ETV Bharat / state

One Man One Post : 'এক ব্যক্তি এক পদ' তৃণমূল ও দলনেত্রী অনুমোদন করে না : ফিরহাদ - One Man One Post

'এক ব্যাক্তি এক পদ' নীতি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ও দলনেত্রী অনুমোদন করেন না (One Man One Post) । দ্রুত এই পোস্ট না সরালে দলের তরফে কথা বলা হবে ৷ মন্তব্য ফিরহাদ হাকিমের ৷

One Man One Post
Firhad hakim
author img

By

Published : Feb 11, 2022, 5:34 PM IST

Updated : Feb 11, 2022, 5:59 PM IST

কলকাতা, 11 ফেব্রুযারি: 'এক ব্যাক্তি এক পদ' নীতি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ও দলনেত্রী অনুমোদন করেন না (One Man One Post )। শুক্রবার সাংবাদিক সম্মেলনে একথা জানালেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim Opposes) ।

সম্প্রতি সামাজিক মাধ্যমে 'এক ব্যাক্তি এক পদ' নিয়ে সরব হয়েছেন বেশ কিছু তৃণমূল নেতা-কর্মীরা (Mayor Firhad Hakim) । এনিয়ে দলের অন্দরেই বিতর্ক চলছে ৷ এপ্রসঙ্গে শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে মেয়র ফিরহাদ হাকিম বলেন, "যাঁরা এক ব্যাক্তি এক পদ নিয়ে হ্যাসট্যাগ চালাচ্ছেন সেটা অন্যায় করছেন । এক ব্যাক্তি এক পদ দলনেত্রী অনুমোদন করেন না । আমি তার অনুমোদন নিয়ে বলছি । চেয়ারপার্সন ঠিক করবেন, তিনি চাইলে পরিবর্তন করবেন। পুরোনো কিছু ভিডিও ক্লিপ নিয়ে এসব করা হচ্ছে । শুধু দলনেত্রীর বক্তব্যের একটি লাইনই বলা হচ্ছে । তারপরের আরও চার লাইন বলা হচ্ছে না । এই দল শৃঙ্খলাবদ্ধ। দিদির উপর আস্থা রেখেই আমরা চলি। দল চলে ।'’ মেয়র আরও উল্লেখ করেন, দ্রুত এই পোস্ট না সরালে দলের তরফে কথা বলা হবে ।

'এক ব্যক্তি এক পদ' তৃণমূল ও দলনেত্রী অনুমোদন করে না

আরও পড়ুন: One Man One Post In TMC: তৃণমূলের এক ব্যক্তি, এক পদ নীতির পক্ষে পোস্ট তৃণমূল যুব নেতার

শুক্রবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তৃণমূল নেতা সুদীপ রাহার ‘এক ব্যাক্তি এক পদ' পোস্ট । শেয়ার করেছেন একাধিক তৃণমূল যুব নেতৃত্ব । এই পোস্ট ঘিরেই জল্পনার শুরু । এমনকী এক ব্যাক্তি এক পদের পক্ষে সওয়াল করেছেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও । দলীয় নেতাদের এই ভাবে সামাজিক মাধ্যমে সরব হওয়াতে শাসকদলের অন্দরে চাপানউতোর শুরু হয়েছে ।

কলকাতা, 11 ফেব্রুযারি: 'এক ব্যাক্তি এক পদ' নীতি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ও দলনেত্রী অনুমোদন করেন না (One Man One Post )। শুক্রবার সাংবাদিক সম্মেলনে একথা জানালেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim Opposes) ।

সম্প্রতি সামাজিক মাধ্যমে 'এক ব্যাক্তি এক পদ' নিয়ে সরব হয়েছেন বেশ কিছু তৃণমূল নেতা-কর্মীরা (Mayor Firhad Hakim) । এনিয়ে দলের অন্দরেই বিতর্ক চলছে ৷ এপ্রসঙ্গে শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে মেয়র ফিরহাদ হাকিম বলেন, "যাঁরা এক ব্যাক্তি এক পদ নিয়ে হ্যাসট্যাগ চালাচ্ছেন সেটা অন্যায় করছেন । এক ব্যাক্তি এক পদ দলনেত্রী অনুমোদন করেন না । আমি তার অনুমোদন নিয়ে বলছি । চেয়ারপার্সন ঠিক করবেন, তিনি চাইলে পরিবর্তন করবেন। পুরোনো কিছু ভিডিও ক্লিপ নিয়ে এসব করা হচ্ছে । শুধু দলনেত্রীর বক্তব্যের একটি লাইনই বলা হচ্ছে । তারপরের আরও চার লাইন বলা হচ্ছে না । এই দল শৃঙ্খলাবদ্ধ। দিদির উপর আস্থা রেখেই আমরা চলি। দল চলে ।'’ মেয়র আরও উল্লেখ করেন, দ্রুত এই পোস্ট না সরালে দলের তরফে কথা বলা হবে ।

'এক ব্যক্তি এক পদ' তৃণমূল ও দলনেত্রী অনুমোদন করে না

আরও পড়ুন: One Man One Post In TMC: তৃণমূলের এক ব্যক্তি, এক পদ নীতির পক্ষে পোস্ট তৃণমূল যুব নেতার

শুক্রবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তৃণমূল নেতা সুদীপ রাহার ‘এক ব্যাক্তি এক পদ' পোস্ট । শেয়ার করেছেন একাধিক তৃণমূল যুব নেতৃত্ব । এই পোস্ট ঘিরেই জল্পনার শুরু । এমনকী এক ব্যাক্তি এক পদের পক্ষে সওয়াল করেছেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও । দলীয় নেতাদের এই ভাবে সামাজিক মাধ্যমে সরব হওয়াতে শাসকদলের অন্দরে চাপানউতোর শুরু হয়েছে ।

Last Updated : Feb 11, 2022, 5:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.