অমিত শাহ অপদার্থ', ঠিক এই ভাষাতেই স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ করলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম ৷ সংসদ কাণ্ডে বাংলা যোগ নিয়ে তৃণমূলকে নিশানা করেছে বিজেপি ৷ একইসঙ্গে বিজেপি নেতা দিলীপ ঘোষ অভিযোগ করেন, বাংলা হল উগ্রপন্থীদের জন্য নিরাপদ করিডর । এবার তারই পালটা দিলেন ফিরহাদ হাকিম ৷ তিনি সরাসরি আক্রমণ করেন অমিত শাহকে ৷ পাশাপাশি দিলীপ ঘোষ এবং দিল্লি পুলিশের প্রশাসনিক ব্যর্থতাকেও নিশানা করতে ভোলেননি ফিরহাদ ৷
ফিরহাদ বলেন, "অমিত শাহ অপদার্থ । শুধু রাজনীতি করেন । গোটা ঘটনাটাকে রাজনৈতিক ভাবে ঘোরানোর চেষ্টা চলেছে । দেশের নিরাপত্তার সঙ্গে আপস করছেন । যদি সত্যি বড় আক্রমণ ঘটে যেত কি হত? সেই খেয়াল নেই এদের। আসলে গুজরাত দাঙ্গায় এত খুন এরা করেছে একটা মানুষের নিরাপত্তা কী হতে পারে জানে না ।"
অন্যদিকে দিলীপ ঘোষকে নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, "বাংলায় থেকে বাংলাকে নিয়ে গর্ববোধ না-করতে পারলে বাংলায় থাকাই উচিৎ নয় ।" সংসদ কাণ্ডে অভিযুক্ত ললিত ঝা বাড়ি ভাড়া নিয়েছিলেন এই বাংলায় ৷ তা নিয়ে কটাক্ষ করেছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ ৷ সেই মন্তব্যের পালটা ফিরহাদ বলেন, "কলকাতায় মার্কিন কনস্যুলেটে আক্রমণ হওয়ার পরেও আমরা বিরোধীরা বলিনি বাংলা উগ্রপন্থীদের জায়গা। যেখানে ঘটনা ঘটল দিল্লি পুলিশ কিংবা সিআইএসএফের অপদার্থতা দেখা হল না। একজন বাড়ি ভাড়া নিয়ে বাংলায় ছিল বলে সেটা নিয়ে হইচই করছে। আসলে গোটা ঘটনার মোড় ঘুরিয়ে ফেলতে চাইছে। অন্য রাজ্যের বাসিন্দারাও তো এই কাণ্ডে ধরা পড়েছে । ওদের রাজ্যের বাসিন্দারাও ধরা পড়েছে তারা উগ্রপন্থী না ৷ কারণ সেখানে ডাবল ইঞ্জিন সরকার তাই না ।"
প্রসঙ্গত, সংসদের ভিতরে আগন্তুকদের ঢুকে পড়া নিয়ে এই মুহূর্তে শোরগোল তুঙ্গে ৷ বুধবার সংসদকক্ষের ভিজিটার্স গ্যালারি থেকে দু'জন নেমে পড়ে মূল কক্ষে ৷ তাদের জুতোর মধ্যে ছিল স্মোক বম্ব ৷ এই ঘটনার অন্যতম অভিযুক্ত ললিত ঝা কলকাতায় বিভিন্ন সময় ঘর ভাড়া নিয়ে থেকেছেন । বিজেপি'র তরফে অভিযোগ করা হয়েছে তৃণমূল ঘনিষ্ঠ তিনি । বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন ললিত তৃণমূলের একজন সংগঠক ।
আরও পড়ুন: