কলকাতা, 30 মে : আমফান পরবর্তী হাওড়ায় গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় দমকল বিভাগের এক অস্থায়ী কর্মীর । এছাড়া গতকাল ফায়ার স্টেশন অফিসারের গাফিলতির কারণে আরও এক অস্থায়ী দমকল কর্মীর মৃত্যুর অভিযোগ ওঠে । এই দুটি মৃত্যুর ঘটনার পর দমকল কর্মীদের একাংশের মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার হতে শুরু হয়েছে । যে কারণে আজ বিকেল চারটে থেকে টালিগঞ্জ ফায়ার স্টেশনের সামনে রাস্তা আটকে বিক্ষোভ শুরু করেন দমকল কর্মীরা ।
প্রশাসন সূত্রে জানা যায়, কিছুদিন আগে জি টি রোডে গাছ কাটতে গিয়ে মৃত্যু হয় তারকেশ্বরের অস্থায়ী দমকল কর্মী সুকান্ত সিং রায়ের । গতকাল ফায়ার স্টেশনের ঊর্ধ্বতন অফিসার ছোটো গাড়ি নিয়ে বেরোনোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাডমিন্টন কোর্টের পোস্টে ধাক্কা দেয় পোস্টটি ভেঙে অস্থায়ী দমকলকর্মী দেবেন্দ্র নারায়ণের উপর পড়ে । তাতেই মাথায় আঘাত পেয়ে মৃত্যু হয় তাঁর ।
একের পর এক সহকর্মীদের হারিয়ে অবস্থান বিক্ষোভে শামিল হন দমকল বিভাগের অস্থায়ী কর্মীরা । বিক্ষোভে শামিল হয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক অস্থায়ী কর্মী জানান, "চাকরির কোনও নিশ্চয়তা নেই। এরমধ্যে জীবন বাজি রেখে কাজ করতে হয় আমাদের। তার উপর কাজে যোগদান করলেই স্বল্প বেতনে থেকেই কেটে নেওয়া হয় টাকা। কোরোনা মোকাবিলায় প্রতিনিয়ত আমরা জীবন ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছি। শহরের সংক্রমিত জায়গা গুলি ইতিমধ্যেই আমরা জীবাণুমুক্ত করেছি। অথচ সরকারের তরফে এখনও দমকল কর্মীদের দেওয়া হচ্ছেনা PPE কিট। এই বিপদের দিনে আমরা যেভাবে সরকারের পাশে দাঁড়িয়েছি অবিলম্বে আমাদের কথা ভেবে PPE ও চাকরির স্থায়ীকরণ করার ব্যবস্থা করুক তাঁরা। যতক্ষণ না আমাদের দাবি অনুযায়ী সরকার আমাদের বিষয় সুনিশ্চিত ব্যবস্থা করবে ততক্ষণ আমরা বিক্ষোভ চালিয়ে যাব।"
আগে পুলিশ কর্মীদের বিক্ষোভ দেখেছে রাজ্যবাসী । পুলিশ ট্রেনিং স্কুলের প্রশিক্ষণরত হবু পুলিশদের বিক্ষোভ নিয়ে চিন্তিত রাজ্যের প্রশাসনিক হেডকোয়ার্টার নবান্ন । তৎকালীন পরিস্থিতি নিয়ে সরকারকে একহাত নিতেও ছাড়েননি রাজ্যপাল । সেই ক্ষতের দগদগে ঘা পূরণ হতে না হতেই এবার ক্ষোভের সঞ্চার শুরু হল দমকল বাহিনীতে।