কলকাতা, 21 ফেব্রুয়ারি: শহরে ফের অগ্নিকাণ্ডের ঘটনা। অকুস্থল এবার ইএম বাইপাস সংলগ্ন মেডিকা বেসরকারি হাসপাতাল। সোমবার বাইপাস সংলগ্ন এই হাসপাতালে সন্ধে নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনায় রোগী এবং রোগীর আত্মীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় (Fire breaks out in a private hospital at EM Bypass)। তড়িঘড়ি খবর যায় দমকল এবং স্থানীয় থানায়। দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনান চেষ্টা করে। দমকল সূত্রে খবর, আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রণে। বর্তমানে ঘটনাস্থলে তিনটি ইঞ্জিন কাজ করছে।
জানা গিয়েছে, এদিন প্রতিষ্ঠানের এক কর্মী হাসপাতাল সংলগ্ন ফার্মেসি থেকে কালো ধোঁয়া বের হতে দেখেন। সঙ্গে সঙ্গে ঘটনাটি হাসপাতাল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয় ৷ আগুন দ্রুত বড় আকার ধারণ করতে থাকে। প্রথমে নার্সিংহোমের নিরাপত্তারক্ষীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। দুর্ঘটনার সময় সংশ্লিষ্ট ফার্মেসিতে রোগীর আত্মীয় এবং হাসপাতালের কর্মচারীদের যথেষ্ট ভিড় ছিল। দ্রুত খবর দেওয়া হয় দমকলে। দমকল সূত্রে খবর, আগুন ততটা গুরুতর আকার ধারণ করতে পারেনি। সংশ্লিষ্ট হাসপাতালের নিরাপত্তারক্ষী এবং দমকল কর্মীদের প্রচেষ্টায় এখন আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তবে, অগ্নিকাণ্ডের কারণ স্পষ্ট নয় এখনও ৷ হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি ৷
আরও পড়ুন: ছোট লালবাড়ির কেন্দ্রীয় ভবনকে মুড়ে ফেলা হচ্ছে নিরাপত্তার চাদরে
কলকাতা শহরে হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনার অনেক ইতিহাস রয়েছে ৷ সাম্প্রতিক অতীতে গত 17 নভেম্বর পিজি হাসপাতালে ইমার্জেন্সির দোতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসএসকেএম হাসপাতালের মত একটি বড় হাসপাতালের ইমার্জেন্সি বিভাগের মতো গুরুত্বপূর্ণ বিভাগে আগুনের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। যদিও সেই ঘটনায় হতাহতের কোন খবর সামনে আসেনি। 2016 সালে 30 অগস্ট শম্ভুনাথ পন্ডিত হাসপাতালে আগুন লাগার ঘটনা সামনে আসে। জানা যায় হাসপাতালের বহির্বিভাগের দোতলার একটি ঘরে আগুন লাগে। সেই ঘটনায় দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।