ETV Bharat / state

KMC : মহানগরীর 15 শতাংশ নাগরিক এখনও টিকা নেয়নি, পৌরনিগমের সমীক্ষায় উঠে এল তথ্য

রাজ্যজুড়ে জোরকদমে চলছে টিকাকরণ কর্মসূচি ৷ এর মধ্য কলকাতা পৌরনিগমের সমীক্ষায় জানা গেল শহরের 15 শতাংশ নাগরিক এখনও টিকা নেননি ৷ কিন্তু কেন এই অনীহা ? কী বলছে পৌরনিগম ?

vCalcutta Municipal Corporation
Calcutta Municipal Corporation
author img

By

Published : Sep 24, 2021, 7:06 AM IST

কলকাতা, 24 সেপ্টেম্বর : তৃতীয় ঢেউ আসার আগে রাজ্যজুড়ে 100 শতাংশ টিকাকরণ সম্পূর্ণ করার লক্ষ্যে জোর দেওয়া হলেও খোদ কলকাতাতেই 15 শতাংশ নাগরিক এখনও টিকা নেননি । হ্যাঁ, এমনই তথ্য উঠে এসেছে কলকাতা পৌরনিগমের সমীক্ষায় । রাজ্য সরকার ও কলকাতা পৌরনিগম শহরের সবকটি স্বাস্থ্যকেন্দ্র ও একাধিক মেগা সেন্টারে টিকাকরণের বন্দোবস্ত করেছে । এরপরও শহরের প্রায় 15 শতাংশ নাগরিকের এখনও টিকাকরণ হয়নি । কলকাতা পৌরনিগম শহরের মোট টিকাকরণের সমীক্ষা করতে গিয়ে এই তথ্য উঠে এসেছে । এই 15 শতাংশ মানুষ টিকাকরণের একটি ডোজও নেননি ।

এই বিষয়ে কলকাতা পৌরনিগমের প্রশাসক মন্ডলীর সদস্য ও স্বাস্থ্য বিভাগের প্রধান অতীন ঘোষ জানান, পৌরনিগমের স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে করোনার টিকা নেওয়ার জন্য আবেদন করছে । শহরে 142টি স্বাস্থ্যকেন্দ্র ও 28টি মেগা সেন্টার থেকে করোনার টিকাকরণ চলছে । এরপরেও ভিড় ও লম্বা লাইনে অপেক্ষা করতে হবে এই বাহানা দিয়ে অনেকেই টিকা নিতে আসছেন না । এছাড়াও করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন কিন্তু দ্বিতীয় ডোজ নিতে অনীহা থাকায় অনেকেই টিকা নিতে আসছেন না । করোনার তৃতীয় ঢেউ আসার আগেই শহরে 100 শতাংশ টিকাকরণ সম্পূর্ণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানান তিনি ।

আরও পড়ুন : Asit Majumder: মাস্ক পরতে অস্বীকার করায় মারমুখী চুঁচুড়ার বিধায়ক

তাই এবার বেছে বেছে ওই 15 শতাংশ নাগরিকের বাড়িতে বিশেষ স্লিপ পাঠিয়ে তাঁদের টিকাকরণ করা হবে । এই মুহূর্তে কলকাতা পৌরনিগমের খাতায়-কলমে 52 হাজার জন টিকা নিয়েছেন ৷ সেই সঙ্গে শহরের পার্শ্ববর্তী দুই জেলার একটা বড় অংশের মানুষ কলকাতা শহরে এসে টিকা নিয়েছেন ।

স্বাস্থ্য বিভাগের প্রধান অতীন ঘোষ আরও জানান, জেলা থেকে বহু মানুষ কলকাতায় এসে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পৌরনিগমের স্বাস্থ্যকেন্দ্রগুলো থেকে টিকা নিচ্ছেন ৷ ফলে পৌরনিগমের স্বাস্থ্যকেন্দ্র ও ওমেকা সেন্টারগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে । এই ভিড়ের ভয়ে অনেকেই টিকার প্রথম ডোজ ও দ্বিতীয় ডোজ নিতে আসছেন না । অনেকক্ষেত্রেই দ্বিতীয় ডোজের টিকাকরণের সময়সীমা পেরিয়ে গেলেও টিকা নিতে আসছেন না বহুজন । তাই এবার যাঁরা টিকা নেননি তাঁদের জন্য বাড়ি বাড়ি গিয়ে বিশেষ স্লিপ দিয়ে টিকা দেওয়ার ব্যবস্থা করবে কলকাতা পৌরনিগম ।

