কলকাতা, 16 অক্টোবর : ফের শহরে আগুন ৷ এবার ঘটনাস্থল মল্লিকবাজারের একটি নাম করা বিরিয়ানির দোকানে ৷ তবে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন আসার আগেই সেই আগুন নিয়ন্ত্রণে আসে।
শনিবার দুপুর তিনটে নাগাদ আচমকাই ওই রেস্তরাঁর রান্নাঘরে আগুন ধরে যায় ৷ খবর যায় স্থানীয় থানা ও দমকলে। তবে ওই রেস্তরাঁর অগ্নিনির্বাপণ ব্যবস্থার মাধ্যমে দোকানের লোকজনই আগুন নিভিয়ে দেন। পরে ঘটনাস্থলে দমকলের একটা ইঞ্জিন ঘটনাস্থলে আসে।
দমকল বিভাগের কর্মীরা ভালভাবে দেখেন, আর আগুন আছে কি না। পরে দমকলের তরফে জানান হয়, ঘটনাস্থলে ইঞ্জিন আসার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনায় আহত বা হতাহতের কোনও খবর নেই। তবে কী থেকে আগুন লাগে তা স্পষ্ট নয় ৷
আরও পড়ুন : সিলিন্ডার ফেটে একই পরিবারের 6 জনের মৃত্য়ু দিল্লিতে