ETV Bharat / health

নিচ্ছেন বিশেষ থেরাপি ! কী হয়েছে কুমার শানুর ? - CHIROPRACTIC THERAPY

গায়ক কুমার শানুর একটি ভিডিয়ো সোশাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে ৷ যেখানে তাঁকে দেখা যাচ্ছে থেরাপি নিতে ৷ কী এই থেরাপি জেনে নিন বিস্তারিত ৷

chiropractic therapy News
কুমার শানুর কাইরোপ্রাকটিক থেরাপি সম্পর্কে জেনে নিন বিস্তারিত (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Health Team

Published : Nov 28, 2024, 12:08 PM IST

কেদারনাথ ভট্টাচার্য ৷ বাংলার ছেলে আক্ষরিক অর্থেই ‘বম্বে কাঁপিয়েছেন’ ৷ তাঁর জাদুতে নেচেছে সারা ভারত ৷ পিতৃদত্ত নামে নয়, কলকাতার একদা ‘কিশোর কন্ঠী’ শ্রোতাদের মুগ্ধ করেছেন কুমার শানু নামে ৷ নয়ের দশকে নিজের আলাদা জায়গা করে নিয়েছিলেন তিনি । তাঁর অনন্য স্টাইল এখনও ভক্তদের মুগ্ধ করে ৷

সম্প্রতি তাঁর একটি ভিডিয়ো সোশাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে । যেখানে তাঁকে কাইরোপ্রাকটিক থেরাপি নিতে দেখা যায় । বিভিন্ন সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে সাইনাসের মতো মারাত্মক রোগে ভুগছিলেন কুমার শানু । সেকারণেই এই থেরাপি নিচ্ছেন তিনি ৷ কাইরোপ্রাকটিক থেরাপি সম্পর্কে জেনে নিন ৷

কাইরোপ্রাকটিক থেরাপি (What Is Chiropractic Therapy) ?

কাইরোপ্রাকটিক থেরাপি একটি হ্যান্ডস-অন কৌশল যা মেরুদণ্ডের ম্যানুয়াল সামঞ্জস্য এবং ম্যানিপুলেশনের মাধ্যমে নিউরোমাসকুলার ব্যাধিগুলির নির্ণয় করে চিকিৎসা করা হয় । এই থেরাপি শরীরের গঠন, বিশেষ করে মেরুদণ্ডের উপর ফোকাস করে । কাইরোপ্রাকটিক থেরাপি সাধারণত ব্যথা উপশম করতে ও শরীরের বিভিন্ন ফাংশন উন্নত করতে সাহায্য় করে ৷ এছাড়াও এটি পেশী, হাড়, জয়েন্ট এবং স্নায়ুর সমস্যার সমাধান করে ।

জানা গিয়েছে, কুমার শানুর সাইনাসের চিকিৎসা করাচ্ছেন । এরপর থেকে তিনি তাঁর পেট এবং পিঠের সমস্যা দূর করার জন্য কাইরোপ্রাকটিক থেরাপি নিচ্ছেন ।

সম্প্রতি কাইরোপ্রাক্টর ডাঃ রজনীশ কান্ত ইনস্টাগ্রামে কুমার শানুর চিকিৎসা নেওয়ার একটি ভিডিয়ো শেয়ার করেছেন ৷ যাতে কুমার শানুর নাকের হাড় ভেদ করছেন । এই ভিডিয়োটি পুরোনো । ভিডিয়োতে কুমার শানু নিজেই কাইরোপ্রাকটিক থেরাপির পরে তাঁর আশ্চর্যজনক অভিজ্ঞতা শেয়ার করেছেন ।

তিনি বলেন, "আমি বিশ্বাস করতে পারছি না থেরাপি এত কার্যকর । আমি খুব ফ্রেশ অনুভব করছি ।"

কাইরোপ্রাকটিক থেরাপির চিকিৎসা কী ?

শরীরের ব্যথা নিরাময়ে এই চিকিৎসা ব্যবহার করা হয় । এটি জয়েন্ট এবং হাঁটু ব্যথার চিকিৎসার জন্যও ব্যবহৃত হয় । কাইরোপ্রাকটিক থেরাপি প্রদানকারী বিশেষজ্ঞরা দাবি করেছেন, এই চিকিৎসা সাইনাস, মাইগ্রেন, পিঠের ব্যথা, সায়াটিকা, গলা ব্যথা, পেশী শক্ত হওয়া এবং হাড়ের ব্যথা নিরাময় করে । এই চিকিৎসাকে স্পাইনাল ম্যানিপুলেশন বা জয়েন্ট ম্যানিপুলেশনও বলা হয় । এন আই এইচ-এর তথ্য অনুযায়ী, চিরোপ্রাকটিক থেরাপি পিঠের ব্যথা, ঘাড়ের ব্যথা, মাথাব্যথা, এবং হাত বা পায়ের সমস্যাগুলির মতো অবস্থার চিকিৎসা জন্য এবং সামগ্রিক স্বাস্থ্যের উন্নতির জন্য ব্যবহার করা যেতে পারে । এটি এক ধরনের পরিপূরক ও ওষুধের বিকল্প হিসাবে ব্যবহার করা হয় ৷

https://www.cancer.gov/publications/dictionaries/cancer-terms/def/chiropractic-therapy

(বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদনে উল্লেখিত তথ্য শুধুমাত্র ধারণা আর সাধারণ জ্ঞানের জন্যই লেখা হয়েছে ৷ এখানে উল্লেখিত কোনও পরামর্শ অনুসরণের আগে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন ৷ যদি আগে থেকেই কোনও স্বাস্থ্য সমস্যা থেকে থাকে, তা আগেই চিকিৎসককে জানাতে হবে ৷)

কেদারনাথ ভট্টাচার্য ৷ বাংলার ছেলে আক্ষরিক অর্থেই ‘বম্বে কাঁপিয়েছেন’ ৷ তাঁর জাদুতে নেচেছে সারা ভারত ৷ পিতৃদত্ত নামে নয়, কলকাতার একদা ‘কিশোর কন্ঠী’ শ্রোতাদের মুগ্ধ করেছেন কুমার শানু নামে ৷ নয়ের দশকে নিজের আলাদা জায়গা করে নিয়েছিলেন তিনি । তাঁর অনন্য স্টাইল এখনও ভক্তদের মুগ্ধ করে ৷

সম্প্রতি তাঁর একটি ভিডিয়ো সোশাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে । যেখানে তাঁকে কাইরোপ্রাকটিক থেরাপি নিতে দেখা যায় । বিভিন্ন সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে সাইনাসের মতো মারাত্মক রোগে ভুগছিলেন কুমার শানু । সেকারণেই এই থেরাপি নিচ্ছেন তিনি ৷ কাইরোপ্রাকটিক থেরাপি সম্পর্কে জেনে নিন ৷

কাইরোপ্রাকটিক থেরাপি (What Is Chiropractic Therapy) ?

কাইরোপ্রাকটিক থেরাপি একটি হ্যান্ডস-অন কৌশল যা মেরুদণ্ডের ম্যানুয়াল সামঞ্জস্য এবং ম্যানিপুলেশনের মাধ্যমে নিউরোমাসকুলার ব্যাধিগুলির নির্ণয় করে চিকিৎসা করা হয় । এই থেরাপি শরীরের গঠন, বিশেষ করে মেরুদণ্ডের উপর ফোকাস করে । কাইরোপ্রাকটিক থেরাপি সাধারণত ব্যথা উপশম করতে ও শরীরের বিভিন্ন ফাংশন উন্নত করতে সাহায্য় করে ৷ এছাড়াও এটি পেশী, হাড়, জয়েন্ট এবং স্নায়ুর সমস্যার সমাধান করে ।

জানা গিয়েছে, কুমার শানুর সাইনাসের চিকিৎসা করাচ্ছেন । এরপর থেকে তিনি তাঁর পেট এবং পিঠের সমস্যা দূর করার জন্য কাইরোপ্রাকটিক থেরাপি নিচ্ছেন ।

সম্প্রতি কাইরোপ্রাক্টর ডাঃ রজনীশ কান্ত ইনস্টাগ্রামে কুমার শানুর চিকিৎসা নেওয়ার একটি ভিডিয়ো শেয়ার করেছেন ৷ যাতে কুমার শানুর নাকের হাড় ভেদ করছেন । এই ভিডিয়োটি পুরোনো । ভিডিয়োতে কুমার শানু নিজেই কাইরোপ্রাকটিক থেরাপির পরে তাঁর আশ্চর্যজনক অভিজ্ঞতা শেয়ার করেছেন ।

তিনি বলেন, "আমি বিশ্বাস করতে পারছি না থেরাপি এত কার্যকর । আমি খুব ফ্রেশ অনুভব করছি ।"

কাইরোপ্রাকটিক থেরাপির চিকিৎসা কী ?

শরীরের ব্যথা নিরাময়ে এই চিকিৎসা ব্যবহার করা হয় । এটি জয়েন্ট এবং হাঁটু ব্যথার চিকিৎসার জন্যও ব্যবহৃত হয় । কাইরোপ্রাকটিক থেরাপি প্রদানকারী বিশেষজ্ঞরা দাবি করেছেন, এই চিকিৎসা সাইনাস, মাইগ্রেন, পিঠের ব্যথা, সায়াটিকা, গলা ব্যথা, পেশী শক্ত হওয়া এবং হাড়ের ব্যথা নিরাময় করে । এই চিকিৎসাকে স্পাইনাল ম্যানিপুলেশন বা জয়েন্ট ম্যানিপুলেশনও বলা হয় । এন আই এইচ-এর তথ্য অনুযায়ী, চিরোপ্রাকটিক থেরাপি পিঠের ব্যথা, ঘাড়ের ব্যথা, মাথাব্যথা, এবং হাত বা পায়ের সমস্যাগুলির মতো অবস্থার চিকিৎসা জন্য এবং সামগ্রিক স্বাস্থ্যের উন্নতির জন্য ব্যবহার করা যেতে পারে । এটি এক ধরনের পরিপূরক ও ওষুধের বিকল্প হিসাবে ব্যবহার করা হয় ৷

https://www.cancer.gov/publications/dictionaries/cancer-terms/def/chiropractic-therapy

(বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদনে উল্লেখিত তথ্য শুধুমাত্র ধারণা আর সাধারণ জ্ঞানের জন্যই লেখা হয়েছে ৷ এখানে উল্লেখিত কোনও পরামর্শ অনুসরণের আগে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন ৷ যদি আগে থেকেই কোনও স্বাস্থ্য সমস্যা থেকে থাকে, তা আগেই চিকিৎসককে জানাতে হবে ৷)

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.