ETV Bharat / state

মাঝরাতে বউবাজারে বহুতলে আগুন

ট্রাস্ট হাউজ় বিল্ডিংয়ের উপরের তলায় রাত একটা নাগাদ আগুন দেখতে পাওয়া যায় । কিছুক্ষণের মধ্যেই দাউদাউ করে জ্বলতে শুরু করে একটি অফিস । খবর যায় পাশের হেয়ার স্ট্রিট এবং বউবাজার থানায় । খবর দেওয়া হয় দমকলে ।

kolkata fired
আগুন
author img

By

Published : Feb 6, 2020, 5:05 AM IST

কলকাতা, 6 ফেব্রুয়ারি : বউবাজারের বহুতলে আগুন । চাঁদনি চকের কাছে এয়ারলাইনস বিল্ডিংয়ের পাশেই ট্রাস্ট হাউজ় বিল্ডিংয়ে আগুন লাগে । দমকলের সাতটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে । এই মুহূর্তে চলছে কুলিং প্রসেস । আগুন নেভাতে গিয়ে এক দমকলকর্মী সামান্য আহত হয়েছেন । তাঁকে প্রাথমিক চিকিৎসার পর কলকাতা মেডিকেল কলেজ থেকে ছেড়ে দেওয়া হয়েছে ।

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, ট্রাস্ট হাউজ় বিল্ডিংয়ের উপরের তলায় রাত একটা নাগাদ আগুন দেখতে পাওয়া যায় । কিছুক্ষণের মধ্যেই দাউদাউ করে জ্বলতে শুরু করে একটি অফিস । খবর যায় পাশের হেয়ার স্ট্রিট এবং বউবাজার থানায় । খবর দেওয়া হয় দমকলে । দমকলের একাধিক ইঞ্জিন আসে ঘটনাস্থানে ৷ বিল্ডিংয়ের উচ্চতার জন্য প্রাথমিকভাবে আগুন নেভাতে কিছুটা সমস্যায় পড়তে হয় দমকলকে । কারণ তখনই স্কাইলিফট ল‍্যাডার আনা হয়েছিল না ।

এই বিল্ডিংটি মূলত অফিস হিসেবে ব্যবহার করা হয় । দিনের বেলায় ঘটনা ঘটলে ভয়াবহ হতে পারত পরিস্থিতি । রাতে ওই অফিসে কোনও কর্মী ছিল না বলে জেনেছে দমকল । ফলে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই । শর্ট সার্কিট থেকেই আগুনের ঘটনা বলে প্রাথমিকভাবে অনুমান দমকলের । পরে সরকারিভাবে দমকলের তরফে জানানো হয়েছে, মোট সাতটি ইঞ্জিন কাজ করেছে এই আগুন নিয়ন্ত্রণে আনতে ।

কলকাতা, 6 ফেব্রুয়ারি : বউবাজারের বহুতলে আগুন । চাঁদনি চকের কাছে এয়ারলাইনস বিল্ডিংয়ের পাশেই ট্রাস্ট হাউজ় বিল্ডিংয়ে আগুন লাগে । দমকলের সাতটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে । এই মুহূর্তে চলছে কুলিং প্রসেস । আগুন নেভাতে গিয়ে এক দমকলকর্মী সামান্য আহত হয়েছেন । তাঁকে প্রাথমিক চিকিৎসার পর কলকাতা মেডিকেল কলেজ থেকে ছেড়ে দেওয়া হয়েছে ।

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, ট্রাস্ট হাউজ় বিল্ডিংয়ের উপরের তলায় রাত একটা নাগাদ আগুন দেখতে পাওয়া যায় । কিছুক্ষণের মধ্যেই দাউদাউ করে জ্বলতে শুরু করে একটি অফিস । খবর যায় পাশের হেয়ার স্ট্রিট এবং বউবাজার থানায় । খবর দেওয়া হয় দমকলে । দমকলের একাধিক ইঞ্জিন আসে ঘটনাস্থানে ৷ বিল্ডিংয়ের উচ্চতার জন্য প্রাথমিকভাবে আগুন নেভাতে কিছুটা সমস্যায় পড়তে হয় দমকলকে । কারণ তখনই স্কাইলিফট ল‍্যাডার আনা হয়েছিল না ।

এই বিল্ডিংটি মূলত অফিস হিসেবে ব্যবহার করা হয় । দিনের বেলায় ঘটনা ঘটলে ভয়াবহ হতে পারত পরিস্থিতি । রাতে ওই অফিসে কোনও কর্মী ছিল না বলে জেনেছে দমকল । ফলে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই । শর্ট সার্কিট থেকেই আগুনের ঘটনা বলে প্রাথমিকভাবে অনুমান দমকলের । পরে সরকারিভাবে দমকলের তরফে জানানো হয়েছে, মোট সাতটি ইঞ্জিন কাজ করেছে এই আগুন নিয়ন্ত্রণে আনতে ।

Intro:কলকাতা, ৬ ফেব্রুয়ারি: রাতের কলকাতায় বহুতলে লাগলো আগুন। ঘটনা চিত্তরঞ্জন এভিনিউ এর ওপর বউবাজারে। চাঁদনী চকের কাছে এয়ারলাইনস বিল্ডিংয়ের পাশেই ট্রাস্ট হাউজ বিল্ডিংয়ে লাগে আগুন। ঘটনায় দমকলের সাতটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। এই মুহূর্তে চলছে কুলিং প্রসেস। আগুন নেভাতে গিয়ে এক দমকলকর্মী মৃদু আহত হয়েছেন। কাকে প্রাথমিক চিকিৎসার পর কলকাতা মেডিকেল কলেজ থেকে ছেড়ে দেওয়া হয়েছে।



Body:স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, ট্রাস্ট হাউজ বিল্ডিংয়ের উপরের তলায় রাত 1 টা নাগাদ হঠাৎই আগুন দেখতে পাওয়া যায়। কিছুক্ষণের মধ্যেই দাউদাউ করে জ্বলতে শুরু করে একটি অফিস। খবর যায় পাশের হেয়ার স্ট্রিট এবং বউবাজার থানায়। খবর দেওয়া হয় দমকলে। দমকলের প্রায় দশটি ইউনিয়ন পাঠিয়ে দেওয়া হয় ঘটনার গুরুত্ব বিবেচনা করে। বিল্ডিং এর উৎস তার জন্য প্রাথমিকভাবে আগুন নেভাতে কিছুটা সমস্যায় পড়তে হয় দমকলকে। কারণ তখনই স্কাইলিফট ল‍্যাডার আনা হয়নি।


Conclusion:এই বিল্ডিংটি মূলত অফিস হিসেবে ব্যবহার করা হয়। দিনের বেলায় ঘটনা ঘটলে ভয়াবহ হতে পারতো পরিস্থিতি। রাতে ওই অফিসের কোন কর্মী ছিল না বলেই জেনেছে দমকল। ফলে এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর নেই। শর্ট সার্কিট থেকেই আগুনের ঘটনা বলে প্রাথমিকভাবে অনুমান দমকলের। পরে সরকারিভাবে দমকলের তরফে জানানো হয়েছে, মোট সাতটি ইঞ্জিন কাজ করেছে এই আগুন নিয়ন্ত্রণে আনতে।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.