আরও পড়ুন :West Bengal Corona Update : ফের সাতশো ছাড়াল দৈনিক সংক্রমণ, উদ্বেগ বাড়াচ্ছে কলকাতা ও উত্তর 24 পরগনা

কলকাতা, 24 সেপ্টেম্বর : তৃতীয় ঢেউ আসার আগে রাজ্যজুড়ে 100 শতাংশ টিকাকরণ সম্পূর্ণ করার লক্ষ্যে জোর দেওয়া হলেও খোদ কলকাতাতেই 15 শতাংশ নাগরিক এখনও টিকা নেননি । হ্যাঁ, এমনই তথ্য উঠে এসেছে কলকাতা পৌরনিগমের সমীক্ষায় । রাজ্য সরকার ও কলকাতা পৌরনিগম শহরের সবকটি স্বাস্থ্যকেন্দ্র ও একাধিক মেগা সেন্টারে টিকাকরণের বন্দোবস্ত করেছে । এরপরও শহরের প্রায় 15 শতাংশ নাগরিকের এখনও টিকাকরণ হয়নি । কলকাতা পৌরনিগম শহরের মোট টিকাকরণের সমীক্ষা করতে গিয়ে এই তথ্য উঠে এসেছে । এই 15 শতাংশ মানুষ টিকাকরণের একটি ডোজও নেননি ।

এই বিষয়ে কলকাতা পৌরনিগমের প্রশাসক মন্ডলীর সদস্য ও স্বাস্থ্য বিভাগের প্রধান অতীন ঘোষ জানান, পৌরনিগমের স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে করোনার টিকা নেওয়ার জন্য আবেদন করছে । শহরে 142টি স্বাস্থ্যকেন্দ্র ও 28টি মেগা সেন্টার থেকে করোনার টিকাকরণ চলছে । এরপরেও ভিড় ও লম্বা লাইনে অপেক্ষা করতে হবে এই বাহানা দিয়ে অনেকেই টিকা নিতে আসছেন না । এছাড়াও করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন কিন্তু দ্বিতীয় ডোজ নিতে অনীহা থাকায় অনেকেই টিকা নিতে আসছেন না । করোনার তৃতীয় ঢেউ আসার আগেই শহরে 100 শতাংশ টিকাকরণ সম্পূর্ণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানান তিনি ।

আরও পড়ুন : Asit Majumder: মাস্ক পরতে অস্বীকার করায় মারমুখী চুঁচুড়ার বিধায়ক

তাই এবার বেছে বেছে ওই 15 শতাংশ নাগরিকের বাড়িতে বিশেষ স্লিপ পাঠিয়ে তাঁদের টিকাকরণ করা হবে । এই মুহূর্তে কলকাতা পৌরনিগমের খাতায়-কলমে 52 হাজার জন টিকা নিয়েছেন ৷ সেই সঙ্গে শহরের পার্শ্ববর্তী দুই জেলার একটা বড় অংশের মানুষ কলকাতা শহরে এসে টিকা নিয়েছেন ।

স্বাস্থ্য বিভাগের প্রধান অতীন ঘোষ আরও জানান, জেলা থেকে বহু মানুষ কলকাতায় এসে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পৌরনিগমের স্বাস্থ্যকেন্দ্রগুলো থেকে টিকা নিচ্ছেন ৷ ফলে পৌরনিগমের স্বাস্থ্যকেন্দ্র ও ওমেকা সেন্টারগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে । এই ভিড়ের ভয়ে অনেকেই টিকার প্রথম ডোজ ও দ্বিতীয় ডোজ নিতে আসছেন না । অনেকক্ষেত্রেই দ্বিতীয় ডোজের টিকাকরণের সময়সীমা পেরিয়ে গেলেও টিকা নিতে আসছেন না বহুজন । তাই এবার যাঁরা টিকা নেননি তাঁদের জন্য বাড়ি বাড়ি গিয়ে বিশেষ স্লিপ দিয়ে টিকা দেওয়ার ব্যবস্থা করবে কলকাতা পৌরনিগম ।

আরও পড়ুন :West Bengal Corona Update : ফের সাতশো ছাড়াল দৈনিক সংক্রমণ, উদ্বেগ বাড়াচ্ছে কলকাতা ও উত্তর 24 পরগনা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.