কলকাতা, 27 নভেম্বর: রাজ্যে হতে চলেছে বিজেপির শাহি সভা ৷ তার আগে নিজের কথা অনুযায়ী কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চিতদের বাড়িতে আর্থিক সাহায্য পাঠালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ সঙ্গে রয়েছে চিঠি ৷ রাজ্যের বিভিন্ন প্রান্তে থাকা 100 দিনের কাজ-সহ কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চিতদের এই টাকা পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে ৷ যারা কেন্দ্রের বকেয়ার দাবিতে দিল্লি ও কলকাতায় তৃণমূলের ধরনা কর্মসূচিতে যোগ দিয়েছিলেন ৷
চলতি সপ্তাহেই রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ সভা রয়েছে তাঁর । সূত্রের খবর, এই সভা থেকে তৃণমূল কংগ্রেসের 100 দিনের কাজ-সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে দুর্নীতি নিয়ে সরব হবেন বিজেপি নেতারা । এক্ষেত্রে গেরুয়া শিবির চ্যালেঞ্জ নিয়েছে 100 দিনের কাজ করে দুর্নীতির কারণে যারা বঞ্চিত হয়েছেন, এমন মানুষদের এই সভায় হাজির করবেন তাঁরা । অন্যদিকে বিজেপির এই পদক্ষেপের পালটা হিসাবে নিজেদের ঝাঁঝও বাড়াচ্ছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ।
অমিত শাহের সভার আগেই তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় চিঠি সরাসরি পৌঁছে যাচ্ছে কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চিতদের বাড়িতে । চিঠিতে উল্লেখ থাকছে, রাজ্য সরকার কীভাবে এই সমস্ত মানুষদের পাশে দাঁড়িয়েছে । কেন্দ্রীয় সরকার কীভাবে বিভিন্ন সময় অর্থ বন্ধ করে দিয়ে তাঁদের বঞ্চিত করেছেন । এখনও পর্যন্ত 100 দিনের কাজ-সহ বিভিন্ন প্রকল্পে কত টাকা বাকি রয়েছে । একইসঙ্গে এই চিঠিতে উল্লেখ করা হয়েছে শুধু এখন নয়, আগামিদিনও তৃণমূল কংগ্রেস একইভাবে এই বঞ্চিত মানুষদের পাশে থাকবে । তাদের অধিকারের দাবি নিয়ে লড়াই করবে ।
ইতিমধ্যেই 100 দিনের প্রকল্পে কেন্দ্রীয় বরাদ্দ বন্ধ নিয়ে দিল্লি অভিযান করেছে তৃণমূল কংগ্রেস ৷ যার নেতৃত্বে দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । এখানেই শেষ নয়, এই দাবিকে সরাসরি কেন্দ্রীয় সরকারের কাছে পৌঁছে দেওয়ার জন্য রাজভবনের বাইরেও ধরনা দেন তিনি । একইসঙ্গে তৃণমূল প্রত্যেক ব্লক স্তরেই এই বঞ্চিত মানুষের বেতন তথা অধিকারের দাবি নিয়ে সরব হয়েছে, তা নিয়ে মিটিং মিছিলও করেছে । এর পাশাপাশি দলনেত্রীর নির্দেশে মঙ্গলবার থেকে বিধানসভাতেও আম্বেদকার মূর্তির পাদদেশে 100 দিনের কাজের টাকা দেওয়ার দাবিতে অবস্থান বিক্ষোভ করবে তৃণমূল । আর এসবের মাঝেই জনপ্রতিনিধিদের মারফত সরাসরি সাধারণ খেটে খাওয়া মানুষদের বাড়িতে চিঠি পৌঁছে দেওয়ার কাজ করছেন জনপ্রতিনিধিরা ।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে দেওয়া এই চিঠির মূল বার্তা..
" 3 অক্টোবর আমি ঘোষণা করেছিলাম যে সকল জব কার্ড হোল্ডার আমাদের সঙ্গে দিল্লি গিয়েছেন, এমনকী কেন্দ্র রেল বাতিল করলেও কষ্ট করে নারী-পুরুষ সবাই বাসেও গিয়েছেন, তাঁদের যদি কেন্দ্র টাকা না মেটায়, আমি আমার তরফ থেকেই তাঁদের প্রাপ্যের টাকা দিয়ে পাশে দাঁড়াব । সেই সূত্রেই আজকের এই চিঠি । প্রতিশ্রুতিমত আর্থিক সাহায্য পাঠালাম । সপরিবারে ভালো থাকুন । লড়াইয়ে থাকুন । "
আরও পড়ুন: