ETV Bharat / state

Father Killed Child: 3 বছরের শিশুকে 'খুন' বাবার ! 11 ঘণ্টা জেরার পর গ্রেফতার - Child Murder

3 বছরের সন্তানকে খুনের অভিযোগে গ্রেফতার বাবা ৷ কলকাতার আনন্দপুরের ঘটনায় 11 ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ (Father Accused of Murdering Three Years Old Child in Kolkata) ৷

father-accused-of-murdering-three-years-old-child-in-kolkata
father-accused-of-murdering-three-years-old-child-in-kolkata
author img

By

Published : Nov 13, 2022, 10:18 AM IST

Updated : Nov 13, 2022, 10:49 AM IST

কলকাতা, 13 নভেম্বর: 3 বছরের শিশুকে খুনের অভিযোগ উঠল বাবার বিরুদ্ধেই ! সেই সঙ্গে অপরাধ ঢাকতে তথ্যপ্রমাণ লোপাট-সহ নানা অপরাধেও অভিযুক্ত ওই ব্যক্তি ৷ হাড়হিম করা ঘটনাটি ঘটেছে খাস কলকাতার আনন্দপুর থানা এলাকায় (Father Accused of Murdering Three Years Old Child in Kolkata) ৷ অভিযুক্ত বিজয় বড়ালকে টানা 11 ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করেছে পুলিশ ৷

পুলিশ সূত্রে খবর, আনন্দপুরের বাসিন্দা বিজয় বড়াল গত রবিবার বাড়িতে বসেই মদ্যপান করছিলেন ৷ সেই সময় 3 বছরের ছেলে রোহন শৌচালায় যাবার কথা বলে ৷ মেজাজ হারিয়ে তিনি রোহনকে শৌচালয়ে নিয়ে গিয়ে ধাক্কা দেন ৷ যার জেরে সে শৌচালয়ের মেঝেতে পড়ে যায় ৷ এর পর রোহনকে ডাকাডাকি করলেও, সে কোনও উত্তর দেয় না ৷ রোহনকে তুলতেই বিজয় দেখেন, ছেলের মাথা ফেটে গিয়েছে এবং সেখান থেকে রক্তক্ষরণ হচ্ছে ৷

অভিযোগ পরিস্থিতি বেগতিক দেখে, একরত্তিকে শৌচালয়ে আহত ও সংজ্ঞাহীন অবস্থায় ফেলে রেখে ফ্ল্যাটের দরজায় বাইরে থেকে তালা মেরে বেরিয়ে যান ৷ সেই সময় রোহনের মা বাড়িতে ছিলেন না ৷ প্রায় 3 ঘণ্টা পরে বিজয় বাড়ি ফেরেন ৷ আর সঙ্গে সঙ্গে শৌচালয়ে যান ৷ অভিযোগ, বাড়িতে ফিরেই আগে তিনি প্রমাণ লোপাট করেছিলেন ৷ তার পর প্রতিবেশীদের চিৎকার করে জড়ো করেন ৷ ফোন করেন স্ত্রীকেও ৷ সবাইকে তিনি জানান, রোহন শৌচালয়ে জলের বালতিতে পড়ে মারা গিয়েছে ৷ খবর দেওয়া হয় আনন্দপুর থানায় ৷

আরও পড়ুন: রণক্ষেত্র বালুরঘাট! শিশুকে ঘুড়ি কিনে দেবে বলে ডেকে নিয়ে গিয়ে 'খুন' প্রতিবেশীর

পুলিশ ঘটনাস্থল থেকে রোহনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় ৷ তদন্তকারীদের বিজয় জানিয়েছেন, প্রতিবেশী এবং পুলিশকে ডাকার আগেই রোহনের রক্তাক্ত জামাকাপড় ও শৌচালয়ের মেঝের রক্ত পরিষ্কার করে ফেলেছিলেন তিনি ৷ তবে, রোহনের মাথায় ক্ষতচিহ্ন দেখে পুলিশের সন্দেহ হয় ৷ এমনকী ময়নাতদন্তের রিপোর্টের সঙ্গে বিজয়ের বয়ানের মিল পায়নি পুলিশ ৷ অন্যদিকে, বিজয় বড়ালের মা নাতির মৃত্যুতে ঘটনার তিনদিন পর একটি লিখিত অভিযোগ দায়ের করেন ৷ সেই অভিযোগের ভিত্তিতে খুনের তদন্ত শুরু করে পুলিশ ৷

আরও পড়ুন: দাম্পত্য জীবনের পথের কাঁটা সরাতেই একরত্তিকে শ্বাসরোধ করে খুন ‘সৎ’ বাবার

অভিযোগ তদন্ত শুরু হতেই, বিজয় স্ত্রীকে নিয়ে গা ঢাকা দেয় ৷ এর পরেই বিজয় বড়ালের ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করতে থাকে পুলিশ ৷ গতকাল তিলজলা এলাকায় বিজয়ের মোবাইল লোকেশন ট্র্যাক হয় ৷ সেখানে অভিযান চালিয়ে তাঁকে আটক করে আনন্দপুর থানায় নিয়ে আসে পুলিশ ৷ সেখানে রাতভর ম্যারাথন জিজ্ঞাসাবাদে কান্নায় ভেঙে পড়েন বিজয় বড়াল ৷ তদন্তকারীরা জানিয়েছেন, বিজয় বড়াল খুনের কথা স্বীকার করেছেন ৷ পুলিশ পরবর্তী তদন্ত শুরু করেছে ৷

