ETV Bharat / state

"রাজ্যে কোনও সন্ত্রাস নেই", শুভেন্দুর অভিযোগ নস্যাৎ ফিরহাদের - firhad hakim on Suvendu Adhikari

যে সন্ত্রাস গুজরাতে হয়েছে ,মুজফ্ফরপুরে হয়েছে , উত্তরপ্রদেশে হয়েছে, তা বাংলায় হয়নি ৷ মন্তব্য ফিরহাদ হাকিমের ।

ফিরহাদ হাকিম
ফিরহাদ হাকিম
author img

By

Published : Jun 3, 2021, 6:35 AM IST

Updated : Jun 3, 2021, 10:01 AM IST

কলকাতা, 3 জুন : মঙ্গলবার মালদায় দুই পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনায় গতকাল ফিরহাদ হাকিমের মালদা যাওয়ার কথা ছিল ৷ সেই মতো তিনি গতকাল মালদা যান ৷ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন ৷ সবরকমভাবে তাঁদের পাশে থাকার আশ্বাস দেন ৷ অন্যদিকে কেন্দ্রের তরফে আলাপন বন্দ্যোপাধ্যায়কে বিপর্যয় মোকাবিলা আইনের আওতায় যে নোটিস দেওয়া হয়েছে তা তিনি সযত্নে এড়িয়ে যান ৷ একইসঙ্গে শুভেন্দু অধিকারীর প্রসঙ্গেও সরব হন তিনি ৷

মালদা থেকে ফেরার পথে মন্ত্রী বললেন," মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিক দিক আছে ৷ ওঁনার নির্দেশ মতো আমরা প্রত্যেক মৃতর পরিবার এবং আহতদের সঙ্গে গিয়ে কথা বলি ৷ তাঁদের সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছি ৷ "

এদিকে গতকাল দুপুরে শুভেন্দু অধিকারীর রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করা এবং ভোট পরবর্তী হিংসা নিয়ে অভিযোগ জমা দেওয়া প্রসঙ্গে বলেন, "রাজ্যে কোনও সন্ত্রাসই নেই ৷ যে সন্ত্রাস গুজরাতে হয়েছে ,মুজফ্ফরপুরে হয়েছে , উত্তরপ্রদেশে হয়েছে, তা বাংলায় হয়নি ৷ বাংলার মানুষ সংস্কৃতি নিয়ে থাকেন, ধর্ম নিরপেক্ষতা নিয়ে থাকেন ৷"

রাজ্যে কোনও সন্ত্রাসই নেই, শুভেন্দুর অভিযোগকে কটাক্ষ করে পাল্টা ফিরহাদের

তিনি কথা বলেন রাজ্যের করোনা পরিস্থিতি নিয়েও ৷ বলেন ," বাংলায় যত মানুষ আছে , তাঁদের প্রত্যেককে যত তাড়াতাড়ি ভ্যাকসিন দেওয়া সম্ভব হবে , তত তাড়াতাড়ি করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাবে ৷ "

আরও পড়ুন : রাজভবনে শুভেন্দু, ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্যপালের কাছে অভিযোগ

কলকাতা, 3 জুন : মঙ্গলবার মালদায় দুই পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনায় গতকাল ফিরহাদ হাকিমের মালদা যাওয়ার কথা ছিল ৷ সেই মতো তিনি গতকাল মালদা যান ৷ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন ৷ সবরকমভাবে তাঁদের পাশে থাকার আশ্বাস দেন ৷ অন্যদিকে কেন্দ্রের তরফে আলাপন বন্দ্যোপাধ্যায়কে বিপর্যয় মোকাবিলা আইনের আওতায় যে নোটিস দেওয়া হয়েছে তা তিনি সযত্নে এড়িয়ে যান ৷ একইসঙ্গে শুভেন্দু অধিকারীর প্রসঙ্গেও সরব হন তিনি ৷

মালদা থেকে ফেরার পথে মন্ত্রী বললেন," মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিক দিক আছে ৷ ওঁনার নির্দেশ মতো আমরা প্রত্যেক মৃতর পরিবার এবং আহতদের সঙ্গে গিয়ে কথা বলি ৷ তাঁদের সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছি ৷ "

এদিকে গতকাল দুপুরে শুভেন্দু অধিকারীর রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করা এবং ভোট পরবর্তী হিংসা নিয়ে অভিযোগ জমা দেওয়া প্রসঙ্গে বলেন, "রাজ্যে কোনও সন্ত্রাসই নেই ৷ যে সন্ত্রাস গুজরাতে হয়েছে ,মুজফ্ফরপুরে হয়েছে , উত্তরপ্রদেশে হয়েছে, তা বাংলায় হয়নি ৷ বাংলার মানুষ সংস্কৃতি নিয়ে থাকেন, ধর্ম নিরপেক্ষতা নিয়ে থাকেন ৷"

রাজ্যে কোনও সন্ত্রাসই নেই, শুভেন্দুর অভিযোগকে কটাক্ষ করে পাল্টা ফিরহাদের

তিনি কথা বলেন রাজ্যের করোনা পরিস্থিতি নিয়েও ৷ বলেন ," বাংলায় যত মানুষ আছে , তাঁদের প্রত্যেককে যত তাড়াতাড়ি ভ্যাকসিন দেওয়া সম্ভব হবে , তত তাড়াতাড়ি করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাবে ৷ "

আরও পড়ুন : রাজভবনে শুভেন্দু, ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্যপালের কাছে অভিযোগ

Last Updated : Jun 3, 2021, 10:01 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.