ETV Bharat / state

Lakhmi Puja : গোবরডাঙায় মেয়েকেই লক্ষ্মী রূপে পুজো বাবার - Gobardanga

আজ দীপাবলির সঙ্গে অনেক বাড়িতে দীপান্বিতা লক্ষ্মীপুজোও হয় ৷ সেই উপলক্ষে গোবরডাঙায় মেয়েকেই লক্ষ্মীর বেশে সাজিয়ে পুজো করলেন বাবা ৷

father worships his daughter as devi Lakshmi at Gobardanga
Lakhmi Puja : গোবরডাঙায় মেয়েকেই লক্ষ্মী রূপে পুজো বাবার
author img

By

Published : Nov 4, 2021, 6:49 PM IST

গোবরডাঙা, 4 নভেম্বর : মাটির মূর্তি নয়, দীপান্বিতা লক্ষ্মীপুজোর দিন এক মাত্র মেয়েকে লক্ষ্মী রূপে পুজো করলেন বাবা ৷ মেয়ে হয়ে জন্মানো কোনও অপরাধ নয় । মেয়েরাও সম্পদ । সমাজের কাছে এই বার্তাই পৌঁছে দিতে উদ্যোগ নিয়েছেন উত্তর 24 পরগনার গোবরডাঙার বাসিন্দা দেবব্রত বন্দ্যোপাধ্যায় ৷

ব্যতিক্রমী এই পুজোয় অংশ নিয়ে খুশি গোবরডাঙা রামকৃষ্ণ সারদা সেবাশ্রমের অধ্যক্ষ স্বামী সত্যরূপানন্দ মহারাজ । তিনি বলেন, "প্রতিটি মেয়েই তার বাবা ও মায়ের কাছে ঘরের লক্ষ্মী । তাই নিজের মেয়েকে লক্ষ্মী সাজিয়ে পুজো করা যেতেই পারে । পরিবারে একটা মেয়ে জন্মানো মানেই পরিবারের আয়-উন্নতি বৃদ্ধি হয় । মেয়েরা মায়ের জাত ।’’

আরও পড়ুন : Kalipuja : থিম-আলোকসজ্জায় সেজেছে বারাসতের কালীপুজো

এনিয়ে দেবব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, "আমাদের বাড়িতে এইদিনই মা লক্ষ্মীর পুজো করা হয় । স্বরূপনগরের গোবিন্দপুরের বাড়ুজ্জ্যে জমিদার বাড়ির উত্তরসূরি আমরা । এই পুজো অনেক বছর ধরেই আমার পিতৃপুরুষেরা করে আসছেন । কিন্তু আমাদের কোল আলোকিত করে যখন মেয়ে এল, তখন থেকেই প্রতি বছরে দীপান্বিতা লক্ষ্মীপুজোর দিনে তাকে মা লক্ষ্মীর আসনে বসিয়ে পুজো করে আসছি ।’’

father worships his daughter as devi Lakshmi at Gobardanga
Lakhmi Puja : গোবরডাঙায় মেয়েকেই লক্ষ্মী রূপে পুজো বাবার

দেবব্রত ও তাঁর স্ত্রী পরমা বন্দ্যোপাধ্যায়ের একমাত্র মেয়ে দেবাঙ্কিতার বয়স এখন সবে আট বছর ৷ তাঁকে এদিন লক্ষ্মীর বেশে সাজিয়েছিলেন দেবব্রত ও পরমা ৷ তার পরনে ছিল লাল-সাদা শাড়ি, লাল ব্লাউজ, গলায় রজনীগন্ধার মালা, মাথায় রজনীগন্ধার মুকুট৷ একহাতে পদ্ম আর এক হাতে লক্ষ্মীর ঝাঁপি ৷

আরও পড়ুন : Kali Puja 2021: 300 বছরের পুরনো বারাসতের সিদ্ধেশ্বরী মন্দিরের পুজো

অভিনব পুজো দেখতে ভিড় করেছিলেন অনেকে ৷ দেবব্রত-পরমার ভাবনাকে কুর্নিশ করছেন এলাকার মানুষ ৷ কারণ, যে দেশে জন্মানোর আগেই গর্ভেই শেষ হয়ে যায় অসংখ্য কন্যাভ্রূণ, যে দেশে জন্মের পরও ফেলে দেওয়া সদ্যোজাত কন্যাসন্তানকে, যে দেশে এখনও মেয়েদের নানা প্রতিকূলতার মধ্য দিয়ে এগিয়ে যেতে হয়, সেখানে এই ভাবনা বিস্ময় তো জাগবেই ৷

সমাজের এই ভাবনায় বদল আনতে চান বলেও জানিয়েছেন দেবব্রত বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, ‘‘আমরা সমাজে প্রতিনিয়তই দেখি বিভিন্ন জায়গায় কন্যাসন্তানের প্রতি মানুষের অবহেলার ঘটনা । অত্যাচারিত হয় মেয়েরা । আর সেই জায়গা থেকেই আমরা সমাজের বুকে বার্তা দিতে চেয়েছি মেয়েরা মায়ের রূপ । তাই তাদের সম্মান করা উচিত ।"