কলকাতা, 13 নভেম্বর: 3 বছরের শিশুকে খুনের অভিযোগ উঠল বাবার বিরুদ্ধেই ! সেই সঙ্গে অপরাধ ঢাকতে তথ্যপ্রমাণ লোপাট-সহ নানা অপরাধেও অভিযুক্ত ওই ব্যক্তি ৷ হাড়হিম করা ঘটনাটি ঘটেছে খাস কলকাতার আনন্দপুর থানা এলাকায় (Father Accused of Murdering Three Years Old Child in Kolkata) ৷ অভিযুক্ত বিজয় বড়ালকে টানা 11 ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করেছে পুলিশ ৷

পুলিশ সূত্রে খবর, আনন্দপুরের বাসিন্দা বিজয় বড়াল গত রবিবার বাড়িতে বসেই মদ্যপান করছিলেন ৷ সেই সময় 3 বছরের ছেলে রোহন শৌচালায় যাবার কথা বলে ৷ মেজাজ হারিয়ে তিনি রোহনকে শৌচালয়ে নিয়ে গিয়ে ধাক্কা দেন ৷ যার জেরে সে শৌচালয়ের মেঝেতে পড়ে যায় ৷ এর পর রোহনকে ডাকাডাকি করলেও, সে কোনও উত্তর দেয় না ৷ রোহনকে তুলতেই বিজয় দেখেন, ছেলের মাথা ফেটে গিয়েছে এবং সেখান থেকে রক্তক্ষরণ হচ্ছে ৷

অভিযোগ পরিস্থিতি বেগতিক দেখে, একরত্তিকে শৌচালয়ে আহত ও সংজ্ঞাহীন অবস্থায় ফেলে রেখে ফ্ল্যাটের দরজায় বাইরে থেকে তালা মেরে বেরিয়ে যান ৷ সেই সময় রোহনের মা বাড়িতে ছিলেন না ৷ প্রায় 3 ঘণ্টা পরে বিজয় বাড়ি ফেরেন ৷ আর সঙ্গে সঙ্গে শৌচালয়ে যান ৷ অভিযোগ, বাড়িতে ফিরেই আগে তিনি প্রমাণ লোপাট করেছিলেন ৷ তার পর প্রতিবেশীদের চিৎকার করে জড়ো করেন ৷ ফোন করেন স্ত্রীকেও ৷ সবাইকে তিনি জানান, রোহন শৌচালয়ে জলের বালতিতে পড়ে মারা গিয়েছে ৷ খবর দেওয়া হয় আনন্দপুর থানায় ৷

আরও পড়ুন: রণক্ষেত্র বালুরঘাট! শিশুকে ঘুড়ি কিনে দেবে বলে ডেকে নিয়ে গিয়ে 'খুন' প্রতিবেশীর

পুলিশ ঘটনাস্থল থেকে রোহনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় ৷ তদন্তকারীদের বিজয় জানিয়েছেন, প্রতিবেশী এবং পুলিশকে ডাকার আগেই রোহনের রক্তাক্ত জামাকাপড় ও শৌচালয়ের মেঝের রক্ত পরিষ্কার করে ফেলেছিলেন তিনি ৷ তবে, রোহনের মাথায় ক্ষতচিহ্ন দেখে পুলিশের সন্দেহ হয় ৷ এমনকী ময়নাতদন্তের রিপোর্টের সঙ্গে বিজয়ের বয়ানের মিল পায়নি পুলিশ ৷ অন্যদিকে, বিজয় বড়ালের মা নাতির মৃত্যুতে ঘটনার তিনদিন পর একটি লিখিত অভিযোগ দায়ের করেন ৷ সেই অভিযোগের ভিত্তিতে খুনের তদন্ত শুরু করে পুলিশ ৷

আরও পড়ুন: দাম্পত্য জীবনের পথের কাঁটা সরাতেই একরত্তিকে শ্বাসরোধ করে খুন ‘সৎ’ বাবার

অভিযোগ তদন্ত শুরু হতেই, বিজয় স্ত্রীকে নিয়ে গা ঢাকা দেয় ৷ এর পরেই বিজয় বড়ালের ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করতে থাকে পুলিশ ৷ গতকাল তিলজলা এলাকায় বিজয়ের মোবাইল লোকেশন ট্র্যাক হয় ৷ সেখানে অভিযান চালিয়ে তাঁকে আটক করে আনন্দপুর থানায় নিয়ে আসে পুলিশ ৷ সেখানে রাতভর ম্যারাথন জিজ্ঞাসাবাদে কান্নায় ভেঙে পড়েন বিজয় বড়াল ৷ তদন্তকারীরা জানিয়েছেন, বিজয় বড়াল খুনের কথা স্বীকার করেছেন ৷ পুলিশ পরবর্তী তদন্ত শুরু করেছে ৷

Last Updated : Nov 13, 2022, 10:49 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.