কলকাতা, 6 ফেব্রুয়ারি : বউবাজারের বহুতলে আগুন । চাঁদনি চকের কাছে এয়ারলাইনস বিল্ডিংয়ের পাশেই ট্রাস্ট হাউজ় বিল্ডিংয়ে আগুন লাগে । দমকলের সাতটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে । এই মুহূর্তে চলছে কুলিং প্রসেস । আগুন নেভাতে গিয়ে এক দমকলকর্মী সামান্য আহত হয়েছেন । তাঁকে প্রাথমিক চিকিৎসার পর কলকাতা মেডিকেল কলেজ থেকে ছেড়ে দেওয়া হয়েছে ।
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, ট্রাস্ট হাউজ় বিল্ডিংয়ের উপরের তলায় রাত একটা নাগাদ আগুন দেখতে পাওয়া যায় । কিছুক্ষণের মধ্যেই দাউদাউ করে জ্বলতে শুরু করে একটি অফিস । খবর যায় পাশের হেয়ার স্ট্রিট এবং বউবাজার থানায় । খবর দেওয়া হয় দমকলে । দমকলের একাধিক ইঞ্জিন আসে ঘটনাস্থানে ৷ বিল্ডিংয়ের উচ্চতার জন্য প্রাথমিকভাবে আগুন নেভাতে কিছুটা সমস্যায় পড়তে হয় দমকলকে । কারণ তখনই স্কাইলিফট ল্যাডার আনা হয়েছিল না ।
এই বিল্ডিংটি মূলত অফিস হিসেবে ব্যবহার করা হয় । দিনের বেলায় ঘটনা ঘটলে ভয়াবহ হতে পারত পরিস্থিতি । রাতে ওই অফিসে কোনও কর্মী ছিল না বলে জেনেছে দমকল । ফলে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই । শর্ট সার্কিট থেকেই আগুনের ঘটনা বলে প্রাথমিকভাবে অনুমান দমকলের । পরে সরকারিভাবে দমকলের তরফে জানানো হয়েছে, মোট সাতটি ইঞ্জিন কাজ করেছে এই আগুন নিয়ন্ত্রণে আনতে ।