আরও পড়ুন : Kali Puja 2021 : গাড়ির টায়ার দিয়ে তৈরি হচ্ছে বাগদার হেলেঞ্চা সবুজ সংঘের কালীপুজো মণ্ডপ

গোবরডাঙা, 4 নভেম্বর : মাটির মূর্তি নয়, দীপান্বিতা লক্ষ্মীপুজোর দিন এক মাত্র মেয়েকে লক্ষ্মী রূপে পুজো করলেন বাবা ৷ মেয়ে হয়ে জন্মানো কোনও অপরাধ নয় । মেয়েরাও সম্পদ । সমাজের কাছে এই বার্তাই পৌঁছে দিতে উদ্যোগ নিয়েছেন উত্তর 24 পরগনার গোবরডাঙার বাসিন্দা দেবব্রত বন্দ্যোপাধ্যায় ৷

ব্যতিক্রমী এই পুজোয় অংশ নিয়ে খুশি গোবরডাঙা রামকৃষ্ণ সারদা সেবাশ্রমের অধ্যক্ষ স্বামী সত্যরূপানন্দ মহারাজ । তিনি বলেন, "প্রতিটি মেয়েই তার বাবা ও মায়ের কাছে ঘরের লক্ষ্মী । তাই নিজের মেয়েকে লক্ষ্মী সাজিয়ে পুজো করা যেতেই পারে । পরিবারে একটা মেয়ে জন্মানো মানেই পরিবারের আয়-উন্নতি বৃদ্ধি হয় । মেয়েরা মায়ের জাত ।’’

আরও পড়ুন : Kalipuja : থিম-আলোকসজ্জায় সেজেছে বারাসতের কালীপুজো

এনিয়ে দেবব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, "আমাদের বাড়িতে এইদিনই মা লক্ষ্মীর পুজো করা হয় । স্বরূপনগরের গোবিন্দপুরের বাড়ুজ্জ্যে জমিদার বাড়ির উত্তরসূরি আমরা । এই পুজো অনেক বছর ধরেই আমার পিতৃপুরুষেরা করে আসছেন । কিন্তু আমাদের কোল আলোকিত করে যখন মেয়ে এল, তখন থেকেই প্রতি বছরে দীপান্বিতা লক্ষ্মীপুজোর দিনে তাকে মা লক্ষ্মীর আসনে বসিয়ে পুজো করে আসছি ।’’

father worships his daughter as devi Lakshmi at Gobardanga
Lakhmi Puja : গোবরডাঙায় মেয়েকেই লক্ষ্মী রূপে পুজো বাবার

দেবব্রত ও তাঁর স্ত্রী পরমা বন্দ্যোপাধ্যায়ের একমাত্র মেয়ে দেবাঙ্কিতার বয়স এখন সবে আট বছর ৷ তাঁকে এদিন লক্ষ্মীর বেশে সাজিয়েছিলেন দেবব্রত ও পরমা ৷ তার পরনে ছিল লাল-সাদা শাড়ি, লাল ব্লাউজ, গলায় রজনীগন্ধার মালা, মাথায় রজনীগন্ধার মুকুট৷ একহাতে পদ্ম আর এক হাতে লক্ষ্মীর ঝাঁপি ৷

আরও পড়ুন : Kali Puja 2021: 300 বছরের পুরনো বারাসতের সিদ্ধেশ্বরী মন্দিরের পুজো

অভিনব পুজো দেখতে ভিড় করেছিলেন অনেকে ৷ দেবব্রত-পরমার ভাবনাকে কুর্নিশ করছেন এলাকার মানুষ ৷ কারণ, যে দেশে জন্মানোর আগেই গর্ভেই শেষ হয়ে যায় অসংখ্য কন্যাভ্রূণ, যে দেশে জন্মের পরও ফেলে দেওয়া সদ্যোজাত কন্যাসন্তানকে, যে দেশে এখনও মেয়েদের নানা প্রতিকূলতার মধ্য দিয়ে এগিয়ে যেতে হয়, সেখানে এই ভাবনা বিস্ময় তো জাগবেই ৷

সমাজের এই ভাবনায় বদল আনতে চান বলেও জানিয়েছেন দেবব্রত বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, ‘‘আমরা সমাজে প্রতিনিয়তই দেখি বিভিন্ন জায়গায় কন্যাসন্তানের প্রতি মানুষের অবহেলার ঘটনা । অত্যাচারিত হয় মেয়েরা । আর সেই জায়গা থেকেই আমরা সমাজের বুকে বার্তা দিতে চেয়েছি মেয়েরা মায়ের রূপ । তাই তাদের সম্মান করা উচিত ।"

আরও পড়ুন : Kali Puja 2021 : গাড়ির টায়ার দিয়ে তৈরি হচ্ছে বাগদার হেলেঞ্চা সবুজ সংঘের কালীপুজো মণ্ডপ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.