ETV Bharat / state

মমতার কোনও বিকল্প হবে না, নবীন-প্রবীণ দ্বন্দ্ব উসকে দিলেন ফিরহাদ - Mamata Banerjee

Firhad Hakim praises Mamata: তৃণমূল কংগ্রেসে নবীন বনাম প্রবীণ দ্বন্দ্ব উসকে দিয়ে ফিরহাদ হাকিম বললেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প কেউ হবে না ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 31, 2023, 5:46 PM IST

কলকাতা, 31 ডিসেম্বর: তৃণমূল কংগ্রেসের নবীন-প্রবীণ বিবাদকে আরও উসকে দিলেন দলের অন্যতম শীর্ষ নেতা তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম । এ দিন তিনি কোনও রাখঢাক না করেই বললেন, দলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প কেউ হতে পারবেন না ৷ এখানেই না থেমে তিনি আরও বলেন যে, যতদিন তৃণমূল নেত্রী বেঁচে থাকবেন, ততদিন কেউ তাঁর বিকল্প হতে পারবেন না ৷

ঠিক কী বলেছেন ফিরহাদ হাকিম ?

ফিরহাদ আজ বলেন, "বাংলায় মানুষ বামফ্রন্টের বিকল্প রাজনীতিক হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কেই পছন্দ করেন । জীবিত থাকাকালীন তাঁর বিকল্প কেউ নন । মানুষের মাঝখানে থেকে মানুষের কাজ করে মানুষের নেতা হওয়া যায় । আন্দোলন করে নেতা হওয়া যায় । যেটা মমতা বন্দ্যোপাধ্যায় হয়েছেন । যতদিন তিনি বেঁচে থাকবেন, ভগবান শতায়ু দিন, ততদিন তিনিই থাকবেন । বিকল্প কোনও রাজনীতির জায়গা নেই ।"

রাজ্যের শাসকদলের মধ্যে নবীন বনাম প্রবীণ দ্বন্দ্ব নিয়ে এখন জোর চর্চা চলছে রাজনৈতিক মহলে ৷ এই নিয়ে প্রকাশ্যে সরাসরি কেউ মুখ না খুললেও, ছোট-বড় নেতারা ঠারেঠোরে নিজেদের বক্তব্যে দলের দুই ভরকেন্দ্রের দুই দিকে দাঁড় করিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৷

রাজনৈতিক মহলের ধারণা, এই ঠান্ডা লড়াইকে দিনকয়েক আগেই আরও কিছুটা প্রকাশ্যে এনে দিয়েছেন দলের মুখপাত্র কুণাল ঘোষ ৷ একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিষেকের পক্ষে দাঁড়িয়ে দলের বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করতে দেখা যায় কুণাল ঘোষকে ৷ বিশেষ করে তাঁর একটি মন্তব্য আলোড়ন সৃষ্টি করে বাংলার রাজনীতিতে ৷ সে দিন কুণাল বলেছিলেন, "সিপিএমের মতো হয়ে গেলে চলবে না । দেহত্যাগ না করা পর্যন্ত পদত্যাগ করব না, এমন মানসিকতা কখনওই ঠিক নয় । দলের নিজেদের ভূমিকা বদলের ব্যাপারে কখন কোথায় থামতে হবে, সে বিষয়ে প্রবীণদেরই সিদ্ধান্ত নিতে হবে ।" তাঁর এই মন্তব্য স্বয়ং তৃণমূল নেত্রীর উদ্দেশে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিরোধীরা ৷

রাজনৈতিক বিশ্লেষকদের কথায়, এ দিন মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ফিরহাদ হাকিম অভিষেককে সাফ বার্তা পাঠালেন । মন্ত্রী তাঁর মন্তব্যে যেন এটাই স্পষ্ট করতে চাইলেন যে, মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন বেঁচে আছেন, ততদিন তিনিই দলে শেষ কথা ৷ সেখানে কোনও বিকল্প রাজনীতির জায়গা নেই ৷

আরও পড়ুন:

নষ্ট হচ্ছে ভাবমূর্তি, নিজেকে গুটিয়ে নিচ্ছেন 'অভিমানী' অভিষেক!

