বিধাননগর, 30 এপ্রিল: রবিবার সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল লেকটাউনের বাঙুর অ্যাভিনিউ সংলগ্ন অটো স্ট্যান্ডের কাছে ৷ এদিন বৃষ্টির মধ্যেই হঠাৎ আগুন ধরে যায় একটি ল্যাম্প পোস্টে ৷ সেখান থেকে তা ছড়িয়ে পরে সংলগ্ন একটি বহুতলে ৷ সেই বহুতলে বেশ কয়েকজন আবাসিকের বাস ৷ সেখানে একটি রেঁস্তোরাও রয়েছে ৷ সেই রেঁস্তোরাতেও আগুন ছড়ায় ৷ দমকলের একাধিক ইঞ্জিনের চেষ্টায় প্রায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় ৷
তবে এই অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হয়নি ৷ বহুতলের বাসিন্দাদেরও নিরাপদে বের করে আনা সম্ভব হয় ৷ এদিন ঘটনাস্থলে যায় দমকলের 12টি ইঞ্জিন ৷ যান দমকলমন্ত্রী সুজিত বসুও ৷ ঘটনাস্থলে যান স্থানীয় জনপ্রতিনিধিরাও ৷ প্রাথমিক ভাবে দমকল কর্মীদের অনুমান শর্টসার্কিট থেকেই এদিন প্রথমে আগুন লাগে ওই ল্যাম্পপোস্টে ৷ পরে তা ছড়িয়ে পড়ে পাশের ওই বহুলতে ৷ তবে ঠিক কী কারণে এদিন ওই আগুন লাগে তা ফরেন্সিক পরীক্ষার পরেই বোঝা যাবে বলে জানিয়েছেন দমকলমন্ত্রী ৷
সুজিত বসু এদিন বলেন, "আগুন নেভানো সম্ভব হয়েছে ৷ কীভাবে আগুন লেগেছে ফরেন্সিক পরীক্ষার পর বলা যাবে ৷ অনেকেই অনেক কথা বলছেন ৷ স্থানীয়রাও আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছিলেন ৷ সকলের চেষ্টার আগুন নেভানো সম্ভব হয়েছে ৷" এদিন এই অগ্নিকাণ্ডের ফলে কালো ধোঁয়ার ভরে যায় এলাকা ৷ ঘটনাস্থলের দু'পাশে ছিল দু'টি পেট্রল পাম্প ৷ সেখানে কোনওভাবে আগুন ধরে গেলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারত ৷ তবে এই অগ্নিকাণ্ডের ফলে কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে অনুমান ৷
আরও পড়ুন: কারখানার বিষাক্ত গ্যাস লিক করে দুই শিশু-সহ মৃত কমপক্ষে 11
উল্লেখ্য, গত রবিবার আগুন লেগেছিল সল্টলেকের ফাল্গুনী বাজার এলাকার একটি বস্তিতে ৷ সেই অগ্নিকাণ্ডে পুড়ে যায় বেশকিছু ঝুপড়ি ৷ গৃহহীন হয় বহু পরিবার ৷ পরে সরকারের তরফে তাদের সাহায্যের ব্যবস্থা করা হয় ৷