ETV Bharat / state

Jorabagan Fire : জোড়াবাগান বস্তিতে আগুন, ঘটনাস্থলে দমকলের 7 ইঞ্জিন - উত্তর কলকাতার জোড়াবাগানের বস্তিতে আগুন

শুক্রবার মধ্যরাতে উত্তর কলকাতার জোড়াবাগানের বস্তিতে আগুন লাগে । ঘটনাস্থলে যায় দমকলের 7টি ইঞ্জিন (Fire breaks out at Jorabagan) ।

Jorabagan Slum Fire
উত্তর কলকাতার জোড়াবাগানের বস্তিতে আগুন
author img

By

Published : Feb 19, 2022, 7:02 AM IST

Updated : Feb 19, 2022, 7:33 AM IST

জোড়াবাগান, 19 ফেব্রুয়ারি : ফের রাতের শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড । পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাত পৌনে 11টা নাগাদ জোড়াবাগান ময়দানের বস্তি এলাকায় আগুন লাগে । বস্তিতে একাধিক ঝুপড়ি থাকায় মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে । খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের 7টি ইঞ্জিন । যদিও ঘিঞ্জি এলাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়েছে দমকলকর্মীদের (Fire breaks out at Jorabagan) ।

স্থানীয় সূত্রে খবর, একটি টিনের চালের ঘরে প্রথমে আগুন লক্ষ্য করেন স্থানীয়রা । তারপরেই দ্রুত আরও দু'টি বাড়িতে তা ছড়িয়ে পড়ে । বস্তি এলাকায় বেশিরভাগ বাড়ি তৈরির ক্ষেত্রেই ব্যবহার করা হয়েছে বাঁশ, কাঠ ৷ চালে দেওয়া ত্রিপলও ৷ ফলে সহজদাহ্য় পদার্থ থাকায় অল্প সময়ের মধ্যেই আগুনের গ্রাসে চলে যায় বেশ কিছু বাড়ি ৷

দ্রুত আগুন ছড়িয়ে পড়লেও হতাহতের কোনও খবর নেই । দমকল আসার আগেই আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছিলেন স্থানীয়রা ৷ আশেপাশের বিভিন্ন বাড়ি থেকে সরিয়ে নেওয়া হয় রান্নার গ্যাসের সিলিন্ডার, দাহ্য় পদার্থ । এক বাসিন্দা জানান, বস্তির একটি ঘরে রান্নার সময় সিলিন্ডার বিস্ফোরণ হয় । তা থেকেই আগুন ছড়িয়ে পড়ে । পাশের বেশ কিছু ঘরেও সিলিন্ডার বিস্ফোরণ হয় ।

জোড়াবাগান বস্তিতে আগুন

আরও পড়ুন : Chetla Fire : চেতলার বস্তিতে আগুন, জখম চার

সম্প্রতি শহরের বেশ কিছু বস্তিতে আগুন লাগার ঘটনা সামনে এসেছে ৷ গত অক্টোবরে চেতলার একটি বস্তিতে আগুন লাগে ৷ প্রাণহানি না হলেও তাতে ঝলসে যান চারজন ৷

জোড়াবাগান, 19 ফেব্রুয়ারি : ফের রাতের শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড । পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাত পৌনে 11টা নাগাদ জোড়াবাগান ময়দানের বস্তি এলাকায় আগুন লাগে । বস্তিতে একাধিক ঝুপড়ি থাকায় মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে । খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের 7টি ইঞ্জিন । যদিও ঘিঞ্জি এলাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়েছে দমকলকর্মীদের (Fire breaks out at Jorabagan) ।

স্থানীয় সূত্রে খবর, একটি টিনের চালের ঘরে প্রথমে আগুন লক্ষ্য করেন স্থানীয়রা । তারপরেই দ্রুত আরও দু'টি বাড়িতে তা ছড়িয়ে পড়ে । বস্তি এলাকায় বেশিরভাগ বাড়ি তৈরির ক্ষেত্রেই ব্যবহার করা হয়েছে বাঁশ, কাঠ ৷ চালে দেওয়া ত্রিপলও ৷ ফলে সহজদাহ্য় পদার্থ থাকায় অল্প সময়ের মধ্যেই আগুনের গ্রাসে চলে যায় বেশ কিছু বাড়ি ৷

দ্রুত আগুন ছড়িয়ে পড়লেও হতাহতের কোনও খবর নেই । দমকল আসার আগেই আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছিলেন স্থানীয়রা ৷ আশেপাশের বিভিন্ন বাড়ি থেকে সরিয়ে নেওয়া হয় রান্নার গ্যাসের সিলিন্ডার, দাহ্য় পদার্থ । এক বাসিন্দা জানান, বস্তির একটি ঘরে রান্নার সময় সিলিন্ডার বিস্ফোরণ হয় । তা থেকেই আগুন ছড়িয়ে পড়ে । পাশের বেশ কিছু ঘরেও সিলিন্ডার বিস্ফোরণ হয় ।

জোড়াবাগান বস্তিতে আগুন

আরও পড়ুন : Chetla Fire : চেতলার বস্তিতে আগুন, জখম চার

সম্প্রতি শহরের বেশ কিছু বস্তিতে আগুন লাগার ঘটনা সামনে এসেছে ৷ গত অক্টোবরে চেতলার একটি বস্তিতে আগুন লাগে ৷ প্রাণহানি না হলেও তাতে ঝলসে যান চারজন ৷

Last Updated : Feb 19, 2022, 7:33 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.