সফরসূচিতে রদবদল, এই প্রথম মেলা চলাকালীন গঙ্গাসাগরে মুখ্যমন্ত্রী মমতা

শূন্যের গেরো কাটাতে লোকসভা নির্বাচনে নতুন মুখ খুঁজছে সিপিএম

কলকাতা, 31 ডিসেম্বর: তৃণমূল কংগ্রেসের নবীন-প্রবীণ বিবাদকে আরও উসকে দিলেন দলের অন্যতম শীর্ষ নেতা তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম । এ দিন তিনি কোনও রাখঢাক না করেই বললেন, দলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প কেউ হতে পারবেন না ৷ এখানেই না থেমে তিনি আরও বলেন যে, যতদিন তৃণমূল নেত্রী বেঁচে থাকবেন, ততদিন কেউ তাঁর বিকল্প হতে পারবেন না ৷

ঠিক কী বলেছেন ফিরহাদ হাকিম ?

ফিরহাদ আজ বলেন, "বাংলায় মানুষ বামফ্রন্টের বিকল্প রাজনীতিক হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কেই পছন্দ করেন । জীবিত থাকাকালীন তাঁর বিকল্প কেউ নন । মানুষের মাঝখানে থেকে মানুষের কাজ করে মানুষের নেতা হওয়া যায় । আন্দোলন করে নেতা হওয়া যায় । যেটা মমতা বন্দ্যোপাধ্যায় হয়েছেন । যতদিন তিনি বেঁচে থাকবেন, ভগবান শতায়ু দিন, ততদিন তিনিই থাকবেন । বিকল্প কোনও রাজনীতির জায়গা নেই ।"

রাজ্যের শাসকদলের মধ্যে নবীন বনাম প্রবীণ দ্বন্দ্ব নিয়ে এখন জোর চর্চা চলছে রাজনৈতিক মহলে ৷ এই নিয়ে প্রকাশ্যে সরাসরি কেউ মুখ না খুললেও, ছোট-বড় নেতারা ঠারেঠোরে নিজেদের বক্তব্যে দলের দুই ভরকেন্দ্রের দুই দিকে দাঁড় করিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৷

রাজনৈতিক মহলের ধারণা, এই ঠান্ডা লড়াইকে দিনকয়েক আগেই আরও কিছুটা প্রকাশ্যে এনে দিয়েছেন দলের মুখপাত্র কুণাল ঘোষ ৷ একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিষেকের পক্ষে দাঁড়িয়ে দলের বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করতে দেখা যায় কুণাল ঘোষকে ৷ বিশেষ করে তাঁর একটি মন্তব্য আলোড়ন সৃষ্টি করে বাংলার রাজনীতিতে ৷ সে দিন কুণাল বলেছিলেন, "সিপিএমের মতো হয়ে গেলে চলবে না । দেহত্যাগ না করা পর্যন্ত পদত্যাগ করব না, এমন মানসিকতা কখনওই ঠিক নয় । দলের নিজেদের ভূমিকা বদলের ব্যাপারে কখন কোথায় থামতে হবে, সে বিষয়ে প্রবীণদেরই সিদ্ধান্ত নিতে হবে ।" তাঁর এই মন্তব্য স্বয়ং তৃণমূল নেত্রীর উদ্দেশে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিরোধীরা ৷

রাজনৈতিক বিশ্লেষকদের কথায়, এ দিন মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ফিরহাদ হাকিম অভিষেককে সাফ বার্তা পাঠালেন । মন্ত্রী তাঁর মন্তব্যে যেন এটাই স্পষ্ট করতে চাইলেন যে, মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন বেঁচে আছেন, ততদিন তিনিই দলে শেষ কথা ৷ সেখানে কোনও বিকল্প রাজনীতির জায়গা নেই ৷

আরও পড়ুন:

নষ্ট হচ্ছে ভাবমূর্তি, নিজেকে গুটিয়ে নিচ্ছেন 'অভিমানী' অভিষেক!

সফরসূচিতে রদবদল, এই প্রথম মেলা চলাকালীন গঙ্গাসাগরে মুখ্যমন্ত্রী মমতা

শূন্যের গেরো কাটাতে লোকসভা নির্বাচনে নতুন মুখ খুঁজছে সিপিএম

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.