ETV Bharat / state

বিদ্বেষ ছড়ানোর অভিযোগ, উল্টোডাঙ্গা থানায় কঙ্গনার বিরুদ্ধে এফআইআর

জানা গিয়েছে অভিযোগকারীর নাম ঋজু দত্ত ৷ ওই ব্যক্তির টুইটার অ্য়াকাউন্ট বলছে তিনি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ৷

kangana-ranaut
kangana-ranaut
author img

By

Published : May 7, 2021, 4:19 PM IST

কলকাতা, 7 মে : যেনতেন প্রকারেণ খবরের শিরোনামে থাকতে পছন্দ করেন ৷ তার জন্য বিতর্কে জড়াতেও পিছপা হন না ৷ কিন্তু ভোট পরবর্তী হিংসা ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করে জোর ফেঁসেছেন বলিউডের কন্ট্রোভার্সিয়াল কুইন কঙ্গনা রানাওয়াত ৷ বিদ্বেষ ছড়ানোর অভিযোগে আজ উল্টোডাঙা থানায় কঙ্গনার বিরুদ্ধে এফআইআর করা হল ৷

জানা গিয়েছে অভিযোগকারীর নাম ঋজু দত্ত ৷ ওই ব্যক্তির টুইটার অ্য়াকাউন্ট বলছে তিনি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ৷ তাঁর অভিযোগ, কঙ্গনা রানাওয়াতের মত একজন জনপ্রিয় অভিনেত্রী যদি পশ্চিমবঙ্গ সম্পর্কে ভুল তথ্য এবং ভুয়া তথ্য তুলে ধরেন তাহলে তা সমাজ এবং সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রভাব সৃষ্টি করবে । এতে পশ্চিমবঙ্গের বাতাবরণ বিগড়ে যেতে পারে । পাশাপাশি আইনশৃঙ্খলার অবনতি হতে পারে । যে কারণে কঙ্গনার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি । এর আগে লালবাজার ক্রাইম বিভাগে কঙ্গনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন এক আইনজীবী ৷

অভিযোগপত্র
অভিযোগপত্র

আরও পড়ুন : বাংলার হিংসা নিয়ে বিতর্কিত মন্তব্য, কঙ্গনার অ্যাকাউন্ট বন্ধ করল টুইটার

বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পরপরই টুইটারে বিতর্কিত মন্তব্য করেছিলেন কঙ্গনা । বলেছিলেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রোহিঙ্গাদের ভোটে বাংলার বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছেন ।" একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে তৃণমূল ক্ষমতায় এলেও বাংলায় রাষ্ট্রপতি শাসন জারির দাবি জানান তিনি ৷ কঙ্গনার এই টুইট নিয়ে আলোড়ন পড়ে যায় সোশ্যাল মিডিয়ায় ৷ অভিনেত্রীর সমালোচনায় মুখর হন নেটিজেনরা ৷ এরপরই বিধিভঙ্গের অভিযোগে বন্ধ করে দেওয়া হয় কঙ্গনার টুইটার অ্যাকাউন্ট ৷ কঙ্গনার এই মন্তব্যের পর শান্তি ও শৃঙ্খলা রক্ষা কমিটির তরফ থেকে লালবাজার সাইবার সেলে অভিনেত্রীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয় ।

কলকাতা, 7 মে : যেনতেন প্রকারেণ খবরের শিরোনামে থাকতে পছন্দ করেন ৷ তার জন্য বিতর্কে জড়াতেও পিছপা হন না ৷ কিন্তু ভোট পরবর্তী হিংসা ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করে জোর ফেঁসেছেন বলিউডের কন্ট্রোভার্সিয়াল কুইন কঙ্গনা রানাওয়াত ৷ বিদ্বেষ ছড়ানোর অভিযোগে আজ উল্টোডাঙা থানায় কঙ্গনার বিরুদ্ধে এফআইআর করা হল ৷

জানা গিয়েছে অভিযোগকারীর নাম ঋজু দত্ত ৷ ওই ব্যক্তির টুইটার অ্য়াকাউন্ট বলছে তিনি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ৷ তাঁর অভিযোগ, কঙ্গনা রানাওয়াতের মত একজন জনপ্রিয় অভিনেত্রী যদি পশ্চিমবঙ্গ সম্পর্কে ভুল তথ্য এবং ভুয়া তথ্য তুলে ধরেন তাহলে তা সমাজ এবং সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রভাব সৃষ্টি করবে । এতে পশ্চিমবঙ্গের বাতাবরণ বিগড়ে যেতে পারে । পাশাপাশি আইনশৃঙ্খলার অবনতি হতে পারে । যে কারণে কঙ্গনার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি । এর আগে লালবাজার ক্রাইম বিভাগে কঙ্গনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন এক আইনজীবী ৷

অভিযোগপত্র
অভিযোগপত্র

আরও পড়ুন : বাংলার হিংসা নিয়ে বিতর্কিত মন্তব্য, কঙ্গনার অ্যাকাউন্ট বন্ধ করল টুইটার

বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পরপরই টুইটারে বিতর্কিত মন্তব্য করেছিলেন কঙ্গনা । বলেছিলেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রোহিঙ্গাদের ভোটে বাংলার বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছেন ।" একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে তৃণমূল ক্ষমতায় এলেও বাংলায় রাষ্ট্রপতি শাসন জারির দাবি জানান তিনি ৷ কঙ্গনার এই টুইট নিয়ে আলোড়ন পড়ে যায় সোশ্যাল মিডিয়ায় ৷ অভিনেত্রীর সমালোচনায় মুখর হন নেটিজেনরা ৷ এরপরই বিধিভঙ্গের অভিযোগে বন্ধ করে দেওয়া হয় কঙ্গনার টুইটার অ্যাকাউন্ট ৷ কঙ্গনার এই মন্তব্যের পর শান্তি ও শৃঙ্খলা রক্ষা কমিটির তরফ থেকে লালবাজার সাইবার সেলে অভিনেত্রীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.